Ajker Patrika

অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে জোকোভিচ

অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে জোকোভিচ

রাফায়েল নাদালের ফ্রেঞ্চ ওপেন, রজার ফেদেরারের উইম্বলডন আর নোভাক জোকোভিচের অস্ট্রেলিয়ান ওপেন। দলিল দস্তাবেজ ছাড়াই, এই তিন গ্র্যান্ড স্ল্যাম নিজেদের সম্পত্তিই বানিয়ে ফেলেছেন টেনিসের তিন মহাতারকা। 

বছরের প্রথম গ্র্যান্ড স্ল্যাম—অস্ট্রেলিয়ান ওপেনে এবারও অপ্রতিরোধ্য হয়ে উঠেছেন জোকোভিচ। আজ সেমিফাইনালে যুক্তরাষ্ট্রের টমি পালকে সরাসরি সেটে হারিয়ে পুরুষ এককে ফাইনালে উঠেছেন সার্বিয়ান তারকা। 

রড লেভার অ্যারেনায় প্রথম সেটে প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুললেও পরের দুই সেটে টমি পাল কোনো সুযোগই পাননি জোকোভিচের কাছে। ৭-৫,৬-১ ও ৬-২ গেমের জয় নিয়ে দশমবারের মতো অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে উঠেছেন জোকাভিচ। এর আগে ৯ বার ফাইনালে উঠে কখনো হারেননি ২১ বারের গ্র্যান্ড স্ল্যামজয়ী। 

দিনের আরেক ম্যাচে রাশিয়ান কারেন কাচানভকে ৭-৬ (৭-২),৬-৪, ৬-৭ (৬-৮),৬-৩ গেমে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছেন স্তোফানোস সিৎসিপাস। প্রথমবারের মতো অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে খেলাবেন গ্রিস তারকা। 

আগামী পরশু ফাইনালে জোকোভিচের বিপক্ষে খেলবেন সিৎসিপাস।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত