গৌতম গম্ভীরকে ‘ভণ্ড’ বললেন সাবেক ভারতীয় ক্রিকেটার
যত দোষ, নন্দ ঘোষ—ভারতের প্রধান কোচ গৌতম গম্ভীর হয়তো এই বাংলা প্রবাদটা জানেন না। কিন্তু বর্তমানে তাঁর যে অবস্থা, সেটা দেখে এই প্রবাদ মনে পড়াটাই স্বাভাবিক। কারণ, ভারত ব্যর্থ হওয়ায় প্রধান কোচকে যে যেভাবে পারছেন, ধুয়ে দিচ্ছেন। এক সময়ের সতীর্থ মনোজ তিওয়ারি সমস্ত রাগ-ক্ষোভ এবার উগড়ে দিলেন গম্ভীরের ওপর।