সালিসে অপমান সইতে না পেরে শিক্ষকের ‘আত্মহত্যা’
ভুলের ক্ষমা চাইতে ভয় কিসের? এ কেমন বিচার? বাদী, বিবাদীপক্ষ, বিচারক এবং এই বিচার ব্যবস্থাকে ধিক্কার!! ফেসবুকে মধ্যরাতে এমন স্ট্যাটাস দেওয়ার পর সকালে কিন্ডারগার্টেনের কোচিং সেন্টারে পাওয়া গেছে শিক্ষকের ঝুলন্ত লাশ।