Ajker Patrika

ভারতের কাছে হেরে কাঁদলেন নাসিম শাহ

ক্রীড়া ডেস্ক
আপডেট : ১০ জুন ২০২৪, ১১: ০৮
Thumbnail image

আর্শদীপ সিংয়ের বলে নাসিম শাহ ১ রান নিতেই উল্লাস শুরু ভারতীয় ক্রিকেট দলের। নিউইয়র্কের নাসাউ কাউন্টিতে গতকাল পাকিস্তানের বিপক্ষে লো স্কোরিং থ্রিলার জিতেছে ভারত। বিপরীত চিত্র দেখা গেছে পাকিস্তান দলে। কাছাকাছি গিয়ে ম্যাচ না জেতার আক্ষেপে কেঁদেছেন নাসিম শাহ। 

টি-টোয়েন্টিতে ১২০ রানের লক্ষ্য আহামরি কিছু নয় ঠিকই। তবে নিউইয়র্কের নাসাউ কাউন্টিতে সেটাই পাকিস্তানের কাছে গতকাল হয়ে গেছে পাহাড়সম। শেষ তিন বলে ৩ উইকেট নিয়ে পাকিস্তানের দরকার হয় ১৬ রান। চতুর্থ বলে আর্শদীপকে স্কুপ করে উইকেটরক্ষক ঋষভ পন্তের মাথার ওপর দিয়ে চার মারেন নাসিম। শেষ দুই বলে দরকার ১২ রান। স্ট্রাইকে যখন নাসিম, তখন পাকিস্তানি সমর্থকেরা হয়তো ২০২২ এশিয়া কাপে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচটার কথা স্মরণ করছিলেন। দুই বছর আগে শারজাহে আফগান পেসার ফজলহক ফারুকিকে ২টি ছক্কা মেরে জিতিয়েছিলেন নাসিম। তবে শারজাহের পুনরাবৃত্তি নিউইয়র্কে গতকাল হয়নি। আর্শদীপের করা পঞ্চম বলে ডিপ ব্যাকওয়ার্ড পয়েন্ট দিয়ে ছক্কা মারতে গেলেও সেটা হয়েছে চার। শেষ বলে ছক্কা মারলেও পাকিস্তান হারত ১ রানে। শেষ পর্যন্ত পাকিস্তান ৫ রানে ম্যাচ হেরে গেছে। ম্যাচ শেষে নাসিম যখন কাদছেন, তখন তাঁকে সান্ত্বনা দেন শাহিন শাহ আফ্রিদি। 

ভারতের বিপক্ষে গতকাল রান তাড়া করতে নেমে প্রথম ১০ ওভারে ১ উইকেটে করে ৫৭ রান। হাতে ৯ উইকেট নিয়ে পরের ১০ ওভারে ৬৩ রান তো বর্তমানে টি-টোয়েন্টিতে সাধারণ ব্যাপার। ভারতের বোলারদের প্রত্যাবর্তন এখান থেকেই। মুহূর্তেই পাকিস্তানের স্কোর হয়ে যায় ১৫ ওভারে ৪ উইকেটে ৮৩ রান। পাচ নম্বরে নামা ইমাদ ওয়াসিম করেন ২৩ বলে ১৫ রান। শেষের দিকে সমীকরণ আরও জটিল হলে তা আর মেলানো সম্ভব হয়নি পাকিস্তানের। ভারতের কাছে হেরে বাবর আজম দায় দিচ্ছেন ব্যাটারদেরই। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে পাকিস্তান অধিনায়ক বলেন, ‘আমাদের কৌশল ছিল খুবই সাধারণ। স্বাভাবিক খেলে স্ট্রাইক রোটেট করব। ওভারে ৫-৬ রান করে নেব। তবে সে সময় আমরা মাত্রাতিরিক্ত ডট বল খেলেছি। চাপটা আমাদের ওপর এসে পড়ে। ৩ উইকেট দ্রুত হারিয়েছি। টেলএন্ডারদের থেকে বেশি কিছু আশা করার থাকে না।’ 

যুক্তরাষ্ট্র, ভারতের কাছে দুই ম্যাচ হেরে সুপার এইটে ওঠা পাকিস্তানের অনেকটা অসম্ভব হয়ে গেছে। ভারত, যুক্তরাষ্ট্র দুটি দলই ৪ পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপের পয়েন্ট তালিকার সেরা দুইয়ে রয়েছে। পাকিস্তানের শেষ দুই ম্যাচ কানাডা ও আয়ারল্যান্ডের বিপক্ষে। ভারত ও আয়ারল্যান্ডের বিপক্ষে নিজেদের শেষ দুই ম্যাচ খেলবে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র যে দুর্দান্ত ছন্দে রয়েছে, তাতে তাদের কাছে আইরিশদের হারানো অসম্ভব নয়। ভারত, যুক্তরাষ্ট্র প্রত্যেকেই যদি আর একটি করে ম্যাচ জেতে, তাহলেই পাকিস্তানের গ্রুপ পর্বে শেষ পথচলা। যার মধ্যে ভারত-যুক্তরাষ্ট্র নিউইয়র্কে মুখোমুখি হবে ১২ জুন। ভারত গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলবে কানাডার বিপক্ষে। 

আরও পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত