Ajker Patrika

ছাত্রদলের কমিটি নিয়ে অসন্তোষ

টঙ্গিবাড়ী (মুন্সিগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ৩০ জানুয়ারি ২০২২, ১০: ৪৩
ছাত্রদলের কমিটি নিয়ে অসন্তোষ

মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার সদ্য ঘোষিত বৌলতলী ইউনিয়ন ছাত্রদলের কমিটি নিয়ে অসন্তোষ প্রকাশ করেন স্থানীয় নেতা-কর্মীরা। ২২ জানুয়ারি উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মুরাদ হোসেন ও সদস্যসচিব রানা হোসেন স্বাক্ষরিত বৌলতলী ইউনিয়ন ছাত্রদলের কমিটি ফেসবুকের মাধ্যমে প্রকাশ করা হয়। এর পর থেকেই নেতা-কর্মীদের মধ্যে এ নিয়ে অসন্তোষ দেখা দেয়।

সদ্য ঘোষিত কমিটির সহসভাপতি সালাউদ্দিন আহমেদ শাওন বলেন, কেন্দ্রের ঘোষণা অনুযায়ী ২০১০ সালের আগে যাঁরা এসএসসি পাস করেছেন, তাঁরা ইউনিয়ন ছাত্রদলের কমিটিতে থাকতে পারবেন না। তাই আমি জীবনবৃত্তান্ত দিইনি। আমার নাম কমিটিতে এল কীভাবে, জানি না।’

ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম মোল্লা বলেন, ‘আমাদের সঙ্গে কোনোরকম আলোচনা না করেই কমিটি ঘোষণা করা হয়েছে।’

উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মুরাদ হোসেনের কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘আমি দলীয় নিয়ম অনুযায়ী কমিটি দিয়েছি। কিছু কর্মী এ কমিটি নিয়ে অসন্তোষ প্রকাশ করায় জেলা কমিটিকে অবহিত করেছি।’

মুন্সিগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. ওমর ফারুক অবাক বলেন, ‘বিএনপি ফেসবুকনির্ভর দল নয়। কমিটির সাধারণ সম্পাদক ইয়াছিন দেওয়ানকে উপজেলা আহ্বায়ক চিনেন না। কীভাবে কমিটি অনুমোদন দেওয়া হয়েছে, তা আমার বোধগম্য নয়।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত