রানা আব্বাস, নিউইয়র্ক থেকে
বিষয়টা তিনি ভালো করেই জানেন। যখন ভালো করতে পারেন না, তখন ট্রল হয় ‘মুস্তা ইজ নেভার কামিং ব্যাক’ কথাটা দিয়ে। যখন ভালো খেলেন, তখন আবার সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রল হয় ঠিক উল্টো—এই কথার প্রবক্তাকে নিয়ে! মোস্তাফিজুর রহমানের কাছেও এখন বিষয়টি বেশ ‘উপভোগ্য’ হয়ে উঠেছে!
খারাপ করলে এসব ট্রল নিয়ে তিনি ভাবেন না। ভালো করলে ভাসেন না উচ্ছ্বাসে। আড্ডায় মোস্তাফিজ একটা কথা প্রায়ই বলেন, ‘হাত ভালো ঘুরলে সব ঠিক। না ঘুরলে কথা বলতে কেউ ছাড়ে না!’ তাঁর হাত ভালো ঘোরা মানে দুর্দান্ত বোলিং। মোস্তাফিজ বাংলাদেশের একমাত্র খেলোয়াড়, যিনি তাঁর বেঞ্চমার্ক সেট করে ফেলেছেন আবির্ভাবের শুরুতেই। ৯ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ার তাঁর। কাল পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেটে উইকেটের সংখ্যা ৩১৮। খেলেন বিশ্বের সেরা সেরা সব লিগে। বল হাতে মনে রাখার দৃশ্য তো আর কম উপহার দেননি।
তবু সবার কাছে মোস্তাফিজের ‘স্ট্যান্ডার্ড’ ২০১৫ সালের জুনে ভারতের বিপক্ষে সেই ওয়ানডে সিরিজ, যেটিতে অচেনা এক তরুণ চুরমার করে দিয়েছিলেন বিশ্বের অন্যতম সেরা ব্যাটিং লাইনআপ। প্রতাপশালী ভারতকে নাস্তানাবুদ করে ছাড়ছেন এক তরুণ, বাংলাদেশের দর্শকদের কাছে সেটা ছিল এক পরাবাস্তব দৃশ্য। সেই দৃশ্য যিনি উপহার দিয়েছিলেন, সেই মোস্তাফিজ একটু খারাপ করলেই কথা হয়—আগের ধার তাঁর আর নেই। কেন তিনি ‘অটোমেটিক চয়েস’, তখন সেই প্রশ্নও শুনতে হয় নির্বাচক ও টিম ম্যানেজমেন্টকে।
গত কয়েক বছরে একাদশ কিংবা দল থেকে বাদ পড়ার অভিজ্ঞতা মোস্তাফিজের একাধিকবার হয়েছে। সবশেষ আইপিএলে দুর্দান্ত ফিজকে দেখার পর আরেক প্রশ্ন, ভারতের এই ফ্র্যাঞ্চাইজি লিগটাতে ভালো খেলেন, জাতীয় দলের জার্সিতে নিষ্প্রভ থাকেন কেন? চেন্নাই সুপার কিংসে মহেন্দ্র সিং ধোনির সংস্পর্শে তাঁর জ্বলে ওঠার পর আরেকটি বিষয় সামনে এল—বাংলাদেশের অধিনায়কেরা তাঁকে ঠিকঠাক ব্যবহার করতে পারেন না।
চারিত্রিকভাবে সাকিব আল হাসানের মতো না হলেও আলোচনা-সমালোচনা হজমে মোস্তাফিজ অনেকটা তারকা অলরাউন্ডারের মতো। ফিজ ভালো করেই জানেন, একজন বোলারকে ‘চ্যাম্পিয়ন’ হতে হলে সব উইকেট কন্ডিশনেই ভালো করতে হবে। কিন্তু সবার শক্তি-দুর্বলতা যে এক নয়। মোস্তাফিজের তূণে যেসব তির আছে, সেগুলো বেশি কার্যকর হয় মন্থর উইকেটে। আর এই টি-টোয়েন্টি বিশ্বকাপে এ ধরনের উইকেটই বেশি দেখা যাচ্ছে। বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা বলেছেন, ‘মোস্তাফিজের জন্য এই বিশ্বকাপ স্বর্গে থাকার মতো। কারণ, এর চেয়ে আইডিয়াল উইকেট সে হয়তো খুব কম পাবে।’
আসলেই কি এই উইকেট মোস্তাফিজের জন্য উপযুক্ত? গতকাল ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে এমন এক প্রশ্নের জবাবে কোচ চণ্ডিকা হাথুরুসিংহে বললেন, ‘উপযুক্ত উইকেট বলব না। সে (মোস্তাফিজ) অসাধারণ বল করে। সে খুব আত্মবিশ্বাসী নিজের পরিকল্পনা নিয়ে। নানা ধরনের বলই সে করছে। যেভাবে পরিস্থিতি ও পরিকল্পনা অনুযায়ী তারা বোলিং করছে, এটা আসলেই মুগ্ধতা ছড়াচ্ছে। কোচিং স্টাফও ভালো কাজ করছে, তাদের প্রচুর তথ্য দিচ্ছে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত ২২ গজে বোলারদেরই নিতে হয়।’
সুযোগটা কাজে লাগিয়ে ডালাসে শ্রীলঙ্কার বিপক্ষে দুর্দান্ত বোলিং করেছেন মোস্তাফিজ। সেই ম্যাচে বোলিংয়ে লেগ স্পিনার রিশাদ হোসেন সবচেয়ে বেশি মুগ্ধতা ছড়ালেও তাঁকে পথ দেখিয়ে দেওয়ার কাজ মোস্তাফিজই করেছিলেন। দলকে সময়মতো ব্রেকথ্রু এনে দেওয়ার সঙ্গে লঙ্কান ব্যাটারদের ওপর ক্রমাগত চাপ তিনিই প্রয়োগ করেছিলেন। আর তাতে রিশাদের সামনে খুলে যায় উইকেট শিকারের দুয়ার।
লঙ্কানদের বিপক্ষে ১৭ রানে ৩ উইকেট পাওয়ার আগে যুক্তরাষ্ট্রের বিপক্ষে বাংলাদেশের কোনো বোলারের টি-টোয়েন্টিতে ৬ উইকেট পাওয়া, তার আগে আইপিএলে ধারাবাহিক ভালো বোলিং করা—মোস্তাফিজ এ রকম ধারাবাহিক থাকলে ‘কামিং ব্যাক’-এর বিষয়টিই অপ্রাসঙ্গিক হয়ে যায়!
বিষয়টা তিনি ভালো করেই জানেন। যখন ভালো করতে পারেন না, তখন ট্রল হয় ‘মুস্তা ইজ নেভার কামিং ব্যাক’ কথাটা দিয়ে। যখন ভালো খেলেন, তখন আবার সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রল হয় ঠিক উল্টো—এই কথার প্রবক্তাকে নিয়ে! মোস্তাফিজুর রহমানের কাছেও এখন বিষয়টি বেশ ‘উপভোগ্য’ হয়ে উঠেছে!
খারাপ করলে এসব ট্রল নিয়ে তিনি ভাবেন না। ভালো করলে ভাসেন না উচ্ছ্বাসে। আড্ডায় মোস্তাফিজ একটা কথা প্রায়ই বলেন, ‘হাত ভালো ঘুরলে সব ঠিক। না ঘুরলে কথা বলতে কেউ ছাড়ে না!’ তাঁর হাত ভালো ঘোরা মানে দুর্দান্ত বোলিং। মোস্তাফিজ বাংলাদেশের একমাত্র খেলোয়াড়, যিনি তাঁর বেঞ্চমার্ক সেট করে ফেলেছেন আবির্ভাবের শুরুতেই। ৯ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ার তাঁর। কাল পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেটে উইকেটের সংখ্যা ৩১৮। খেলেন বিশ্বের সেরা সেরা সব লিগে। বল হাতে মনে রাখার দৃশ্য তো আর কম উপহার দেননি।
তবু সবার কাছে মোস্তাফিজের ‘স্ট্যান্ডার্ড’ ২০১৫ সালের জুনে ভারতের বিপক্ষে সেই ওয়ানডে সিরিজ, যেটিতে অচেনা এক তরুণ চুরমার করে দিয়েছিলেন বিশ্বের অন্যতম সেরা ব্যাটিং লাইনআপ। প্রতাপশালী ভারতকে নাস্তানাবুদ করে ছাড়ছেন এক তরুণ, বাংলাদেশের দর্শকদের কাছে সেটা ছিল এক পরাবাস্তব দৃশ্য। সেই দৃশ্য যিনি উপহার দিয়েছিলেন, সেই মোস্তাফিজ একটু খারাপ করলেই কথা হয়—আগের ধার তাঁর আর নেই। কেন তিনি ‘অটোমেটিক চয়েস’, তখন সেই প্রশ্নও শুনতে হয় নির্বাচক ও টিম ম্যানেজমেন্টকে।
গত কয়েক বছরে একাদশ কিংবা দল থেকে বাদ পড়ার অভিজ্ঞতা মোস্তাফিজের একাধিকবার হয়েছে। সবশেষ আইপিএলে দুর্দান্ত ফিজকে দেখার পর আরেক প্রশ্ন, ভারতের এই ফ্র্যাঞ্চাইজি লিগটাতে ভালো খেলেন, জাতীয় দলের জার্সিতে নিষ্প্রভ থাকেন কেন? চেন্নাই সুপার কিংসে মহেন্দ্র সিং ধোনির সংস্পর্শে তাঁর জ্বলে ওঠার পর আরেকটি বিষয় সামনে এল—বাংলাদেশের অধিনায়কেরা তাঁকে ঠিকঠাক ব্যবহার করতে পারেন না।
চারিত্রিকভাবে সাকিব আল হাসানের মতো না হলেও আলোচনা-সমালোচনা হজমে মোস্তাফিজ অনেকটা তারকা অলরাউন্ডারের মতো। ফিজ ভালো করেই জানেন, একজন বোলারকে ‘চ্যাম্পিয়ন’ হতে হলে সব উইকেট কন্ডিশনেই ভালো করতে হবে। কিন্তু সবার শক্তি-দুর্বলতা যে এক নয়। মোস্তাফিজের তূণে যেসব তির আছে, সেগুলো বেশি কার্যকর হয় মন্থর উইকেটে। আর এই টি-টোয়েন্টি বিশ্বকাপে এ ধরনের উইকেটই বেশি দেখা যাচ্ছে। বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা বলেছেন, ‘মোস্তাফিজের জন্য এই বিশ্বকাপ স্বর্গে থাকার মতো। কারণ, এর চেয়ে আইডিয়াল উইকেট সে হয়তো খুব কম পাবে।’
আসলেই কি এই উইকেট মোস্তাফিজের জন্য উপযুক্ত? গতকাল ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে এমন এক প্রশ্নের জবাবে কোচ চণ্ডিকা হাথুরুসিংহে বললেন, ‘উপযুক্ত উইকেট বলব না। সে (মোস্তাফিজ) অসাধারণ বল করে। সে খুব আত্মবিশ্বাসী নিজের পরিকল্পনা নিয়ে। নানা ধরনের বলই সে করছে। যেভাবে পরিস্থিতি ও পরিকল্পনা অনুযায়ী তারা বোলিং করছে, এটা আসলেই মুগ্ধতা ছড়াচ্ছে। কোচিং স্টাফও ভালো কাজ করছে, তাদের প্রচুর তথ্য দিচ্ছে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত ২২ গজে বোলারদেরই নিতে হয়।’
সুযোগটা কাজে লাগিয়ে ডালাসে শ্রীলঙ্কার বিপক্ষে দুর্দান্ত বোলিং করেছেন মোস্তাফিজ। সেই ম্যাচে বোলিংয়ে লেগ স্পিনার রিশাদ হোসেন সবচেয়ে বেশি মুগ্ধতা ছড়ালেও তাঁকে পথ দেখিয়ে দেওয়ার কাজ মোস্তাফিজই করেছিলেন। দলকে সময়মতো ব্রেকথ্রু এনে দেওয়ার সঙ্গে লঙ্কান ব্যাটারদের ওপর ক্রমাগত চাপ তিনিই প্রয়োগ করেছিলেন। আর তাতে রিশাদের সামনে খুলে যায় উইকেট শিকারের দুয়ার।
লঙ্কানদের বিপক্ষে ১৭ রানে ৩ উইকেট পাওয়ার আগে যুক্তরাষ্ট্রের বিপক্ষে বাংলাদেশের কোনো বোলারের টি-টোয়েন্টিতে ৬ উইকেট পাওয়া, তার আগে আইপিএলে ধারাবাহিক ভালো বোলিং করা—মোস্তাফিজ এ রকম ধারাবাহিক থাকলে ‘কামিং ব্যাক’-এর বিষয়টিই অপ্রাসঙ্গিক হয়ে যায়!
স্বাগত পানীয় দিয়ে শুরু। কয়েক পদের মিষ্টান্ন দিয়ে শেষ। এর মাঝে কী ছিল না আজ বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) নৈশভোজে!
১ ঘণ্টা আগেঅবশেষে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) বার্ষিক সাধারণ সভার (এজিএম) মেঘ কাটতে শুরু করেছে। আগামীকাল ঢাকায় হোটেল ইন্টারকন্টিনেন্টালে এসিসির এজিএম বয়কট করছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)—এমনই সংবাদ প্রকাশ হয়েছিল ভারতের সংবাদমাধ্যমে। ঢাকার সভা বর্জনে ভারতকে অনুসরণ করছিল শ্রীলঙ্কা, আফগানিস্তানের মতো
২ ঘণ্টা আগেএক ম্যাচ বাকি থাকতেই পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ। মাসখানেক আগে এই বাংলাদেশকে ঘরের মাঠে ধবলধোলাই করেছিল পাকিস্তান। তারা নিজেরাই এখন ধবলধোলাইয়ের মুখে; যা মানতে পারছেন না দলটির সাবেক পেসার শোয়েব আখতার। পাকিস্তানকে ধুয়ে দেওয়ার পাশাপাশি করলেন বাংলাদেশের...
৪ ঘণ্টা আগেঅনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপ বাছাইয়ের প্রস্তুতি নিতে বাহরাইনের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। ১৬ ও ২২ আগস্ট হবে ম্যাচ দুটি। আজ জাতীয় দল কমিটির সভায় নেওয়া হয়েছে এই সিদ্ধান্ত। তবে অনূর্ধ্ব-২৩ দলের কোচ কে হবেন, সে ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।
৫ ঘণ্টা আগে