নিজস্ব প্রতিবেদক, ঢাকা
২০১৯ ওয়ার্ল্ড আর্চারি চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ জিতে টোকিও অলিম্পিকে সরাসরি খেলার সুযোগ পেয়েছিলেন বাংলাদেশি তিরন্দাজ রোমান সানা। ইতালিয়ান প্রতিপক্ষ মাউরো নেসপলিকে ৭-১ সেটের বড় ব্যবধানে হারিয়েছিলেন রোমান। বাংলাদেশের সেরা তিরন্দাজের হয়তো আফসোস হতে পারে এই খবরে, তাঁর কাছে হেরে যাওয়া নেসপলি এবারের টোকিও অলিম্পিকে পুরুষ এককে জিতেছেন রুপা।
টোকিও অলিম্পিকে পুরুষ এককের বাছাইপর্বে ৬৬২ স্কোর করে ৬৪ প্রতিপক্ষের মধ্যে ১৭তম হয়েছিলেন রোমান। বাছাইপর্বে নেসপলির অবস্থান ছিল রোমানের অনেক পেছনে। ৬৫৮ স্কোর করে ইতালিয়ান তিরন্দাজ বাছাইপর্বে হয়েছিলেন ২৪তম।
প্রথম রাউন্ডে জিতলেও রোমানের অলিম্পিক যাত্রা থেমেছে দ্বিতীয় রাউন্ডেই। কানাডার ডুয়েনাস ক্রিসপিনের কাছে হেরেছিলেন ৪-৬ ব্যবধানে। রোমান হারলেও নেসপলি এগিয়েছেন দুর্দান্ত গতিতে। সেমিফাইনালে ইভেন্টের অন্যতম ফেবারিট চীনা তাইপের চি-চুন ত্যাংকে ৬-২ সেটে হারিয়ে উঠেছিলেন ফাইনালেও।
তবে ফাইনালে উঠেও শেষ হাসি হাসতে পারেননি নেসপলি। তাঁকে ৬-৪ সেটে হারিয়ে এবারের অলিম্পিকে দেশকে প্রথম সোনা এনে দিয়েছেন তুরস্কের মেতে গাজোজ।
নেসপলির খবরে মন খারাপ হলেও একই সঙ্গে আশাবাদীও হতে পারেন রোমান। ২০১৯ ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে যাঁকে হারিয়ে পদক জিতেছিলেন রোমান, সেই নেসপলি অলিম্পিকে পদক জিতে প্রশ্নটা তুলে দিলেন, রোমান কেন নয়? দেশসেরা আর্চার অবশ্য ঘোষণাও দিয়ে রেখেছেন, পরের অলিম্পিকে আরও শক্তিশালী হয়ে ফিরবেন তিনি। ২০২৮ অলিম্পিকে জিততে চান সোনাও। হয়তো রোমানকে আত্মবিশ্বাসী করতে পারে নেসপলির এই পদক জয়ের খবর!
২০১৯ ওয়ার্ল্ড আর্চারি চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ জিতে টোকিও অলিম্পিকে সরাসরি খেলার সুযোগ পেয়েছিলেন বাংলাদেশি তিরন্দাজ রোমান সানা। ইতালিয়ান প্রতিপক্ষ মাউরো নেসপলিকে ৭-১ সেটের বড় ব্যবধানে হারিয়েছিলেন রোমান। বাংলাদেশের সেরা তিরন্দাজের হয়তো আফসোস হতে পারে এই খবরে, তাঁর কাছে হেরে যাওয়া নেসপলি এবারের টোকিও অলিম্পিকে পুরুষ এককে জিতেছেন রুপা।
টোকিও অলিম্পিকে পুরুষ এককের বাছাইপর্বে ৬৬২ স্কোর করে ৬৪ প্রতিপক্ষের মধ্যে ১৭তম হয়েছিলেন রোমান। বাছাইপর্বে নেসপলির অবস্থান ছিল রোমানের অনেক পেছনে। ৬৫৮ স্কোর করে ইতালিয়ান তিরন্দাজ বাছাইপর্বে হয়েছিলেন ২৪তম।
প্রথম রাউন্ডে জিতলেও রোমানের অলিম্পিক যাত্রা থেমেছে দ্বিতীয় রাউন্ডেই। কানাডার ডুয়েনাস ক্রিসপিনের কাছে হেরেছিলেন ৪-৬ ব্যবধানে। রোমান হারলেও নেসপলি এগিয়েছেন দুর্দান্ত গতিতে। সেমিফাইনালে ইভেন্টের অন্যতম ফেবারিট চীনা তাইপের চি-চুন ত্যাংকে ৬-২ সেটে হারিয়ে উঠেছিলেন ফাইনালেও।
তবে ফাইনালে উঠেও শেষ হাসি হাসতে পারেননি নেসপলি। তাঁকে ৬-৪ সেটে হারিয়ে এবারের অলিম্পিকে দেশকে প্রথম সোনা এনে দিয়েছেন তুরস্কের মেতে গাজোজ।
নেসপলির খবরে মন খারাপ হলেও একই সঙ্গে আশাবাদীও হতে পারেন রোমান। ২০১৯ ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে যাঁকে হারিয়ে পদক জিতেছিলেন রোমান, সেই নেসপলি অলিম্পিকে পদক জিতে প্রশ্নটা তুলে দিলেন, রোমান কেন নয়? দেশসেরা আর্চার অবশ্য ঘোষণাও দিয়ে রেখেছেন, পরের অলিম্পিকে আরও শক্তিশালী হয়ে ফিরবেন তিনি। ২০২৮ অলিম্পিকে জিততে চান সোনাও। হয়তো রোমানকে আত্মবিশ্বাসী করতে পারে নেসপলির এই পদক জয়ের খবর!
চ্যাম্পিয়নস লিগে ইন্টার মিলানের কাছে হারের ক্ষত এখনো পুরোপুরি শুকায়নি বার্সেলোনার। কিন্তু দুয়ারে কড়া নাড়ছে লিগ শিরোপা। হতাশ হয়ে বসে থাকলে তো আর চলবে না। রিয়াল মাদ্রিদের বিপক্ষে তাই উজ্জীবিত দেখা গেল তাদের। নয়তো ১৪ মিনিটে দুই গোলে পিছিয়ে যাওয়ার পর ঘুরে দাঁড়ানোর আত্মবিশ্বাস খুব কম দলেরই থাকে। বারুদে ঠ
৪ ঘণ্টা আগেপ্রথমার্ধ শেষে দুই গোলে এগিয়ে থেকে বিরতিতে যাওয়াটা মনে করিয়ে দিচ্ছিল আগের ম্যাচের কথা। ঠিক একই অবস্থা থেকে ঘুরে দাঁড়িয়ে সেদিন বাংলাদেশকে রুখে দিয়েছিল মালদ্বীপ। ভুটান অবশ্য আজ এর পুনরাবৃত্তি করতে পারেনি। তাদের ৩-০ গোলে উড়িয়ে সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ।
৮ ঘণ্টা আগে২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত এ সংস্করণে বাংলাদেশ দলের অধিনায়কত্ব দেওয়া হয়েছে লিটন দাসকে। তবে সাম্প্রতিক ব্যাট হাতে ছন্দে নেই এ উইকেটরক্ষক-ব্যাটার। ব্যাটে রান না থাকলেও তাঁর কাঁধেই নেতৃত্বের আস্থা রেখেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ব্যাটিং নিয়ে প্রশ্ন থাকলেও লিটনের নেতৃত্বগুণ ও কৌশলী
৮ ঘণ্টা আগেওয়ানডে সিরিজ আগেই খুইয়েছে বাংলাদেশ নারী ইমার্জিং ক্রিকেট দল। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট আন্তর্জাতিক স্টেডিয়ামে আজ বাংলাদেশের কাছে ম্যাচটি ছিল ধবলধোলাই এড়ানোর মিশন। পেন্ডুলামের মতো দুলতে থাকা ম্যাচে শেষ হাসি হেসেছে বাংলাদেশ।
৯ ঘণ্টা আগে