অস্ট্রেলিয়ান ওপেনে নোভাক জোকোভিচের দাপট চলছেই। আন্দ্রে রুবলেভকে সরাসরি সেটে হারিয়ে সেমিফাইনালে উঠেছেন তিনি। অন্যদিকে নারীদের এককে ডোনা ভেকিচকে হারিয়ে সেমিফাইনালে উঠেছেন আরিয়ানা সাবালেঙ্কাও।
রড লেভার অ্যারেনায় রুবলেভকে দাঁড়াতেই দেননি জোকোভিচ। ঠিক যেন শেষ ষোলোর পারফরম্যান্সটাই কোয়ার্টার ফাইনালের ম্যাচে দেখালেন সার্বিয়ান তারকা। সেদিন অ্যালেক্স ডি মিনাউরকে সরাসরি হারিয়েছিলেন পুরুষ এককের চতুর্থ বাছাই। আজ রাশিয়ান তারকাকেও সরাসরি সেটে হারালেন তিনি।
মেলবোর্ন পার্কে প্রথম দুই সেটে রুবলেভকে উড়িয়ে দিয়েছেন জোকোভিচ। প্রথম সেটে ৬-১ হারানোর পর দ্বিতীয় সেটে ৬-২ জয় পেয়েছেন টুর্নামেন্টের সর্বোচ্চ শিরোপাজয়ী তারকা। তৃতীয় সেটে বলার মতো একটু প্রতিদ্বন্দ্বিতা করতে পেরেছিলেন পঞ্চম বাছাই। তবে সাবেক শীর্ষ বাছাইয়ের সেমিফাইনাল নিশ্চিত করা ঠেকাতে পারেননি তিনি। তৃতীয় সেটে প্রতিপক্ষকে ৬-৪ হারিয়ে টুর্নামেন্টে টানা ২৬ ম্যাচ জিতে আমেরিকান আন্দ্রে আগাসির রেকর্ডে ভাগ বসালেন সার্বিয়ান তারকা।
ম্যাচ শেষে জোকোভিচ বলেছেন, ‘এ ম্যাচকে দুই নম্বরে রাখব। দুই রাত আগের পারফরম্যান্সের কাছাকাছি ছিল। তবে সত্যি বলতে আমার খেলা নিয়ে খুশি হতে পারছি না। কোর্টের বাইরে আমি দুর্দান্ত খেলছি। এই কোর্টে খেলতে পছন্দ করি। নিঃসন্দেহে এই কোর্ট আমার কাছে বিশেষ কিছু, এটা আগেও বহুবার বলেছি।’
রেকর্ড দশমবারের মতো অস্ট্রেলিয়ান ওপেন জিততে আর দুই ধাপ বাকি জোকোভিচের। সেমিফাইনালে তাঁর প্রতিপক্ষ আমেরিকান টমি পল।
অন্যদিকে নারী এককে প্রথমবারের মতো সেমিফাইনালে উঠেছে সাবালেঙ্কা। ভেকিচকে ৬-৩,৬-২ গেমে হারিয়েছেন বেলারুশিয়ান টেনিস তারকা। সব মিলিয়ে চতুর্থবারের মতো গ্র্যান্ড স্লামের সেমিফাইনালে উঠলেন তিনি। মাগডা লিনেটের মুখোমুখি হবেন বছরের প্রথম গ্র্যান্ড স্লামের সেমিতে।
ম্যাচ শেষে উচ্ছ্বসিত সাবালেঙ্কা বলেছেন, ‘সেমিফাইনালে উঠতে পেরে সত্যিই ভালো লাগছে। ম্যাচটি জিততে পেরে সত্যিই ভীষণ খুশি।’
অস্ট্রেলিয়ান ওপেনে নোভাক জোকোভিচের দাপট চলছেই। আন্দ্রে রুবলেভকে সরাসরি সেটে হারিয়ে সেমিফাইনালে উঠেছেন তিনি। অন্যদিকে নারীদের এককে ডোনা ভেকিচকে হারিয়ে সেমিফাইনালে উঠেছেন আরিয়ানা সাবালেঙ্কাও।
রড লেভার অ্যারেনায় রুবলেভকে দাঁড়াতেই দেননি জোকোভিচ। ঠিক যেন শেষ ষোলোর পারফরম্যান্সটাই কোয়ার্টার ফাইনালের ম্যাচে দেখালেন সার্বিয়ান তারকা। সেদিন অ্যালেক্স ডি মিনাউরকে সরাসরি হারিয়েছিলেন পুরুষ এককের চতুর্থ বাছাই। আজ রাশিয়ান তারকাকেও সরাসরি সেটে হারালেন তিনি।
মেলবোর্ন পার্কে প্রথম দুই সেটে রুবলেভকে উড়িয়ে দিয়েছেন জোকোভিচ। প্রথম সেটে ৬-১ হারানোর পর দ্বিতীয় সেটে ৬-২ জয় পেয়েছেন টুর্নামেন্টের সর্বোচ্চ শিরোপাজয়ী তারকা। তৃতীয় সেটে বলার মতো একটু প্রতিদ্বন্দ্বিতা করতে পেরেছিলেন পঞ্চম বাছাই। তবে সাবেক শীর্ষ বাছাইয়ের সেমিফাইনাল নিশ্চিত করা ঠেকাতে পারেননি তিনি। তৃতীয় সেটে প্রতিপক্ষকে ৬-৪ হারিয়ে টুর্নামেন্টে টানা ২৬ ম্যাচ জিতে আমেরিকান আন্দ্রে আগাসির রেকর্ডে ভাগ বসালেন সার্বিয়ান তারকা।
ম্যাচ শেষে জোকোভিচ বলেছেন, ‘এ ম্যাচকে দুই নম্বরে রাখব। দুই রাত আগের পারফরম্যান্সের কাছাকাছি ছিল। তবে সত্যি বলতে আমার খেলা নিয়ে খুশি হতে পারছি না। কোর্টের বাইরে আমি দুর্দান্ত খেলছি। এই কোর্টে খেলতে পছন্দ করি। নিঃসন্দেহে এই কোর্ট আমার কাছে বিশেষ কিছু, এটা আগেও বহুবার বলেছি।’
রেকর্ড দশমবারের মতো অস্ট্রেলিয়ান ওপেন জিততে আর দুই ধাপ বাকি জোকোভিচের। সেমিফাইনালে তাঁর প্রতিপক্ষ আমেরিকান টমি পল।
অন্যদিকে নারী এককে প্রথমবারের মতো সেমিফাইনালে উঠেছে সাবালেঙ্কা। ভেকিচকে ৬-৩,৬-২ গেমে হারিয়েছেন বেলারুশিয়ান টেনিস তারকা। সব মিলিয়ে চতুর্থবারের মতো গ্র্যান্ড স্লামের সেমিফাইনালে উঠলেন তিনি। মাগডা লিনেটের মুখোমুখি হবেন বছরের প্রথম গ্র্যান্ড স্লামের সেমিতে।
ম্যাচ শেষে উচ্ছ্বসিত সাবালেঙ্কা বলেছেন, ‘সেমিফাইনালে উঠতে পেরে সত্যিই ভালো লাগছে। ম্যাচটি জিততে পেরে সত্যিই ভীষণ খুশি।’
বিরাট কোহলির বিদায়ের করুণ সুর কি তবে বাজতে শুরু করল? টেস্ট ও আন্তর্জাতিক টি-টোয়েন্টিকে তো আগেই বিদায় বলেছেন। ভারতের জার্সিতে খেলছেন শুধু ওয়ানডে। এই সংস্করণে কত দিন খেলবেন, সেটা এখনো নিশ্চিত নয়। তবে অস্ট্রেলিয়া সিরিজ যখন দরজায় কড়া নাড়ছে, সেই মুহূর্তে কোহলির এক পোস্টে রহস্য ঘনীভূত হচ্ছে।
৯ মিনিট আগেলিওনেল মেসির কাছে ‘অপূর্ণতা’ নামে কোনো শব্দ হয়তো নেই। আন্তর্জাতিক ফুটবল, ক্লাব ফুটবল-সব জায়গাতেই তিনি জিতেছেন একের পর এক শিরোপা। যার মধ্যে ২০২২ কাতার বিশ্বকাপ জিতে নিজের আজন্মলালিত স্বপ্ন পূরণ করেছেন। অজস্র রেকর্ড গড়ে পেয়েছেন ‘রেকর্ডের বরপুত্র’ উপাধি।
১ ঘণ্টা আগেবাংলাদেশের জার্সিতে সবশেষ সাকিব আল হাসান খেলেছেন গত বছরের অক্টোবরে। কিন্তু প্রতিযোগিতামূলক ক্রিকেট থেকে একেবারে বিচ্ছিন্ন নন তিনি। বিশ্বজুড়ে টি-টোয়েন্টি, টি-টেন লিগে খেলেছেন তিনি। বাংলাদেশের তারকা অলরাউন্ডার এবার ভারতের লিগসহ একই দিনে নাম লিখিয়েছেন তিন লিগে।
১ ঘণ্টা আগে২০২৫ ফিফা অনূর্ধ্ব-২০ বিশ্বকাপে দুরন্ত গতিতে ছুটছে আর্জেন্টিনা। নকআউট পর্বের একের পর এক বাধা পেরিয়ে এবার তারা উঠল ফাইনালে। যেখানে সেমিফাইনালে আলবিসেলেস্তেরা জয় পেয়েছে কলম্বিয়ার বিপক্ষে।
২ ঘণ্টা আগে