অস্ট্রেলিয়ান ওপেনে এর আগে তিনবার সেমিফাইনালে খেললেও ফাইনালে খেলার সুযোগ পাননি স্তেফানোস সিতসিপাস। অবশেষে চতুর্থবারের চেষ্টায় সেই সুযোগ পাচ্ছেন তিনি।
টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে কারেন কাচানভকে ৭-৬ (৭-২),৬-৪, ৬-৭ (৬-৮),৬-৩ গেমে হারিয়েছেন সিতসিপাস। এ জয়ে প্রথমবারের মতো অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে খেলার সুযোগ পেয়েছেন গ্রিস তারকা।
রড লেভার অ্যারেনায় শুরু থেকেই সেমির ম্যাচটি জমে উঠেছিল। শুরুর সেটটিই গড়ায় টাইব্রেকারে। সিতসিপাস ৫-৩ ব্যবধানে এগিয়ে যখন সেট জয়ের দ্বারপ্রান্তে ঠিক তখনই ঘুরে দাঁড়িয়ে সেটকে টাইব্রেকার নিয়ে যান কাচানভ। তবে শেষ পর্যন্ত সেটটি জিততে পারেননি তিনি।
প্রথম সেট ৭-৬ (৭-২) ব্যবধানে জেতার পর দ্বিতীয় সেটে ৬-৪ জিতে যান সিতসিপাস। প্রথম দুইটি জিতে যখন সরাসরি সেটে ম্যাচ জয়ের স্বপ্ন দেখছিলেন তৃতীয় বাছাই। এবারও তাঁর জয়ের পথে বাধা হয়ে দাঁড়ান কাচানভ। সেটে অবিশ্বাস্যভাবে ঘুরে দাঁড়িয়ে তৃতীয় সেটটি টাইব্রেকারে জেতেন তিনি। ৬-৭ (৬-৮) জিতে ম্যাচের ফল ২-১ ব্যবধান করেন রাশিয়ান তারকা।
তবে চতুর্থ সেটে কাচানভকে উড়িয়ে দেন সিতসিপাস। ১৮ তম বাছাইকে ৬-৩ সেটে হারিয়ে টুর্নামেন্টের ফাইনালে ওঠেন তিনি। এ জয়ে প্রতিপক্ষের বিপক্ষে জয়ের পাল্লাটাও ছয়ে বাড়িয়ে নিলেন তৃতীয় বাছাই। এর আগের পাঁচবারের কখনো প্রতিদ্বন্দ্বীর কাছে হারেননি তিনি।
অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে ওঠায় এবার সুযোগ পাচ্ছেন প্রথমবারের মতো কোনো গ্র্যান্ড স্লাম জয়ের। ২০২১ সালে ফ্রেঞ্চ ওপেনের ফাইনালে উঠলেও অধরা স্বপ্নটি পূরণ করতে পারেননি তিনি। ক্লে কোর্টের সেই ফাইনালে হেরেছিলেন নোভাক জোকোভিচের কাছে। এবার মেলবোর্ন পার্কের ফাইনালে হয়তো আবারও তাঁর দেখা হতে পারে সার্বিয়ান তারকার সঙ্গে। দ্বিতীয় সেমিফাইনালে জোকোভিচের প্রতিপক্ষ টমি পাল। এ দুজনের মধ্যে যে জিতবে তাঁর সঙ্গেই ফাইনালে লড়বেন সিতসিপাস।
ম্যাচ শেষে উচ্ছ্বসিত সিতসিপাস বলেছেন, ‘এটা ভাবছিলাম যে, এই জায়গায় আসতে কতটা পরিশ্রম করেছি। লেগে থাকলে, নিজেকে আরও বেশি উজাড় করে দিলে এবং মনোযোগ ধরে রাখলে তার মূল্যটা পাওয়া যায়।’
অস্ট্রেলিয়ান ওপেনে এর আগে তিনবার সেমিফাইনালে খেললেও ফাইনালে খেলার সুযোগ পাননি স্তেফানোস সিতসিপাস। অবশেষে চতুর্থবারের চেষ্টায় সেই সুযোগ পাচ্ছেন তিনি।
টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে কারেন কাচানভকে ৭-৬ (৭-২),৬-৪, ৬-৭ (৬-৮),৬-৩ গেমে হারিয়েছেন সিতসিপাস। এ জয়ে প্রথমবারের মতো অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে খেলার সুযোগ পেয়েছেন গ্রিস তারকা।
রড লেভার অ্যারেনায় শুরু থেকেই সেমির ম্যাচটি জমে উঠেছিল। শুরুর সেটটিই গড়ায় টাইব্রেকারে। সিতসিপাস ৫-৩ ব্যবধানে এগিয়ে যখন সেট জয়ের দ্বারপ্রান্তে ঠিক তখনই ঘুরে দাঁড়িয়ে সেটকে টাইব্রেকার নিয়ে যান কাচানভ। তবে শেষ পর্যন্ত সেটটি জিততে পারেননি তিনি।
প্রথম সেট ৭-৬ (৭-২) ব্যবধানে জেতার পর দ্বিতীয় সেটে ৬-৪ জিতে যান সিতসিপাস। প্রথম দুইটি জিতে যখন সরাসরি সেটে ম্যাচ জয়ের স্বপ্ন দেখছিলেন তৃতীয় বাছাই। এবারও তাঁর জয়ের পথে বাধা হয়ে দাঁড়ান কাচানভ। সেটে অবিশ্বাস্যভাবে ঘুরে দাঁড়িয়ে তৃতীয় সেটটি টাইব্রেকারে জেতেন তিনি। ৬-৭ (৬-৮) জিতে ম্যাচের ফল ২-১ ব্যবধান করেন রাশিয়ান তারকা।
তবে চতুর্থ সেটে কাচানভকে উড়িয়ে দেন সিতসিপাস। ১৮ তম বাছাইকে ৬-৩ সেটে হারিয়ে টুর্নামেন্টের ফাইনালে ওঠেন তিনি। এ জয়ে প্রতিপক্ষের বিপক্ষে জয়ের পাল্লাটাও ছয়ে বাড়িয়ে নিলেন তৃতীয় বাছাই। এর আগের পাঁচবারের কখনো প্রতিদ্বন্দ্বীর কাছে হারেননি তিনি।
অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে ওঠায় এবার সুযোগ পাচ্ছেন প্রথমবারের মতো কোনো গ্র্যান্ড স্লাম জয়ের। ২০২১ সালে ফ্রেঞ্চ ওপেনের ফাইনালে উঠলেও অধরা স্বপ্নটি পূরণ করতে পারেননি তিনি। ক্লে কোর্টের সেই ফাইনালে হেরেছিলেন নোভাক জোকোভিচের কাছে। এবার মেলবোর্ন পার্কের ফাইনালে হয়তো আবারও তাঁর দেখা হতে পারে সার্বিয়ান তারকার সঙ্গে। দ্বিতীয় সেমিফাইনালে জোকোভিচের প্রতিপক্ষ টমি পাল। এ দুজনের মধ্যে যে জিতবে তাঁর সঙ্গেই ফাইনালে লড়বেন সিতসিপাস।
ম্যাচ শেষে উচ্ছ্বসিত সিতসিপাস বলেছেন, ‘এটা ভাবছিলাম যে, এই জায়গায় আসতে কতটা পরিশ্রম করেছি। লেগে থাকলে, নিজেকে আরও বেশি উজাড় করে দিলে এবং মনোযোগ ধরে রাখলে তার মূল্যটা পাওয়া যায়।’
শর্ট বলের বিপক্ষে বাংলাদেশের ব্যাটারদের চিরায়ত দুর্বলতা দেখা গেছে জিম্বাবুয়ের বিপক্ষেও। সিলেটে প্রথম টেস্টে ব্লেসিং মুজারাবানি, ভিক্টর নিয়াউচির মতো জিম্বাবুয়ের পেসাররা সেই লেংথেই বোলিং করে যাচ্ছেন। হঠাৎ করে তাঁদের বল লাফিয়ে উঠছে একটু বেশি। তাতেই ধরা খাচ্ছে বাংলাদেশ।
৭ মিনিট আগেবিপিএল, আইপিএল বা আন্তর্জাতিক ক্রিকেট—বিশ্বের যে টুর্নামেন্টই হোক, ড্যানি মরিসনের হাস্যরসাত্মক উপস্থাপনা না থেকে কি পারে! মজার ছলে এমন প্রশ্ন মরিসন করেন, তাতে অপর মানুষও হতচকিত হয়ে পড়েন। কলকাতার ইডেন গার্ডেন্সে গতকাল এমন ঘটনা ঘটেছে।
২ ঘণ্টা আগেলাহোর কালান্দার্স সবশেষ ম্যাচ খেলেছে ১৫ এপ্রিল করাচি কিংসের বিপক্ষে। সেই ম্যাচে লাহোরের জার্সিতে রিশাদ হোসেন নিয়েছেন ৩ উইকেট। এক সপ্তাহ পর আজ লাহোর কালান্দার্স খেলতে নামবে মুলতান সুলতানসের বিপক্ষে।
২ ঘণ্টা আগেআইসিসির ২০২৪ সালের বর্ষসেরা পুরুষ ক্রিকেটার, বর্ষসেরা টেস্ট ক্রিকেটার—দুটি পুরস্কারই পেয়েছেন জসপ্রীত বুমরা। গত বছর দুর্দান্ত ছন্দে থাকায় এবার বুমরা পেয়েছেন আরও এক পুরস্কার। উইজডেনের বর্ষসেরা ক্রিকেটার হয়েছেন ভারতের এই পেসার।
৩ ঘণ্টা আগে