ভয়ডরহীন ক্যারিয়ারে কোর্টের প্রতিপক্ষদের কতশতবারই তো নাকানি-চুবানি খাইয়েছেন মার্টিনা নাভ্রাতিলোভা। কিন্তু শরীরে ক্যানসার ধরা পড়ার পর বেশ আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছিলেন। ভেবেছিলেন, হয়তা পরের ক্রিসমাস চোখে দেখা হবে না।
তবে সেই ভয় কেটে গেছে টেনিস কিংবদন্তির। ভক্তদের দিয়েছেন সুখবর। নাভ্রাতিলোভা জানিয়েছেন, চিকিৎসার পরে তিনি এখন ক্যানসারমুক্ত।
নারী এককে ১৮টি গ্র্যান্ড স্লাম জিতেছেন নাভ্রাতিলোভা। ২০১০ সালে স্তন ক্যানসারে আক্রান্ত হন তিনি। গত বছর স্তন ক্যানসারের পাশাপাশি তাঁর কণ্ঠেও ছড়িয়ে পড়ে ক্যানসার। গত জানুয়ারিতে নাভ্রাতিলোভা জানান, তাঁর দুই ক্যানসারই প্রাথমিক পর্যায়ে আছে।
গতকাল পিয়ের্স মরগানের টক টিভি শো’তে ৬৬ বছর বয়সী এই টেনিস তারকা বলেছেন, ‘তারা (চিকিৎসক) যতদূর জানেন, আমি ক্যানসারমুক্ত। তবে আমাকে এখনো ডান স্তনে চিকিৎসা নিতে হচ্ছে। এটা ৯৯ শতাংশ সমাধানযোগ্য।’
নাভ্রাতিলোভা জানিয়েছেন, তাঁর বন্ধু ও সাবেক প্রতিদ্বন্দ্বী ক্রিস এভার্ট কঠিন সময়ে তাঁকে খুব সহযোগিতা করেছেন। এভার্ট নিজেও ২০২১ সালের ডিসেম্বরে ডিম্বাশয় ক্যানসারে আক্রান্ত হয়েছিলেন। নাভ্রাতিলোভা ও এভার্ট ১৯৭০ ও ১৯৮০ ’র দশকে নারী টেনিস শাসন করেছেন। দুজনে ক্যানসারের চিকিৎসার নিয়েছেন নিউইয়র্কে।
ভয়ডরহীন ক্যারিয়ারে কোর্টের প্রতিপক্ষদের কতশতবারই তো নাকানি-চুবানি খাইয়েছেন মার্টিনা নাভ্রাতিলোভা। কিন্তু শরীরে ক্যানসার ধরা পড়ার পর বেশ আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছিলেন। ভেবেছিলেন, হয়তা পরের ক্রিসমাস চোখে দেখা হবে না।
তবে সেই ভয় কেটে গেছে টেনিস কিংবদন্তির। ভক্তদের দিয়েছেন সুখবর। নাভ্রাতিলোভা জানিয়েছেন, চিকিৎসার পরে তিনি এখন ক্যানসারমুক্ত।
নারী এককে ১৮টি গ্র্যান্ড স্লাম জিতেছেন নাভ্রাতিলোভা। ২০১০ সালে স্তন ক্যানসারে আক্রান্ত হন তিনি। গত বছর স্তন ক্যানসারের পাশাপাশি তাঁর কণ্ঠেও ছড়িয়ে পড়ে ক্যানসার। গত জানুয়ারিতে নাভ্রাতিলোভা জানান, তাঁর দুই ক্যানসারই প্রাথমিক পর্যায়ে আছে।
গতকাল পিয়ের্স মরগানের টক টিভি শো’তে ৬৬ বছর বয়সী এই টেনিস তারকা বলেছেন, ‘তারা (চিকিৎসক) যতদূর জানেন, আমি ক্যানসারমুক্ত। তবে আমাকে এখনো ডান স্তনে চিকিৎসা নিতে হচ্ছে। এটা ৯৯ শতাংশ সমাধানযোগ্য।’
নাভ্রাতিলোভা জানিয়েছেন, তাঁর বন্ধু ও সাবেক প্রতিদ্বন্দ্বী ক্রিস এভার্ট কঠিন সময়ে তাঁকে খুব সহযোগিতা করেছেন। এভার্ট নিজেও ২০২১ সালের ডিসেম্বরে ডিম্বাশয় ক্যানসারে আক্রান্ত হয়েছিলেন। নাভ্রাতিলোভা ও এভার্ট ১৯৭০ ও ১৯৮০ ’র দশকে নারী টেনিস শাসন করেছেন। দুজনে ক্যানসারের চিকিৎসার নিয়েছেন নিউইয়র্কে।
শর্ট বলের বিপক্ষে বাংলাদেশের ব্যাটারদের চিরায়ত দুর্বলতা দেখা গেছে জিম্বাবুয়ের বিপক্ষেও। সিলেটে প্রথম টেস্টে ব্লেসিং মুজারাবানি, ভিক্টর নিয়াউচির মতো জিম্বাবুয়ের পেসাররা সেই লেংথেই বোলিং করে যাচ্ছেন। হঠাৎ করে তাঁদের বল লাফিয়ে উঠছে একটু বেশি। তাতেই ধরা খাচ্ছে বাংলাদেশ।
৭ মিনিট আগেবিপিএল, আইপিএল বা আন্তর্জাতিক ক্রিকেট—বিশ্বের যে টুর্নামেন্টই হোক, ড্যানি মরিসনের হাস্যরসাত্মক উপস্থাপনা না থেকে কি পারে! মজার ছলে এমন প্রশ্ন মরিসন করেন, তাতে অপর মানুষও হতচকিত হয়ে পড়েন। কলকাতার ইডেন গার্ডেন্সে গতকাল এমন ঘটনা ঘটেছে।
২ ঘণ্টা আগেলাহোর কালান্দার্স সবশেষ ম্যাচ খেলেছে ১৫ এপ্রিল করাচি কিংসের বিপক্ষে। সেই ম্যাচে লাহোরের জার্সিতে রিশাদ হোসেন নিয়েছেন ৩ উইকেট। এক সপ্তাহ পর আজ লাহোর কালান্দার্স খেলতে নামবে মুলতান সুলতানসের বিপক্ষে।
২ ঘণ্টা আগেআইসিসির ২০২৪ সালের বর্ষসেরা পুরুষ ক্রিকেটার, বর্ষসেরা টেস্ট ক্রিকেটার—দুটি পুরস্কারই পেয়েছেন জসপ্রীত বুমরা। গত বছর দুর্দান্ত ছন্দে থাকায় এবার বুমরা পেয়েছেন আরও এক পুরস্কার। উইজডেনের বর্ষসেরা ক্রিকেটার হয়েছেন ভারতের এই পেসার।
৩ ঘণ্টা আগে