অসময়ে দিচ্ছে অকার্যকর ওষুধ
‘চিরুনি অভিযান’ শুনলেই মনে হয়, যেন কোনো দাগি সন্ত্রাসীকে ধরতে অভিযানে নেমেছে পুলিশ। জনমানসে শব্দগুলো এভাবেই পরিচিত। তবে সম্প্রতি মশকনিধনে ‘চিরুনি অভিযান’ কথাটি বেশিই ব্যবহার করছে ঢাকার দুই সিটি করপোরেশন। কিন্তু এসব অভিযানের ফল যে অনেকটা শূন্য, তা বোঝা যায় ডেঙ্গুর মৌসুম এলে।