বিশ্ব রেকর্ড গড়ে সাঁতারে সোনা জয় চীনের
টোকিও অলিম্পিকে মেয়েদের সাঁতারে ৪X১০০ মিটার ফ্রি-স্টাইল রিলেতে বিশ্ব রেকর্ড গড়ে সোনা জিতেছে চীন। চীনের সাঁতারু ইয়াং জানঝুয়ান, ট্যাং মুহান, ঝাং ইয়ফেই এবং লি বিংজি এই ইভেন্টে তাঁদের প্রথম অলিম্পিক সোনার মুখ দেখলেন বিশ্বরেকর্ড গড়েই।