অস্ট্রেলিয়ান ওপেনে নোভাক জোকোভিচের দাপট চলছেই। আন্দ্রে রুবলেভকে সরাসরি সেটে হারিয়ে সেমিফাইনালে উঠেছেন তিনি। অন্যদিকে নারীদের এককে ডোনা ভেকিচকে হারিয়ে সেমিফাইনালে উঠেছেন আরিয়ানা সাবালেঙ্কাও।
রড লেভার অ্যারেনায় রুবলেভকে দাঁড়াতেই দেননি জোকোভিচ। ঠিক যেন শেষ ষোলোর পারফরম্যান্সটাই কোয়ার্টার ফাইনালের ম্যাচে দেখালেন সার্বিয়ান তারকা। সেদিন অ্যালেক্স ডি মিনাউরকে সরাসরি হারিয়েছিলেন পুরুষ এককের চতুর্থ বাছাই। আজ রাশিয়ান তারকাকেও সরাসরি সেটে হারালেন তিনি।
মেলবোর্ন পার্কে প্রথম দুই সেটে রুবলেভকে উড়িয়ে দিয়েছেন জোকোভিচ। প্রথম সেটে ৬-১ হারানোর পর দ্বিতীয় সেটে ৬-২ জয় পেয়েছেন টুর্নামেন্টের সর্বোচ্চ শিরোপাজয়ী তারকা। তৃতীয় সেটে বলার মতো একটু প্রতিদ্বন্দ্বিতা করতে পেরেছিলেন পঞ্চম বাছাই। তবে সাবেক শীর্ষ বাছাইয়ের সেমিফাইনাল নিশ্চিত করা ঠেকাতে পারেননি তিনি। তৃতীয় সেটে প্রতিপক্ষকে ৬-৪ হারিয়ে টুর্নামেন্টে টানা ২৬ ম্যাচ জিতে আমেরিকান আন্দ্রে আগাসির রেকর্ডে ভাগ বসালেন সার্বিয়ান তারকা।
ম্যাচ শেষে জোকোভিচ বলেছেন, ‘এ ম্যাচকে দুই নম্বরে রাখব। দুই রাত আগের পারফরম্যান্সের কাছাকাছি ছিল। তবে সত্যি বলতে আমার খেলা নিয়ে খুশি হতে পারছি না। কোর্টের বাইরে আমি দুর্দান্ত খেলছি। এই কোর্টে খেলতে পছন্দ করি। নিঃসন্দেহে এই কোর্ট আমার কাছে বিশেষ কিছু, এটা আগেও বহুবার বলেছি।’
রেকর্ড দশমবারের মতো অস্ট্রেলিয়ান ওপেন জিততে আর দুই ধাপ বাকি জোকোভিচের। সেমিফাইনালে তাঁর প্রতিপক্ষ আমেরিকান টমি পল।
অন্যদিকে নারী এককে প্রথমবারের মতো সেমিফাইনালে উঠেছে সাবালেঙ্কা। ভেকিচকে ৬-৩,৬-২ গেমে হারিয়েছেন বেলারুশিয়ান টেনিস তারকা। সব মিলিয়ে চতুর্থবারের মতো গ্র্যান্ড স্লামের সেমিফাইনালে উঠলেন তিনি। মাগডা লিনেটের মুখোমুখি হবেন বছরের প্রথম গ্র্যান্ড স্লামের সেমিতে।
ম্যাচ শেষে উচ্ছ্বসিত সাবালেঙ্কা বলেছেন, ‘সেমিফাইনালে উঠতে পেরে সত্যিই ভালো লাগছে। ম্যাচটি জিততে পেরে সত্যিই ভীষণ খুশি।’
অস্ট্রেলিয়ান ওপেনে নোভাক জোকোভিচের দাপট চলছেই। আন্দ্রে রুবলেভকে সরাসরি সেটে হারিয়ে সেমিফাইনালে উঠেছেন তিনি। অন্যদিকে নারীদের এককে ডোনা ভেকিচকে হারিয়ে সেমিফাইনালে উঠেছেন আরিয়ানা সাবালেঙ্কাও।
রড লেভার অ্যারেনায় রুবলেভকে দাঁড়াতেই দেননি জোকোভিচ। ঠিক যেন শেষ ষোলোর পারফরম্যান্সটাই কোয়ার্টার ফাইনালের ম্যাচে দেখালেন সার্বিয়ান তারকা। সেদিন অ্যালেক্স ডি মিনাউরকে সরাসরি হারিয়েছিলেন পুরুষ এককের চতুর্থ বাছাই। আজ রাশিয়ান তারকাকেও সরাসরি সেটে হারালেন তিনি।
মেলবোর্ন পার্কে প্রথম দুই সেটে রুবলেভকে উড়িয়ে দিয়েছেন জোকোভিচ। প্রথম সেটে ৬-১ হারানোর পর দ্বিতীয় সেটে ৬-২ জয় পেয়েছেন টুর্নামেন্টের সর্বোচ্চ শিরোপাজয়ী তারকা। তৃতীয় সেটে বলার মতো একটু প্রতিদ্বন্দ্বিতা করতে পেরেছিলেন পঞ্চম বাছাই। তবে সাবেক শীর্ষ বাছাইয়ের সেমিফাইনাল নিশ্চিত করা ঠেকাতে পারেননি তিনি। তৃতীয় সেটে প্রতিপক্ষকে ৬-৪ হারিয়ে টুর্নামেন্টে টানা ২৬ ম্যাচ জিতে আমেরিকান আন্দ্রে আগাসির রেকর্ডে ভাগ বসালেন সার্বিয়ান তারকা।
ম্যাচ শেষে জোকোভিচ বলেছেন, ‘এ ম্যাচকে দুই নম্বরে রাখব। দুই রাত আগের পারফরম্যান্সের কাছাকাছি ছিল। তবে সত্যি বলতে আমার খেলা নিয়ে খুশি হতে পারছি না। কোর্টের বাইরে আমি দুর্দান্ত খেলছি। এই কোর্টে খেলতে পছন্দ করি। নিঃসন্দেহে এই কোর্ট আমার কাছে বিশেষ কিছু, এটা আগেও বহুবার বলেছি।’
রেকর্ড দশমবারের মতো অস্ট্রেলিয়ান ওপেন জিততে আর দুই ধাপ বাকি জোকোভিচের। সেমিফাইনালে তাঁর প্রতিপক্ষ আমেরিকান টমি পল।
অন্যদিকে নারী এককে প্রথমবারের মতো সেমিফাইনালে উঠেছে সাবালেঙ্কা। ভেকিচকে ৬-৩,৬-২ গেমে হারিয়েছেন বেলারুশিয়ান টেনিস তারকা। সব মিলিয়ে চতুর্থবারের মতো গ্র্যান্ড স্লামের সেমিফাইনালে উঠলেন তিনি। মাগডা লিনেটের মুখোমুখি হবেন বছরের প্রথম গ্র্যান্ড স্লামের সেমিতে।
ম্যাচ শেষে উচ্ছ্বসিত সাবালেঙ্কা বলেছেন, ‘সেমিফাইনালে উঠতে পেরে সত্যিই ভালো লাগছে। ম্যাচটি জিততে পেরে সত্যিই ভীষণ খুশি।’
‘সমিত সোমের পাসপোর্ট হয়ে গেছে, বাকি আর একটি প্রক্রিয়া সারতে কাল (আজ) ফিফার কাছে আবেদন করব’—কাল গুলশানে নিজে বাসভবনে বেশ উচ্ছ্বসিত কণ্ঠে বলছিলেন ফাহাদ করিম চৌধুরী। প্রবাসী ফুটবলারদের বাংলাদেশ ফুটবলে যুক্ত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন বাফুফের সহসভাপতি ও বিপণন বিভাগের প্রধান।
৩ মিনিট আগেড্রাগ টেস্টে পজিটিভ হওয়ায় ৩ মাসের নিষেধাজ্ঞা পেয়েছিলেন কাগিসো রাবাদা। তবে পেশাদার আচরণ বজায় এবং বোর্ডের কাছে ক্ষমা চাওয়ায় তাঁর শাস্তি কমে এসেছে। এখন সব ধরনের ক্রিকেটে খেলতে আর কোনো বাধা নেই দক্ষিণ আফ্রিকার এ পেসারের। ডোপিংয়ের দায়ে পাওয়া তিন মাসের নিষেধাজ্ঞা কমিয়ে এক মাসে আনা হয়েছে। এরই মধ্যে এক মাস
১৩ ঘণ্টা আগেটানা তিন জয়ের পর আজ সুযোগ ছিল সিরিজ জয়ের। আজ পঞ্চম ওয়ানডেতে বোলাররা নিজেদের কাজটাও সেরে রাখেন দারুণভাবে। সাইমুন বশির-রিজান হাসানরা দুর্দান্ত বোলিংয়ে শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলকে ১৯৬ রানেই আটকে রাখে বাংলাদেশ যুবারা। গত তিন ম্যাচের ব্যাটিং বিবেচনায় ১৯৭ রানের লক্ষ্য বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের
১৫ ঘণ্টা আগেপ্রথমবারের মতো আইসিসি পুরুষ ক্রিকেটারদের ‘প্লেয়ার অব দ্য মান্থ’ পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন মেহেদী হাসান মিরাজ। কদিন আগে শেষ হওয়া বাংলাদেশ-জিম্বাবুয়ে টেস্ট সিরিজ ব্যাটে-বলে আলো ছড়িয়েছেন এই অলরাউন্ডার। মিরাজের সঙ্গে এপ্রিলে মাসের ‘প্লেয়ার অব দ্য মান্থের’ সংক্ষিপ্ত তালিকায় জায়গা করেছেন জিম্বাবুয়ের ব
১৭ ঘণ্টা আগে