Ajker Patrika

দেয়াল না ভাঙায় থেমে আছে ড্রেনের কাজ

টঙ্গিবাড়ী (মুন্সিগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২২, ১৩: ১৬
দেয়াল না ভাঙায় থেমে আছে ড্রেনের কাজ

মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার বালিগাঁওয়ে ড্রেন নির্মাণের কাজ চলছে। ড্রেনের জায়গায় দেয়াল রেখে সড়ক কেটে ড্রেন নির্মাণ করছেন ঠিকাদার বলে অভিযোগ এলাকাবাসীর। সড়কের পাশে ড্রেনের জায়গায় স্থানীয় প্রভাবশালীর স্থাপনা থাকায় সেটা উচ্ছেদ না করে রাস্তায় গিয়ে ড্রেন নির্মাণ করা হচ্ছে বলে জানান স্থানীয় ব্যক্তিরা।

ওই দেয়াল দীর্ঘদিনের পুরোনো হওয়ায় যেকোনো সময় তা ভেঙে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন অনেকে। গতকাল শুক্রবার দেখা যায়, উপজেলার বালিগাঁও এলাকায় সড়কের পাশে ড্রেন নির্মাণের কাজ চলছে। বালিগাঁও থেকে কলমা সড়কে গিয়ে দেখা গেছে, ড্রেন-বরাবর দেয়াল থাকায় কিছুটা বেঁকে রাস্তা কেটে ড্রেন নির্মাণ করা হচ্ছে। এতে এলাকাবাসী অসন্তুষ্টি প্রকাশ করে জানান, দেয়ালটি প্রভাবশালী একজনের মালিকানাধীন হওয়ায় সেটা উচ্ছেদ করা হচ্ছে না। সড়ক কেটে ড্রেন নির্মাণ করা হচ্ছে।

এ বিষয়ে বালিগাঁও ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান দুলাল হোসেন বলেন, ‘আমি বিষয়টা জানি। দেয়ালের মালিককে দেয়ালটা ভেঙে দেওয়ার জন্য অনেকবার বলা হয়েছে। কিন্তু তিনি এটা ভাঙেননি। রাস্তার পাশে সরকারি জমিতে দেয়ালটা করা হয়েছে। এই দেয়ালের কারণে ড্রেনের কাজ গত আট মাস বন্ধ ছিল। দেয়াল না ভাঙার কারণে মূল রাস্তা কেটে ড্রেন করতে হচ্ছে ঠিকাদারকে। এতে মূল সড়কও ছোট হয়ে যাচ্ছে।’

ঠিকাদার মিজান বলেন, ‘এই দেয়ালের কারণে আমি ড্রেনের কাজ করতে পারছি না। দেয়ালটা ভাঙার জন্য অনেকবার বলা হয়েছে। কিন্তু তাঁরা কথা শোনেননি। আমি তো রাস্তা কেটে ড্রেন করতে চাচ্ছি না। কিন্তু তাঁরা দেয়াল ভেঙে না দিলে তো ড্রেন রাস্তার ওপর যাবেই। দেয়ালের ঝামেলা শেষ না হওয়া পর্যন্ত আমি আর ড্রেনের কোনো কাজ করছি না।’

ড্রেনের ওপর থাকা দেয়ালের মালিক মো. শ্যামল বলেন, ‘আমাদের মার্কেটের দেয়াল ভেঙে ড্রেন করার জায়গা দেব না। এই জায়গা এখনো সরকার অধিগ্রহণ করে নেয়নি। আমরা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত আবেদন করেছি। যদি আমাদের দেয়াল ভাঙা হয়, সরকারকে দেয়ালের ক্ষতিপূরণ দিতে হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জমকালো দোতলা বাড়িতে দূতাবাস, সামনে সারি সারি কূটনৈতিক গাড়ি—৭ বছর পর জানা গেল ভুয়া

অবশেষে রাজি ভারত, ‘জিতেছে বাংলাদেশ’

বেনজীরের এক ফ্ল্যাটেই ১৯ ফ্রিজ, আরও বিপুল ব্যবহার সামগ্রী উঠছে নিলামে

ছাত্রদলের কেন্দ্রীয় নেতাকে শুভেচ্ছা জানাতে বিমানবন্দরে পলাতক আসামি

ই-মেইলে একযোগে ৫৪৭ ব্যাংক কর্মকর্তা চাকরিচ্যুত, পুনর্বহালের দাবি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত