Ajker Patrika

‘পরের দুই ম্যাচে আমরা জিতব ইনশাআল্লাহ, দ্বিতীয় রাউন্ডে যাব’ 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১১ জুন ২০২৪, ০৩: ৪৯
‘পরের দুই ম্যাচে আমরা জিতব ইনশাআল্লাহ, দ্বিতীয় রাউন্ডে যাব’ 

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয়ের কাছাকাছি গিয়েও হেরেছে বাংলাদেশ দল। হারলেও বাংলাদেশের বোলাররা ছিলেন উজ্জ্বল। অসাধারণ বোলিং করেছেন তাঁরা। এর সৌজন্যে দক্ষিণ আফ্রিকার শক্তিশালী ব্যাটিং অর্ডারকে ১১৩ রানে আটকে ফেলে বাংলাদেশ।

শরীফুল ইসলাম ফিট থাকলে হয়তো একাদশে সুযোগ পাওয়া নিয়ে শঙ্কা ছিল তানজিম হাসান সাকিবের। প্রোটিয়াদের বিপক্ষে সেই জুনিয়র সাকিবই প্রোটিয়াদের বিপক্ষে ক্যারিয়ারসেরা বোলিং করেছেন আজ। ৪ ওভারে ১৮ রান দিয়ে নিয়েছেন গুরুত্বপূর্ণ ৩টি উইকেট। উইকেটগুলো নিয়েছেন পাওয়ার-প্লেতে।

সাকিবের তোপে ফেরেন দক্ষিণ আফ্রিকার দুই ওপেনার কুইন্টন ডি কক, রেজা হেনড্রিকস ও চার নম্বরে নামা ত্রিস্তান স্টাবস। হেনড্রিকস ও স্টাবসকে রানের খাতাই খুলতে দেননি। ব্যাটাররা ঠিকঠাক শেষ করতে না পারায় পরে অবশ্য বাংলাদেশ ৪ রানে ম্যাচ হেরে যায়। টানা ৩ ম্যাচ জিতে টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার এইট নিশ্চিত হয়ে যায় প্রোটিয়াদের।

ম্যাচ শেষ তানজিম সাকিব জানালেন, ম্যাচটা তাঁদের জেতা উচিত ছিল। ব্যাটারদের দোষ দেখছেন না এই পেসার। বললেন উইকেট রান তোলার জন্য কঠিন, ‘লো স্কোরিং ম্যাচ, আমাদের জেতা উচিত ছিল। আমি মনে করি, আমাদের ব্যাটাররা ভালো ব্যাটিং করেছে। কারণ ওদের বোলাররা নিখুঁত বোলিং করে গেছে। আর উইকেট এত সহজ না রান করার জন্য। ব্যাটাররা চেষ্টা করেছে, আমরা হয়তো ভাগ্যের সহায়তা পাইনি, তাই জিততে পারিনি।’

সামনে নেদারল্যান্ডস ও নেপালের বিপক্ষে আরো দুটি ম্যাচ আছে বাংলাদেশ দলের। সাকিবের মতে, সুপার এইটে যাওয়ার দারুণ সুযোগ আছে তাঁদের। দল দ্বিতীয় রাউন্ডে যাবে বলেই বিশ্বাস তাঁর, ‘ক্রিকেট একটা দলগত খেলা। কখনো বোলাররা ভালো করবে ব্যাটাররা সহায়ক ভূমিকা পালন করবে। কখনো ব্যাটাররা ভালো করবে বোলাররা সহায়ক ভূমিকা পালন করবে। এটা দলগত খেলা। আমরা চেষ্টা করেছি যেন আমাদের একটা ভালো কম্বিনেশন হয়। আমরা ভালো খেলছি, আমরা আত্মবিশ্বাসী। পরের দুই ম্যাচে অনেক ভালো করব, আমরা জিতব ইনশাআল্লাহ এবং দ্বিতীয় রাউন্ডে যাব।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত