Ajker Patrika

কর্মচারীকে মারধর, কর্মবিরতি

ঝিনাইদহ প্রতিনিধি
আপডেট : ১৫ মার্চ ২০২২, ১৫: ৪৩
Thumbnail image

ঝিনাইদহ সদর হাসপাতালের এক কর্মচারীকে রোগীর স্বজনেরা মারধর করার প্রতিবাদে কর্মবিরতি ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। গতকাল সোমবার সকাল ৯টা থেকে হাসপাতালের সামনে চাকরিজীবী ও কর্মচারীদের ব্যানারে প্রায় এক ঘণ্টা এ কর্মসূচি চলে। এতে ভোগান্তিতে পড়েন সেবা নিতে আসা রোগীরা।

গত রোববার দুপুরে ঝিনাইদহ সদর হাসপাতালের লিফটের কর্মচারী এমামুল হককে কয়েকজন বহিরাগত বেধড়ক পিটিয়ে আহত করেন। সারিতে দাঁড়িয়ে রোগীকে আগে লিফটে উঠতে বলায় তাঁর ওপর হামলা চালানো হয় বলে জানান আহত এমামুল।

মানববন্ধনে সদর হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ ডা. জাকির হোসেন, হাসপাতালের উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার আরিফ আহাম্মেদ, হাসপাতাল কর্মচারী প্রদীপ দাস, শাফায়েত বাবুসহ নার্স ও স্বেচ্ছাসেবকেরা অংশ নেন।

 জাকির হোসেন বলেন, আমরা চিকিৎসকসহ যাঁরা মানুষের স্বাস্থ্য সেবায় কর্মরত আছি, তাঁরা বিভিন্ন সময় বহিরাগত কর্তৃক হামলা, হেনস্তার শিকার হই। এর সঙ্গে কিছু উঠতি সন্ত্রাসী ও স্থানীয় বিপথগামী মানুষ জড়িত। এদের যদি এখনই নিয়ন্ত্রণে না আনা যায়, তাহলে ভবিষ্যতে আরও বড় ধরনের হামলার ঘটনা ঘটতে পারে। আর তা থেকে হয়তো আমরা কেউই বাদ যাব না।

হাসপাতালের জরুরি বিভাগের কর্মচারী প্রদীপ দাস জানান, ‘ইমামুলকে মেরেছে, কাল আমাকে মারবে। আমাদের নিরাপত্তা কোথায়? এই হামলার সঙ্গে যারা জড়িত তাদের অবশ্যই আইনের আওতায় আনতে হবে। শাস্তি নিশ্চিত করতে হবে। নইলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।’

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সোহেল রানা জানান, অভিযোগ পেয়েছেন। সিসিটিভি ফুটেজ দেখে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত