Ajker Patrika

আতঙ্কের সড়কে হচ্ছে পুলিশ ফাঁড়ি

টঙ্গিবাড়ী (মুন্সিগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২২, ১৪: ১৫
আতঙ্কের সড়কে হচ্ছে পুলিশ ফাঁড়ি

মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ী-বালিগাঁও সড়কে পুলিশ ফাঁড়ির নির্মাণকাজ চলছে। উপজেলার এ সড়ক একটি আতঙ্কিত সড়কে পরিণত হয়েছে। এ সড়কে একের পর এক খুন, ডাকাতি, ছিনতাই ঘটেই যাচ্ছে।

এর আগে বালিগাঁও রাস্তার বলই ব্রিজ পাড় হয়ে তৌলকাই কড়ই গাছের সামনে ডাকাতি করার সময় দুজনকে হত্যা করা হয়েছে। এ ছাড়া উপজেলা সদরের আরও ২টি প্রধান সড়ক টঙ্গিবাড়ী বাজার থেকে হাসাইল সড়কের কালীবাড়ি রাস্তায় ঘটে খুন, ডাকাতি ও ছিনতাই। হাসাইল রাস্তার সিদ্ধেশ্বরী বাজারের উত্তর পাশে জোড়া ব্রিজের পাশে ঘটে ডাকাতি ও ছিনতাইয়ের ঘটনা।

গত ২৬ অক্টোবর রাত দেড়টার দিকে এক ব্যবসায়ী তাঁর দুই ছেলেকে নিয়ে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। পথে টঙ্গিবাড়ী থেকে বালিগাঁও সড়কে তৌলকাই এলাকায় ছিনতাইকারীদের পিটুনিতে নিহত হন বাবা। এ ঘটনায় তাঁর দুই ছেলে গুরুতর আহত হন। এ ঘটনার কিছুদিন পরেই ওই সড়কে গত ৭ নভেম্বর বেলা ১১টায় তিনজন ছিনতাইকারী মোটরসাইকেলে করে এসে প্রকাশ্যে আব্দুল বারেক নামের এক এজেন্ট ব্যাংক কর্মচারীকে কুপিয়ে হত্যা করে।

পরে গত ২০ নভেম্বর টঙ্গিবাড়ী থানা-পুলিশ ও জেলা গোয়েন্দা শাখার কয়েকটি চৌকস দল এ ঘটনায় জড়িত ৩ সদস্যকে গ্রেপ্তার করতে সক্ষম হন। পরপর লোমহর্ষক এ দুটি ঘটনার পর থেকেই এ সড়ককে পুলিশের কড়া নজরদারির আওতায় আনা হয়। তারই ধারাবাহিকতায় সড়কের নিরাপত্তার জন্য শুরু হয়েছে পুলিশ ফাঁড়ির কাজ।

বালিগাঁও বাজারের ব্যবসায়ী মো. হিরন বলেন, ‘দিনের বেলাতেও ভয় ও আতঙ্ক নিয়ে এই পথে চলাচল করতে হয়। আর সন্ধ্যার পরে তো মৃত্যুঝুঁকি নিয়ে চলাচল করতে হয়।’

স্থানীয় বাসিন্দাসহ ভুক্তভোগীদের দাবি ছিল টঙ্গিবাড়ী-বালিগাঁও সড়কের তৌলকাই কড়ই গাছের পাশে পুলিশ ফাঁড়ি নির্মাণ করে নিয়মিত টহল জোরদার করার।

টঙ্গিবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোল্লা সোহেব আলী জানান, নিরিবিলি রাস্তাটিতে রাতে বৈদ্যুতিক বাতি জ্বালানোর জন্য ইতিমধ্যে তার টাঙানো হয়েছে। রাস্তাটি সিসিটিভি ক্যামেরার আওতায় আনার পরিকল্পনা রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত