আক্রমণাত্মক বাংলাদেশের সামনে এখন লঙ্কানরাই ধুঁকছে
গলে বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজের প্রথম টেস্টের মতো শ্রীলঙ্কার আবহাওয়ারও পরিবর্তন হয়েছে ক্ষণে ক্ষণে। আজ টেস্টের পঞ্চম দিনে শ্রীলঙ্কার আকাশ কখনো রৌদ্রজ্জ্বল, কখনোবা ঘন মেঘে ঢাকা। শেষ দিনে যখন রোমাঞ্চের অপেক্ষা, তখন বৃষ্টি খেলেছে লুকোচুরি।