ক্রীড়া ডেস্ক
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শেষেই চ্যাম্পিয়নস ট্রফিতে খেলতে হবে বাংলাদেশের। নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজদের নিজেদের প্রমাণ করতে এটাই শেষ সুযোগ বলা যায়। অথচ চ্যাম্পিয়নস ট্রফির অধিনায়ক শান্ত বিপিএলে ম্যাচ খেলার সুযোগই পাচ্ছেন না।
এবারের বিপিএলে শান্ত খেলছেন ফরচুন বরিশালের হয়ে। দলটি এরই মধ্যে প্লে-অফ নিশ্চিত করেছে। টানা পাঁচ ম্যাচ জিতেছে। অথচ তিনি সবশেষ চার ম্যাচে একাদশেই সুযোগ পাননি। এরই মধ্যে গতকাল সন্ধ্যায় শান্ত নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট দিয়েছেন, ‘সেরাটা এখনো আসছে।’ মিরপুরে আজ সংবাদ সম্মেলনে যখন খুলনা টাইগার্সের অধিনায়ক মিরাজ এসেছেন, তখন এসেছে শান্তর প্রসঙ্গ। মিরাজ বলেন,‘দেখুন, আপনি যেটা বললেন এটা সম্পূর্ণ তাদের দলের সমন্বয়ের ব্যাপার। দলে (ফরচুন বরিশাল) যাঁরা আছেন, তাঁরাই বলতে পারবেন। এখানে ত্মবিশ্বাসের ব্যাপার আছে। দিনশেষে যেহেতু সে (শান্ত) ম্যাচ খেলছে না, সেক্ষেত্রে একজন ক্রিকেটার মানসিকভাবে ভেঙে পড়বে।’
এবারের বিপিএলে বরিশাল খেলেছে ১০ ম্যাচ। তবে শান্ত সুযোগ পেয়েছেন ৫ ম্যাচ। একটা ডাকও মেরেছেন। ১১৯.১৪ স্ট্রাইকরেটে সর্বসাকল্যে করেছেন ৫৬ রান। মিরাজের মতে শান্তর আরও ভালো খেলা উচিত ছিল এবারের বিপিএলে। খুলনা টাইগার্সের অধিনায়ক বলেন, ‘এখান থেকে সে কীভাবে নিজেকে গুছিয়ে নিচ্ছে, কীভাবে মানসিকভাবে প্রস্তুত হচ্ছে, সেটার ব্যাপারে হয়তো সে সিদ্ধান্ত নেবে। তবে হ্যাঁ, তার (শান্ত) সঙ্গে কথা হয়েছে। সে পারফর্ম করতে পারছে না। প্রথম দিকে হয়তো সুযোগ পেয়েছিল। আমরা দেখেছিলাম। কিন্তু সে যে মানের ক্রিকেটার, সেভাবে পারফর্ম করতে পারেনি।’
লিগ পর্বে ফরচুন বরিশালের এখনো দুই ম্যাচ বাকি। যার মধ্যে আজ সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে খেলতে নামবে তামিম ইকবাল-মুশফিকুর রহিমদের বরিশাল। যদি প্রথম কোয়ালিফায়ারে বরিশাল ওঠে, তাহলে একাধিক ম্যাচ খেলার সুযোগ থাকছে। শান্ত সুযোগ পেলে সেটা কাজে লাগাতে পারবেন বলে আশা করেন মিরাজ। বাংলাদেশের তারকা অলরাউন্ডার বলেন, ‘আমি আশাবাদী যে সে যখন খেলবে, অবশ্যই পারফর্ম করবে। চ্যাম্পিয়নস ট্রফির আগে এক-দুইটা রান যদি করতে পারে, তাহলে তার আত্মবিশ্বাস ভালো থাকবে।’
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শেষেই চ্যাম্পিয়নস ট্রফিতে খেলতে হবে বাংলাদেশের। নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজদের নিজেদের প্রমাণ করতে এটাই শেষ সুযোগ বলা যায়। অথচ চ্যাম্পিয়নস ট্রফির অধিনায়ক শান্ত বিপিএলে ম্যাচ খেলার সুযোগই পাচ্ছেন না।
এবারের বিপিএলে শান্ত খেলছেন ফরচুন বরিশালের হয়ে। দলটি এরই মধ্যে প্লে-অফ নিশ্চিত করেছে। টানা পাঁচ ম্যাচ জিতেছে। অথচ তিনি সবশেষ চার ম্যাচে একাদশেই সুযোগ পাননি। এরই মধ্যে গতকাল সন্ধ্যায় শান্ত নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট দিয়েছেন, ‘সেরাটা এখনো আসছে।’ মিরপুরে আজ সংবাদ সম্মেলনে যখন খুলনা টাইগার্সের অধিনায়ক মিরাজ এসেছেন, তখন এসেছে শান্তর প্রসঙ্গ। মিরাজ বলেন,‘দেখুন, আপনি যেটা বললেন এটা সম্পূর্ণ তাদের দলের সমন্বয়ের ব্যাপার। দলে (ফরচুন বরিশাল) যাঁরা আছেন, তাঁরাই বলতে পারবেন। এখানে ত্মবিশ্বাসের ব্যাপার আছে। দিনশেষে যেহেতু সে (শান্ত) ম্যাচ খেলছে না, সেক্ষেত্রে একজন ক্রিকেটার মানসিকভাবে ভেঙে পড়বে।’
এবারের বিপিএলে বরিশাল খেলেছে ১০ ম্যাচ। তবে শান্ত সুযোগ পেয়েছেন ৫ ম্যাচ। একটা ডাকও মেরেছেন। ১১৯.১৪ স্ট্রাইকরেটে সর্বসাকল্যে করেছেন ৫৬ রান। মিরাজের মতে শান্তর আরও ভালো খেলা উচিত ছিল এবারের বিপিএলে। খুলনা টাইগার্সের অধিনায়ক বলেন, ‘এখান থেকে সে কীভাবে নিজেকে গুছিয়ে নিচ্ছে, কীভাবে মানসিকভাবে প্রস্তুত হচ্ছে, সেটার ব্যাপারে হয়তো সে সিদ্ধান্ত নেবে। তবে হ্যাঁ, তার (শান্ত) সঙ্গে কথা হয়েছে। সে পারফর্ম করতে পারছে না। প্রথম দিকে হয়তো সুযোগ পেয়েছিল। আমরা দেখেছিলাম। কিন্তু সে যে মানের ক্রিকেটার, সেভাবে পারফর্ম করতে পারেনি।’
লিগ পর্বে ফরচুন বরিশালের এখনো দুই ম্যাচ বাকি। যার মধ্যে আজ সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে খেলতে নামবে তামিম ইকবাল-মুশফিকুর রহিমদের বরিশাল। যদি প্রথম কোয়ালিফায়ারে বরিশাল ওঠে, তাহলে একাধিক ম্যাচ খেলার সুযোগ থাকছে। শান্ত সুযোগ পেলে সেটা কাজে লাগাতে পারবেন বলে আশা করেন মিরাজ। বাংলাদেশের তারকা অলরাউন্ডার বলেন, ‘আমি আশাবাদী যে সে যখন খেলবে, অবশ্যই পারফর্ম করবে। চ্যাম্পিয়নস ট্রফির আগে এক-দুইটা রান যদি করতে পারে, তাহলে তার আত্মবিশ্বাস ভালো থাকবে।’
ম্যাচের আগে সান্তিয়াগো বার্নাব্যু স্টেডিয়ামের বাইরে গলা ফাটাচ্ছিলেন হাজারো মানুষ। তাই ছাদ ঢাকা গ্যালারির আবহ কেমন হবে তা আগে থেকে আন্দাজ করা যাচ্ছিল বেশ। কিন্তু দিনশেষে সমর্থকদের ফিরতে হয় হতাশ হয়ে। প্রত্যাবর্তনের যে স্বপ্ন নিয়ে ঘরের মাঠে নেমেছিল রিয়াল মাদ্রিদ, তা স্বপ্নই থেকে গেল৷
৫ ঘণ্টা আগেজিম্বাবুয়ের বিপক্ষে আগামী ২০ এপ্রিল সিরিজের প্রথম টেস্টে মাঠে নামবে বাংলাদেশ দল। ম্যাচটি সামনে রেখে সিলেটে চলছে নাজমুল হোসেন শান্ত-মেহেদী হাসান মিরাজদের প্রস্তুতি ক্যাম্প। দুই দিন টানা অনুশীলনের পর আজ বিশ্রামে ছিলেন তাঁরা। তবে বিশ্রামের দিনটা দলের কয়েকজন ক্রিকেটারের সময় কেটেছে একসঙ্গে—হোটেলের নিজস্ব
১০ ঘণ্টা আগেফ্র্যাঞ্চাইজি লিগে ফিক্সিং ইস্যু প্রায় সময় জড়িয়ে যায়। এ ব্যাপারে আইসিসির দুর্নীতি দমন ইউনিটও সব সময় সরব। চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) মাঝপথেও হঠাৎ আলোচনায় ফিক্সিং। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন, আইপিএলের ১০ ফ্র্যাঞ্চাইজির কাছে নির্দেশিকা পাঠিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।
১১ ঘণ্টা আগে২০২৬ বিশ্বকাপের মাঝপথে লিওনেল মেসি পা রাখবেন ৩৯ বছরে। প্রায় ১৪ মাস দূরে এখনো বিশ্বকাপ। কিন্তু বিশ্বমঞ্চে খুদে জাদুকরের শৈল্পিক কারুকার্য কি আবার দেখা যাবে? এ প্রশ্ন কাতার বিশ্বকাপের পর থেকেই আলোচনায়। আরেকটি বিশ্বকাপ এখন অনেক কাছাকাছি। মেসির ফর্মের ধারও ততটা কমেনি। মাঠে নামলেই করছেন গোল।
১২ ঘণ্টা আগে