লাঞ্চের আগে বাংলাদেশকে বেকায়দায় ফেলল লঙ্কানরা, শান্ত-মুশফিকের প্রতিরোধ
গলে আজ শুরু হওয়া বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজের প্রথম টেস্টটা হয়ে উঠেছে ম্যাথুসময়। কারণ, এই টেস্টটাই ক্রিকেটের রাজকীয় সংস্করণে অ্যাঞ্জেলো ম্যাথুসের শেষ টেস্ট। তাঁর শেষ টেস্ট উপলক্ষে ব্যানার দেখা গেছে গলে। তারিন্দু রত্নায়েকে, লাহিরু উদারা—লঙ্কান এই দুই ক্রিকেটারকে অভিষেকের টুপি পরিয়েছেন ম্যাথুস।