কমেছে রবিশস্যের আবাদ
ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাব এবং অতি বৃষ্টির কারণে ঝিনাইদহে আশঙ্কাজনক হারে কমেছে রবিশস্যের আবাদ। ডিসেম্বরের শুরুর অতি বৃষ্টিতে নষ্ট হয়েছে জেলার ৮০ শতাংশ জমির ফসল। এতে চরম লোকসানে পড়েছেন কৃষকেরা। ভবিষ্যতে খেসারি, মসুরি, গম, মটরসহ অন্যান্য রবিশস্যের অস্বাভাবিক ঘাটতির আশঙ্কা করছেন সাধারণ মানুষ।