Ajker Patrika

মারের বিদায়ের দিনে চোট নিয়েও জিতলেন জোকোভিচ

মারের বিদায়ের দিনে চোট নিয়েও জিতলেন জোকোভিচ

শুরুর আগেই চোটে বেশ কয়েকজন টেনিস তারকা ছিটকে গেছেন অস্ট্রেলিয়ান ওপেন থেকে। টুর্নামেন্ট শুরুর পর একই কারণে ছিটকে গেছেন রাফায়েল নাদাল। দ্বিতীয় রাউন্ডের ম্যাচে ৬৫ নম্বরে থাকা ম্যাকেঞ্জি ম্যাকডোনাল্ডের বিপক্ষে নিতম্বের চোট নিয়ে খেলে হেরেছেন টেনিস কিংবদন্তি। 

এবার স্প্যানিশ কিংবদন্তির দেখানো পথেই ছিটকে গেছেন অ্যান্ডি মারে। তিনি অবশ্য কোনো ধরনের চোটে নন প্রতিপক্ষ রবার্তো বাউতিস্তা আগুতের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতায় জিততে না পেরে। অন্যদিকে চোট নিয়েও জয়রথ ছুটছে নোভাক জোকোভিচের। 

হ্যামস্ট্রিং চোট নিয়েও গ্রিগর দিমিত্রভকে হারিয়ে অস্ট্রেলিয়ান ওপেনের শেষ ষোলো নিশ্চিত করেছেন জোকোভিচ। বুলগেরিয়ান টেনিস তারকাকে ৭-৬ (৯-৭),৬-৩, ৬-৪ সেটে হারিয়েছেন টুর্নামেন্টের সর্বোচ্চ ৯ বারের চ্যাম্পিয়ন। 

ম্যাচের পর তাঁকে বাঁ পায়ের হ্যামস্ট্রিংয়ের জন্য চিকিৎসা নিতে হয়েছে। আগেও জানিয়েছিলেন চোট নিয়েও খেলবেন তিনি। ম্যাচ শেষে তাই জোকোভিচ জানিয়েছেন, ‘দুটি বিকল্প ছিল; চলে যাওয়া কিংবা চালিয়ে যাওয়া। আমি চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’ চতুর্থ রাউন্ডে জোকোভিচের প্রতিপক্ষ অস্ট্রেলিয়ান অ্যালেক্স দি মিনাউর। 

এবারের অস্ট্রেলিয়ান ওপেন জিতলে পুরুষ টেনিসের এককে সবচেয়ে বেশি গ্র্যান্ড স্লাম জয়ের রেকর্ডে নাদালের পাশে বসার সুযোগ পাবেন জোকোভিচ। রেকর্ড ২২ বার গ্র্যান্ড স্লাম জিতেছেন শীর্ষ বাছাই স্প্যানিশ মহাতারকা। 

একদিন আগেই দ্বিতীয় রাউন্ডে ৫ ঘণ্টা ৪৫ মিনিটের মহাকাব্যিক এক ম্যাচ জিতেছেন মারে। আর আজ তৃতীয় রাউন্ড থেকে বিদায় নিয়েছেন অ্যান্ডি মারে। স্পেনের বাউতিস্তার কাছে ৬-১,৬-৭ (৭ /৯),৬-৩, ৬-৪ গেমে হেরেছেন ব্রিটিশ তারকা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

রুয়া নির্বাচন: বিএনপিপন্থীদের বর্জন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জামায়াতপন্থী ২৭ জন নির্বাচিত

সৌদি আরবের কেনা ক্ষেপণাস্ত্র ইসরায়েলকে দেওয়ার অনুরোধ যুক্তরাষ্ট্রের, প্রত্যাখ্যান করে কিসের ইঙ্গিত দিল রিয়াদ

‘পাপ কাহিনী’র হাত ধরে দেশের ওটিটিতে ফিরল অশ্লীলতা

বীর্যে বিরল অ্যালার্জি, নারীর বন্ধ্যাত্ব নিয়ে চিকিৎসকদের নতুন সতর্কতা

আওয়ামী লীগ নেতাকে ধরতে গিয়ে ছেলের বঁটির আঘাতে এসআই আহত, আটক ২

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত