ফিরেই তো আসছেন মোস্তাফিজ
বিষয়টা তিনি ভালো করেই জানেন। যখন ভালো করতে পারেন না, তখন ট্রল হয় ‘মুস্তা ইজ নেভার কামিং ব্যাক’ কথাটা দিয়ে। যখন ভালো খেলেন, তখন আবার সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রল হয় ঠিক উল্টো—এই কথার প্রবক্তাকে নিয়ে! মোস্তাফিজুর রহমানের কাছেও এখন বিষয়টি বেশ ‘উপভোগ্য’ হয়ে উঠেছে!