Ajker Patrika

বর্জ্য অপসারণে কাজ করবে ডিএনসিসির ১০ হাজার পরিচ্ছন্নতাকর্মী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৮ জুন ২০২৩, ২২: ০৩
বর্জ্য অপসারণে কাজ করবে ডিএনসিসির ১০ হাজার পরিচ্ছন্নতাকর্মী

কোরবানির পশুর বর্জ্য অপসারণে কাজ করবে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ১০ হাজারের বেশি পরিচ্ছন্নতাকর্মী। এর মধ্যে সিটি করপোরেশনের নিজস্ব ২ হাজার ১১৭ জন কর্মী রয়েছে। এ ছাড়া বেসরকারি ব্যবস্থাপনায় বাকি জনবলকে কোরবানির বর্জ্য অপসারণে নিয়োজিত করা হয়েছে। 

আজ বুধবার ডিএনসিসির জনসংযোগ বিভাগ থেকে এ তথ্য জানানো হয়েছে। 

ডিএনসিসির তথ্য অনুসারে, জবাইকৃত কোরবানির পশুর বর্জ্য তাৎক্ষণিকভাবে অপসারণ এবং কোরবানির পশুর হাটগুলো দ্রুত পরিষ্কারের লক্ষ্যে ঈদের আগের দিন থেকে ঈদের পরবর্তী দুই দিন নিরবচ্ছিন্নভাবে বর্জ্য অপসারণের জন্য বর্জ্যবাহী ড্রাম্প ট্রাক বা খোলা ট্রাক, ভারী যান-যন্ত্রপাতি, পানির গাড়ি, বেসরকারি এবং ভাড়ায় পিকআপভ্যানসহ মোট ৬১৫টি গাড়ি নিয়োজিত থাকবে। 

এ ছাড়া ল্যান্ডফিলে ঈদুল আজহার বর্জ্য পরিবেশসম্মত ডিসপোজাল নিশ্চিতকরণের লক্ষ্যে ছয়টি এক্সকাভেটর, চারটি চেইন ডোজার, দুটি ট্যায়ার ডোজার ও একটি পে-লোডার নিয়োজিত রাখা হবে। প্রতিটি ওয়ার্ডে ভ্যানগাড়িতে করে ব্লিচিং পাউডার ছিটানোর ব্যবস্থা করা হবে। 

ডিএনসিসির জনসংযোগ বিভাগ আরও জানিয়েছে, ঢাকা উত্তর সিটি করপোরেশনে কন্ট্রোল রুমের পাশাপাশি বর্জ্য অপসারণ কার্যক্রম তদারকি করার জন্য ২৪ সদস্যবিশিষ্ট একটি তদারকি টিম গঠন করা হয়েছে। তাঁদের তদারকি করার জন্য ওয়ার্ডভিত্তিক দায়িত্ব দেওয়া হবে এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা বিভাগসহ অন্যান্য সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা বা কর্মচারীরা ঈদের ছুটিকালীন কর্মস্থলে অবস্থান করার নিশ্চয়তা বিধান করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত