Ajker Patrika

এসপির ভাই পরিচয়ে প্রতারণা, যুবক গ্রেপ্তার

টঙ্গিবাড়ী (মুন্সিগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ২৫ মার্চ ২০২২, ১১: ১০
এসপির ভাই পরিচয়ে প্রতারণা, যুবক গ্রেপ্তার

মুন্সিগঞ্জের লৌহজংয়ে পুলিশ সুপারের (এসপি) ভাই পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগে মো. শাহিন আলম নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বুধবার দিবাগত রাত ১২টার দিকে উপজেলার হলদিয়া বাজার থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

উপজেলার হলদিয়া বাজারের মুদি দোকানি মো. পলাশ ফকির বাদী হয়ে গতকাল বৃহস্পতিবার সকালে শাহিনের বিরুদ্ধে মামলা করেছেন। পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, শাহিন স্থানীয় অনেকের কাছ থেকে সিআইডির এসপির ভাই পরিচয় দিয়ে মামলাসহ বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে মোবাইল ফোনে কয়েক লাখ টাকা হাতিয়ে নেয়। গত বুধবার সন্ধ্যায় স্থানীয় সালাম দেওয়ান নামে এক ব্যক্তির কাছে পাঁচ হাজার টাকা দাবি করেন। ভুক্তভোগী কয়েকজন সালাম দেওয়ানের মুঠোফোনের কল লিস্ট চেক করে শাহিনের মুঠোফোনে টাকা চাওয়ার ফোন নম্বর দেখতে পান। পরে বাজারের উপস্থিত লোকজন পুলিশে খবর দেয়। পুলিশ এসে শাহিনকে থানায় নিয়ে যায়।

লৌহজং থানার ওসি মোহাম্মদ আবদুল্লাহ আল তায়াবীর বিষটি নিশ্চিত করেছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত