বৃষ্টিতে পানি জমে পাকা ধান ও সরিষার ক্ষতি
ঝিনাইদহে ঘূর্ণিঝড় ‘জাওয়াদের’ প্রভাবে টানা বৃষ্টিতে ফসলের খেতে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। পাকা আমন ধান পানিতে তলিয়ে যাওয়ায় হাহাকার করছেন কৃষকেরা। পাশাপাশি মাঠে কেটে রাখা পাকা ধান বৃষ্টির পানিতে তলিয়ে গেছে। পানি জমেছে সরিষা, পেঁয়াজ ও গমের খেতেও। কৃষকেরা জানান, এতে তাঁদের অনেক লোকসান হবে।