গাছে গাছে শজনে ফুল ইঙ্গিত বাম্পার ফলনের
চলতি মৌসুমে জয়পুরহাট সদরসহ বিভিন্ন গ্রাম-মহল্লার পতিত জমি, উঠান, বাগানসহ রাস্তার দুপাশের সারি সারি গাছে এখন শোভা পাচ্ছে শজনে ফুল; যা শজনের বাম্পার ফলনের ইঙ্গিত দিচ্ছে। আবহাওয়া শেষ পর্যন্ত অনুকূলে থাকলে শজনের বাম্পার ফলন হবে বলে ধারণা করছেন কৃষক ও কৃষি সম্প্রসারণ বিভাগ।