মন্টে কার্লো মাস্টার্স থেকে এত দ্রুত বিদায় নেবেন নোভাক জোকোভিচ, হয়তো কল্পনাও করেনি কেউ। কিন্তু গতকাল ফ্রান্সের টুর্নামেন্টটি তা-ই হয়েছে। শেষ ষোলো থেকে বিদায় নিয়েছেন টেনিসের এক নম্বর তারকা।
জোকোভিচ ম্যাচটি হেরেছেন লরেঞ্জো মুসেত্তি নামে একজন অখ্যাত টেনিস খেলোয়াড়ের কাছে। যাঁর পেশাদার ক্যারিয়ারে কোনো টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার কোনো নজির নেই। এমনকি এখন পর্যন্ত কোনো টুর্নামেন্টের ফাইনালেও উঠতে পারেননি ২১ বছর বয়সী উদীয়মান তারকা।
বয়স যেহেতু কম, সেহেতু ভবিষ্যতে নিশ্চয়ই চ্যাম্পিয়নের স্বপ্ন পূরণ হবে মুসেত্তির। কেননা, রাফায়েল নাদালের সঙ্গে যৌথভাবে সর্বোচ্চ ২২ গ্র্যান্ড স্লামজয়ী জোকোভিচকে হারিয়ে টেনিস বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছেন তিনি। সার্বিয়ান তারকাকে হারিয়ে নিজেরও স্বপ্ন পূরণ করেছেন ইতালিয়ান টেনিস তারকা। শৈশব থেকেই তাঁর স্বপ্ন ছিল জোকোভিচকে হারানোর।
মুসেত্তির চেয়ে শক্তি, সামর্থ্য ও অভিজ্ঞতা—সব দিক থেকেই এগিয়ে জোকোভিচ। শেষ ষোলোর প্রথম সেটেও তারই প্রমাণ পাওয়া যাচ্ছিল। ৪-৬ গেমে হারিয়ে দুর্দান্ত শুরু করেন সার্বিয়ান তারকা। কিন্তু ফিরতি দুই সেটে লড়াই করে প্রতিপক্ষের কাছে হেরে বসেন তিনি। দ্বিতীয় সেটে ৭-৫ গেমে জিতে সমতায় ফেরেন র্যাঙ্কিংয়ের ২১ নম্বর তারকা মুসেত্তি। আর ম্যাচ নির্ধারণী সেটে ৬-৪ গেমে হারিয়ে নিজের স্বপ্ন পূরণ করেন।
ম্যাচ জয়ের পর মুসেত্তি বলেছেন, ‘কান্না না করার জন্য সংগ্রাম করছি। এটি একটি আবেগপূর্ণ জয়। কারণ এটি সত্যি দীর্ঘ ম্যাচ ছিল। নিজেকে নিয়ে গর্বিত এবং পর্দায় দেখতে পাচ্ছি কান্না না করার জন্য সংগ্রাম করছি। এটি আমার জন্য একটি স্বপ্ন।’
অন্যদিকে টুর্নামেন্টের দুবারের চ্যাম্পিয়ন জোকোভিচ প্রতিপক্ষকে অভিনন্দন জানিয়ে বলেছেন, ‘মনে করি না, হারটা বিপর্যয়ের ছিল। তবে এই মুহূর্তে আমার অনুভূতি খারাপ, কারণ ম্যাচ হেরেছি। তাকে অভিনন্দন। গুরুত্বপূর্ণ সময়ে সে শক্ত ছিল, এতটুকুই বলতে পারি।’
মন্টে কার্লো মাস্টার্স থেকে এত দ্রুত বিদায় নেবেন নোভাক জোকোভিচ, হয়তো কল্পনাও করেনি কেউ। কিন্তু গতকাল ফ্রান্সের টুর্নামেন্টটি তা-ই হয়েছে। শেষ ষোলো থেকে বিদায় নিয়েছেন টেনিসের এক নম্বর তারকা।
জোকোভিচ ম্যাচটি হেরেছেন লরেঞ্জো মুসেত্তি নামে একজন অখ্যাত টেনিস খেলোয়াড়ের কাছে। যাঁর পেশাদার ক্যারিয়ারে কোনো টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার কোনো নজির নেই। এমনকি এখন পর্যন্ত কোনো টুর্নামেন্টের ফাইনালেও উঠতে পারেননি ২১ বছর বয়সী উদীয়মান তারকা।
বয়স যেহেতু কম, সেহেতু ভবিষ্যতে নিশ্চয়ই চ্যাম্পিয়নের স্বপ্ন পূরণ হবে মুসেত্তির। কেননা, রাফায়েল নাদালের সঙ্গে যৌথভাবে সর্বোচ্চ ২২ গ্র্যান্ড স্লামজয়ী জোকোভিচকে হারিয়ে টেনিস বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছেন তিনি। সার্বিয়ান তারকাকে হারিয়ে নিজেরও স্বপ্ন পূরণ করেছেন ইতালিয়ান টেনিস তারকা। শৈশব থেকেই তাঁর স্বপ্ন ছিল জোকোভিচকে হারানোর।
মুসেত্তির চেয়ে শক্তি, সামর্থ্য ও অভিজ্ঞতা—সব দিক থেকেই এগিয়ে জোকোভিচ। শেষ ষোলোর প্রথম সেটেও তারই প্রমাণ পাওয়া যাচ্ছিল। ৪-৬ গেমে হারিয়ে দুর্দান্ত শুরু করেন সার্বিয়ান তারকা। কিন্তু ফিরতি দুই সেটে লড়াই করে প্রতিপক্ষের কাছে হেরে বসেন তিনি। দ্বিতীয় সেটে ৭-৫ গেমে জিতে সমতায় ফেরেন র্যাঙ্কিংয়ের ২১ নম্বর তারকা মুসেত্তি। আর ম্যাচ নির্ধারণী সেটে ৬-৪ গেমে হারিয়ে নিজের স্বপ্ন পূরণ করেন।
ম্যাচ জয়ের পর মুসেত্তি বলেছেন, ‘কান্না না করার জন্য সংগ্রাম করছি। এটি একটি আবেগপূর্ণ জয়। কারণ এটি সত্যি দীর্ঘ ম্যাচ ছিল। নিজেকে নিয়ে গর্বিত এবং পর্দায় দেখতে পাচ্ছি কান্না না করার জন্য সংগ্রাম করছি। এটি আমার জন্য একটি স্বপ্ন।’
অন্যদিকে টুর্নামেন্টের দুবারের চ্যাম্পিয়ন জোকোভিচ প্রতিপক্ষকে অভিনন্দন জানিয়ে বলেছেন, ‘মনে করি না, হারটা বিপর্যয়ের ছিল। তবে এই মুহূর্তে আমার অনুভূতি খারাপ, কারণ ম্যাচ হেরেছি। তাকে অভিনন্দন। গুরুত্বপূর্ণ সময়ে সে শক্ত ছিল, এতটুকুই বলতে পারি।’
আইপিএলে ঘরের মাঠে ছন্নছাড়া রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। বিপরীত চিত্র প্রতিপক্ষের মাঠে। ঘরের মাঠে ২ ম্যাচে বড় ব্যবধানে হারা বেঙ্গালুরু আজ পাঞ্জাব কিংসকে ৭ উইকেট হারিয়ে তুলে নিয়েছে পঞ্চম জয়। এমন জয়ের দিনে জোড়া রেকর্ডে নাম লিখিয়েছেন বিরাট কোহলি।
৯ ঘণ্টা আগেবাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে সফল কোচ সালাহ উদ্দীনকে এখন কথা বলতে হচ্ছে যথেষ্ট রক্ষণাত্মক সুরে। আজ রোববার দিনের খেলা শেষে দলের প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে আসা দলের সিনিয়র সহকারী কোচকে ঘুরেফিরে কথা বলতে হলো ব্যাটিং-ব্যর্থতা নিয়ে। একটা দল টেস্টে গত এক বছরে ১৮ ইনিংসের মধ্যে ৯ বারই ২০০ রানের নিচে অ
১১ ঘণ্টা আগেএএইচএফ কাপে বাংলাদেশের শুরুটা হয়েছিল দারুণ। প্রথম ম্যাচে কাজাখস্তানকে ৫-১ গোলে উড়িয়ে দেয় পুষ্কর ক্ষিসা মিমোর দল। তবে দ্বিতীয় ম্যাচে স্বাগতিক ইন্দোনেশিয়াকে হারাতে গিয়ে ঘাম ছুটে গেল। একপর্যায়ে মনে হচ্ছিল ড্রয়ের দিকেই এগোচ্ছে ম্যাচ। কিন্তু শেষ মিনিটে ফজলে রাব্বির গোলে ৩-২ ব্যবধানের রোমাঞ্চকর জয় নিয়ে...
১২ ঘণ্টা আগেবিশ্বকাপে দল সংখ্যা বাড়ানো আলোচনা উঠেছে আবারও। ২০২৬ বিশ্বকাপে প্রথমবারের মতো অংশ নেবে ৪৮ দল। তবে ২০৩০ বিশ্বকাপে দল সংখ্যা বাড়িয়ে ৬৪ করার প্রস্তাব দিয়েছে লাতিন আমেরিকা ফুটবল কনফেডারেশন। প্রস্তাবটি বিশ্লেষণের পর্যায়ে রেখেছে ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফা। তবে বিশ্বকাপ ৬৪ দলের হলে আয়োজনে কোনো সমস্যা...
১৩ ঘণ্টা আগে