অনলাইন ডেস্ক
শেষ অংশে এসে পৌঁছেছে ২০২৫ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। টুর্নামেন্টের প্লে-অফ পর্ব শুরু হচ্ছে আজ। শেষ ভাগে এসে যোগ দিচ্ছেন বেশ কজন বিদেশি ক্রিকেটার।
তামিম ইকবালের নেতৃত্বাধীন ফরচুন বরিশালের হয়ে খেলবেন আফগানিস্তানের নুর আহমাদ জাদরান। জেসন হোল্ডারকে নিয়েছে খুলনা টাইগার্স। রংপুর রাইডার্স নিয়েছে অ্যানিউরিন ডোনাল্ডকে। দলীয় সূত্রে জানা গেছে, নুর, হোল্ডার, ডোনাল্ড ম্যাচের আগে চলে আসার কথা। ডার্বিশায়ার কাউন্টি ক্লাব নিজেদের অফিশিয়াল এক্স হ্যান্ডলে ডোনাল্ডের বিপিএল খেলার কথা নিশ্চিত করেছে। ২৮ বছর বয়সী এই ব্যাটারকে শুভকামনা জানিয়েছে ডার্বিশায়ার।
নিউজিল্যান্ডের অ্যাডাম মিলনেকে নেওয়ার কথা শুক্রবার নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে জানিয়েছিল ফরচুন বরিশাল। তবে গত রাতে মিলনে দুবাইয়ে আইএল টি-টোয়েন্টি লিগে শারজা ওয়ারিয়র্সের হয়ে খেলছেন। তিনিও আজ চলে আসবেন বলে শোনা যাচ্ছে। এছাড়া প্লে-অফে রংপুর রাইডার্স চেষ্টা করছিল ডেভিড ওয়ার্নার, টিম ডেভিড, সুনীল নারাইন, আন্দ্রে রাসেলের মতো বিদেশি তারকাদের দলে ভেড়াতে। তবে শারজায় আজ রাতে দুবাই ক্যাপিটালস-ডেজার্ট ভাইপার্সের ম্যাচ রয়েছে। দুবাই ক্যাপিটালসের অধিনায়ক ওয়ার্নার। আর প্লে-অফের আগে ঢাকায় আসার কথা নারাইন আর রাসেলের। দুবাইয়ে গত রাতে দুজনেই খেলেছেন আবুধাবি নাইট রাইডার্সের হয়ে।
বাংলাদেশ সময় মিরপুরে আজ বেলা ১টা ৩০ মিনিটে এলিমিনেটরে মুখোমুখি হবে রংপুর রাইডার্স ও খুলনা টাইগার্স। এই ম্যাচে হারলেই টুর্নামেন্ট শেষ। জিতলেও আরেকটা ধাপ অতিক্রম করতে হবে ফাইনাল খেলতে। মিরপুরেই আজ সন্ধ্যা ৬টা ৩০ মিনিটেই শুরু হবে প্রথম কোয়ালিফায়ারের ফরচুন বরিশাল-চিটাগং কিংস ম্যাচ।যে জিতবে, সে-ই পাবে ফাইনালের ‘ভিআইপি টিকিট’।
বিপিএলের প্লে-অফে কে কোন দলে
ফরচুন বরিশাল: অ্যাডাম মিলনে, নুর আহমাদ জাদরান
খুলনা টাইগার্স: জেসন হোল্ডার
রংপুর রাইডার্স: সুনীল নারাইন, আন্দ্রে রাসেল
শেষ অংশে এসে পৌঁছেছে ২০২৫ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। টুর্নামেন্টের প্লে-অফ পর্ব শুরু হচ্ছে আজ। শেষ ভাগে এসে যোগ দিচ্ছেন বেশ কজন বিদেশি ক্রিকেটার।
তামিম ইকবালের নেতৃত্বাধীন ফরচুন বরিশালের হয়ে খেলবেন আফগানিস্তানের নুর আহমাদ জাদরান। জেসন হোল্ডারকে নিয়েছে খুলনা টাইগার্স। রংপুর রাইডার্স নিয়েছে অ্যানিউরিন ডোনাল্ডকে। দলীয় সূত্রে জানা গেছে, নুর, হোল্ডার, ডোনাল্ড ম্যাচের আগে চলে আসার কথা। ডার্বিশায়ার কাউন্টি ক্লাব নিজেদের অফিশিয়াল এক্স হ্যান্ডলে ডোনাল্ডের বিপিএল খেলার কথা নিশ্চিত করেছে। ২৮ বছর বয়সী এই ব্যাটারকে শুভকামনা জানিয়েছে ডার্বিশায়ার।
নিউজিল্যান্ডের অ্যাডাম মিলনেকে নেওয়ার কথা শুক্রবার নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে জানিয়েছিল ফরচুন বরিশাল। তবে গত রাতে মিলনে দুবাইয়ে আইএল টি-টোয়েন্টি লিগে শারজা ওয়ারিয়র্সের হয়ে খেলছেন। তিনিও আজ চলে আসবেন বলে শোনা যাচ্ছে। এছাড়া প্লে-অফে রংপুর রাইডার্স চেষ্টা করছিল ডেভিড ওয়ার্নার, টিম ডেভিড, সুনীল নারাইন, আন্দ্রে রাসেলের মতো বিদেশি তারকাদের দলে ভেড়াতে। তবে শারজায় আজ রাতে দুবাই ক্যাপিটালস-ডেজার্ট ভাইপার্সের ম্যাচ রয়েছে। দুবাই ক্যাপিটালসের অধিনায়ক ওয়ার্নার। আর প্লে-অফের আগে ঢাকায় আসার কথা নারাইন আর রাসেলের। দুবাইয়ে গত রাতে দুজনেই খেলেছেন আবুধাবি নাইট রাইডার্সের হয়ে।
বাংলাদেশ সময় মিরপুরে আজ বেলা ১টা ৩০ মিনিটে এলিমিনেটরে মুখোমুখি হবে রংপুর রাইডার্স ও খুলনা টাইগার্স। এই ম্যাচে হারলেই টুর্নামেন্ট শেষ। জিতলেও আরেকটা ধাপ অতিক্রম করতে হবে ফাইনাল খেলতে। মিরপুরেই আজ সন্ধ্যা ৬টা ৩০ মিনিটেই শুরু হবে প্রথম কোয়ালিফায়ারের ফরচুন বরিশাল-চিটাগং কিংস ম্যাচ।যে জিতবে, সে-ই পাবে ফাইনালের ‘ভিআইপি টিকিট’।
বিপিএলের প্লে-অফে কে কোন দলে
ফরচুন বরিশাল: অ্যাডাম মিলনে, নুর আহমাদ জাদরান
খুলনা টাইগার্স: জেসন হোল্ডার
রংপুর রাইডার্স: সুনীল নারাইন, আন্দ্রে রাসেল
ডায়েরির পাতার পাশে সাঁটানো হলুদ এক চিরকুটে লেখা, ‘২০২৫ এর ঐ বছর শেষ হবার আগে আমার সেঞ্চুরি থাকবে ৫০ টা।’ উপরে তারিখটি ছিল ৮ এপ্রিল, ২০১৪। ১১ বছর আগে নিজের করা সেই ভবিষ্যদ্বাণীকে সত্যিতে রূপ দিলেন এনামুল হক বিজয়। স্বীকৃত ক্রিকেটে তিন সংস্করণ মিলিয়ে প্রথম বাংলাদেশি হিসেবে ৫০ সেঞ্চুরির মালিক হলেন..
১৬ মিনিট আগেটেস্টে বাংলাদেশ-জিম্বাবুয়ে মুখোমুখি হয়েছে চার বছর পর। ২০২১ সালে হারারের পর এবার তারা খেলছে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। সিলেটে আজ শুরু হওয়া প্রথম টেস্টে সকালে ধাক্কা খেলেও সেই ধাক্কা বাংলাদেশ কাটিয়ে ওঠে ঠিকই। কিন্তু হঠাৎ ধসের সেই রোগ থেকে তো আর বাংলাদেশ সহসা বের হতে পারছে না।
১ ঘণ্টা আগেএকটু এদিক-সেদিক হলে নারী ওয়ানডে বিশ্বকাপের মূলপর্বে বাংলাদেশের পরিবর্তে উঠত ওয়েস্ট ইন্ডিজ। শেষ পর্যন্ত নিগার সুলতানা জ্যোতির বাংলাদেশ কেটেছে মূলপর্বের টিকিট। আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) বিশ্বকাপ বাছাইপর্বের সেরা একাদশে নাম আছেন দুই বাংলাদেশি।
২ ঘণ্টা আগেহামজা চৌধুরীর অভিষেক হয়েছে, সমিত সোমও দুয়ারে কড়া নাড়ছেন। এবার আলোচনায় আরেক প্রবাসী ফুটবলার কিউবা মিচেল। জুনে বাংলাদেশের জার্সিতে তাঁকে খেলানো চেষ্টা করছে বাফুফে। কিউবাও মৌখিকভাবে খেলার জন্য সম্মতি দিয়েছেন।
২ ঘণ্টা আগে