টঙ্গিবাড়ী (মুন্সিগঞ্জ) প্রতিনিধি
মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ী-বালিগাঁও সড়কে পুলিশ ফাঁড়ির নির্মাণকাজ চলছে। উপজেলার এ সড়ক একটি আতঙ্কিত সড়কে পরিণত হয়েছে। এ সড়কে একের পর এক খুন, ডাকাতি, ছিনতাই ঘটেই যাচ্ছে।
এর আগে বালিগাঁও রাস্তার বলই ব্রিজ পাড় হয়ে তৌলকাই কড়ই গাছের সামনে ডাকাতি করার সময় দুজনকে হত্যা করা হয়েছে। এ ছাড়া উপজেলা সদরের আরও ২টি প্রধান সড়ক টঙ্গিবাড়ী বাজার থেকে হাসাইল সড়কের কালীবাড়ি রাস্তায় ঘটে খুন, ডাকাতি ও ছিনতাই। হাসাইল রাস্তার সিদ্ধেশ্বরী বাজারের উত্তর পাশে জোড়া ব্রিজের পাশে ঘটে ডাকাতি ও ছিনতাইয়ের ঘটনা।
গত ২৬ অক্টোবর রাত দেড়টার দিকে এক ব্যবসায়ী তাঁর দুই ছেলেকে নিয়ে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। পথে টঙ্গিবাড়ী থেকে বালিগাঁও সড়কে তৌলকাই এলাকায় ছিনতাইকারীদের পিটুনিতে নিহত হন বাবা। এ ঘটনায় তাঁর দুই ছেলে গুরুতর আহত হন। এ ঘটনার কিছুদিন পরেই ওই সড়কে গত ৭ নভেম্বর বেলা ১১টায় তিনজন ছিনতাইকারী মোটরসাইকেলে করে এসে প্রকাশ্যে আব্দুল বারেক নামের এক এজেন্ট ব্যাংক কর্মচারীকে কুপিয়ে হত্যা করে।
পরে গত ২০ নভেম্বর টঙ্গিবাড়ী থানা-পুলিশ ও জেলা গোয়েন্দা শাখার কয়েকটি চৌকস দল এ ঘটনায় জড়িত ৩ সদস্যকে গ্রেপ্তার করতে সক্ষম হন। পরপর লোমহর্ষক এ দুটি ঘটনার পর থেকেই এ সড়ককে পুলিশের কড়া নজরদারির আওতায় আনা হয়। তারই ধারাবাহিকতায় সড়কের নিরাপত্তার জন্য শুরু হয়েছে পুলিশ ফাঁড়ির কাজ।
বালিগাঁও বাজারের ব্যবসায়ী মো. হিরন বলেন, ‘দিনের বেলাতেও ভয় ও আতঙ্ক নিয়ে এই পথে চলাচল করতে হয়। আর সন্ধ্যার পরে তো মৃত্যুঝুঁকি নিয়ে চলাচল করতে হয়।’
স্থানীয় বাসিন্দাসহ ভুক্তভোগীদের দাবি ছিল টঙ্গিবাড়ী-বালিগাঁও সড়কের তৌলকাই কড়ই গাছের পাশে পুলিশ ফাঁড়ি নির্মাণ করে নিয়মিত টহল জোরদার করার।
টঙ্গিবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোল্লা সোহেব আলী জানান, নিরিবিলি রাস্তাটিতে রাতে বৈদ্যুতিক বাতি জ্বালানোর জন্য ইতিমধ্যে তার টাঙানো হয়েছে। রাস্তাটি সিসিটিভি ক্যামেরার আওতায় আনার পরিকল্পনা রয়েছে।
মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ী-বালিগাঁও সড়কে পুলিশ ফাঁড়ির নির্মাণকাজ চলছে। উপজেলার এ সড়ক একটি আতঙ্কিত সড়কে পরিণত হয়েছে। এ সড়কে একের পর এক খুন, ডাকাতি, ছিনতাই ঘটেই যাচ্ছে।
এর আগে বালিগাঁও রাস্তার বলই ব্রিজ পাড় হয়ে তৌলকাই কড়ই গাছের সামনে ডাকাতি করার সময় দুজনকে হত্যা করা হয়েছে। এ ছাড়া উপজেলা সদরের আরও ২টি প্রধান সড়ক টঙ্গিবাড়ী বাজার থেকে হাসাইল সড়কের কালীবাড়ি রাস্তায় ঘটে খুন, ডাকাতি ও ছিনতাই। হাসাইল রাস্তার সিদ্ধেশ্বরী বাজারের উত্তর পাশে জোড়া ব্রিজের পাশে ঘটে ডাকাতি ও ছিনতাইয়ের ঘটনা।
গত ২৬ অক্টোবর রাত দেড়টার দিকে এক ব্যবসায়ী তাঁর দুই ছেলেকে নিয়ে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। পথে টঙ্গিবাড়ী থেকে বালিগাঁও সড়কে তৌলকাই এলাকায় ছিনতাইকারীদের পিটুনিতে নিহত হন বাবা। এ ঘটনায় তাঁর দুই ছেলে গুরুতর আহত হন। এ ঘটনার কিছুদিন পরেই ওই সড়কে গত ৭ নভেম্বর বেলা ১১টায় তিনজন ছিনতাইকারী মোটরসাইকেলে করে এসে প্রকাশ্যে আব্দুল বারেক নামের এক এজেন্ট ব্যাংক কর্মচারীকে কুপিয়ে হত্যা করে।
পরে গত ২০ নভেম্বর টঙ্গিবাড়ী থানা-পুলিশ ও জেলা গোয়েন্দা শাখার কয়েকটি চৌকস দল এ ঘটনায় জড়িত ৩ সদস্যকে গ্রেপ্তার করতে সক্ষম হন। পরপর লোমহর্ষক এ দুটি ঘটনার পর থেকেই এ সড়ককে পুলিশের কড়া নজরদারির আওতায় আনা হয়। তারই ধারাবাহিকতায় সড়কের নিরাপত্তার জন্য শুরু হয়েছে পুলিশ ফাঁড়ির কাজ।
বালিগাঁও বাজারের ব্যবসায়ী মো. হিরন বলেন, ‘দিনের বেলাতেও ভয় ও আতঙ্ক নিয়ে এই পথে চলাচল করতে হয়। আর সন্ধ্যার পরে তো মৃত্যুঝুঁকি নিয়ে চলাচল করতে হয়।’
স্থানীয় বাসিন্দাসহ ভুক্তভোগীদের দাবি ছিল টঙ্গিবাড়ী-বালিগাঁও সড়কের তৌলকাই কড়ই গাছের পাশে পুলিশ ফাঁড়ি নির্মাণ করে নিয়মিত টহল জোরদার করার।
টঙ্গিবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোল্লা সোহেব আলী জানান, নিরিবিলি রাস্তাটিতে রাতে বৈদ্যুতিক বাতি জ্বালানোর জন্য ইতিমধ্যে তার টাঙানো হয়েছে। রাস্তাটি সিসিটিভি ক্যামেরার আওতায় আনার পরিকল্পনা রয়েছে।
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
৮ দিন আগেপাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
৮ দিন আগেভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলা নিয়ে দুই চিরবৈরী প্রতিবেশীর মধ্যে উত্তেজনার পারদ ক্রমেই চড়ছিল। তা তুঙ্গে উঠল এবার পাকিস্তানের ভূখণ্ডে ভারতের ‘অপারেশন সিঁদুর’ নামের ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা দিয়ে। পাশাপাশি সীমান্তেও দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে ব্যাপক গোলাগুলি হয়েছে...
৮ দিন আগেঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫