বিতর্ক পেছনে ফেলে জমজমাট বিপিএল শেষের আশা
বিসিবি সভাপতি ফারুক আহমেদ ভুল বলেননি, এই বিপিএলে অনেক ইতিবাচক দিক আছে। কিন্তু পারিশ্রমিক আর ফিক্সিং বিতর্কে টুর্নামেন্টের ইতিবাচক দিকগুলো যেন পেছনেই পড়েছে। শেষ ভালো যার, সব ভালো তার—টুর্নামেন্ট শেষ অংশটা যদি সুন্দর, পরিচ্ছন্ন, পরিপাটি হয়, তাহলে হয়তো বিতর্কও পেছনে পড়বে। আর সেটি হতে চাই জমজমাট এক প্লে