নাদালের পাশে বসা জোকোভিচের যত রেকর্ড
কোর্টে একটু মজা-রসিকতা করেন বলে নামের সঙ্গে মিল রেখে নোভাক জোকোভিচের নাম হয়ে গেছে ‘জোকার’। ধারাবাহিক সাফল্যে কারও কাছে তিনি পরিচিত ‘মেশিন’ নামে। ডাকনামের অবশ্য অভাব নেই সার্বিয়ান তারকার। তবে নিজের সময়ে রজার ফেদেরার ও রাফায়েল নাদাল টেনিস বিশ্বের যে অকুণ্ঠ বা নিরঙ্কুশ ভালোবাসা পেয়েছেন, জোকোভিচ তা পেয়ে