জয়পুরহাট প্রতিনিধি
জয়পুরহাটে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের সময়মতো প্রতিষ্ঠানে উপস্থিতি নিশ্চিত করতে দুই বছর আগে কেনা হয় বায়োমেট্রিক হাজিরা মেশিন। কিন্তু করোনার কারণে প্রতিষ্ঠানগুলো টানা দেড় বছর বন্ধ থাকায় অধিকাংশ বায়োমেট্রিক ডিভাইস অকেজো অবস্থায় আছে। ফলে প্রায় কোটি টাকা ব্যয়ে ডিজিটাল হাজিরা মেশিনগুলো কেনা হলেও সেগুলো তেমন কোনো কাজেই আসছে না।
সংশ্লিষ্ট সূত্র বলেছে, জয়পুরহাট সদর উপজেলাসহ জেলার পাঁচটি উপজেলায় মোট ৩৭১টি সরকারি প্রাথমিক বিদ্যালয় আছে। এর মধ্যে কালাই উপজেলার সাতটি সরকারি প্রাথমিক বিদ্যালয় ছাড়া বাকি ৩৬৪টি বিদ্যালয়েই ডিজিটাল হাজিরা মেশিন আছে। এগুলো কেনা হয়েছে ৫৫ লাখ ৯৩ হাজার ২৮৮ টাকায়।
নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন শিক্ষক জানান, প্রতিটা সরকারি বিদ্যালয়ে প্রতি অর্থবছরে উন্নয়ন-সংস্কারের জন্য সরকার কিছু অর্থ বরাদ্দ দেয়। এই তহবিল থেকে জয়পুরহাটের বিদ্যালয়গুলোকে ডিজিটাল হাজিরা মেশিনগুলো কিনতে বলা হয়েছিল। কিন্তু অধিকাংশ শিক্ষাপ্রতিষ্ঠানে নির্ধারিত মূল্যের চেয়েও বেশি মূল্যে হাজিরা মেশিন কেনা হয়েছে। ৬ থেকে ৭ হাজার টাকা মূল্যের মেশিন কেনা হয়েছে ১৫ থেকে সাড়ে ১৫ হাজার টাকায়।
অনুসন্ধানে জানা গেছে, ডিজিটাল হাজিরা মেশিনগুলো সচল রাখতে অনলাইনে বার্ষিক সার্ভিস চার্জ রিচার্জ করতে হয় ১ হাজার ৫০ টাকা। না হলে তা কোনো কাজেই আসে না। তবে জয়পুরহাটের অধিকাংশ বিদ্যালয়েই এই অনলাইন সংযোগ নেই। ডিজিটাল হাজিরা মেশিনগুলো কেনা হয় ২০১৮-১৯ অর্থবছরে। এসব বায়োমেট্রিক ডিভাইস কেনার উদ্দেশ্য ছিল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের সঠিক সময়ে বিদ্যালয়ে উপস্থিতি নিশ্চিত করা। এসব মেশিনের সঙ্গে যুক্ত থাকবে উপজেলা ও জেলা প্রাথমিক শিক্ষা অফিস। কোন শিক্ষক কখন বিদ্যালয়ে আসবেন, সেটি তাঁরা কার্যালয়ে বসেই জানতে পারবেন। কিন্তু করোনার কারণে দীর্ঘ সময় স্কুল বন্ধ থাকায় আর রিচার্জের অভাবে অনলাইন সংযোগ না থাকায় চালুর আগেই নষ্ট হয়ে যাচ্ছে মেশিনগুলো।
কালাই মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুল ইসলাম জানান, স্লিপের টাকায় তাঁরা ডিজিটাল হাজিরা মেশিন কিনেছেন। কিন্তু রিচার্জ করা হয়নি, তাই অনলাইন সংযোগ নেই। আক্কেলপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল ফজল মো. রাইহানও একই কথা বলেছেন। অবশ্য পাঁচবিবি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সিরাজুম মুনিরা জানান, এই উপজেলায় ৯৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয় আছে। সবগুলোর খবর তাঁর জানা নেই। তবে তাঁর প্রতিষ্ঠানের ডিজিটাল হাজিরা মেশিন অনলাইন সংযোগসহ সক্রিয় আছে।
জয়পুরহাট সদর উপজেলার সগুনা গোপীনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওমর ফারুক জানান, স্লিপের ১৫ হাজার টাকা দিয়ে তিনি তাঁর প্রতিষ্ঠানের ডিজিটাল হাজিরা মেশিন কিনেছেন। তাঁর জানামতে, জয়পুরহাট সদর উপজেলার ১০৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়। এর মধ্যে ৯৩টি বিদ্যালয়ে ডিজিটাল হাজিরা মেশিন অনলাইন সংযোগসহ সক্রিয় আছে। আর ১২টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মেশিন অজ্ঞাত কারণে নিষ্ক্রিয় আছে।
ক্ষেতলাল উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোজাম্মেল হক শাহ আজকের পত্রিকাকে বলেন, ‘আমার উপজেলার ৪৭টি বিদ্যালয়েই ডিজিটাল হাজিরা মেশিন আছে। কিন্তু এই মেশিন সক্রিয় রাখার জন্য অনলাইনে বছরে ১ হাজার ৫০ টাকা রিচার্জ করতে হয়। সেটা অধিকাংশ স্কুলেই নাই। ফলে বেশির ভাগ বিদ্যালয়েই ডিজিটাল হাজিরা মেশিন কোনো কাজে আসছে না।’
জেলার ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রেজোয়ান হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘জেলার ৩৭১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ৩৬৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয়েই ডিজিটাল হাজিরা মেশিন কেনা হয়েছে প্রায় দুই বছর আগে। কিন্তু করোনার কারণে প্রাথমিক বিদ্যালয়গুলো দেড় বছর বন্ধ থাকায় এসব মেশিনের কাঙ্ক্ষিত সুফল পাওয়া যায়নি। জেলার অধিকাংশ বিদ্যালয়েই ১ হাজার ৫০ টাকা রিচার্জের মাধ্যমে অনলাইন ডিভাইস চালু রাখা হয়নি। আশা করা হচ্ছে, পরবর্তী সময়ে বিদ্যালয় খুললে মেশিনগুলো সচল রাখার সর্বাত্মক পদক্ষেপ গ্রহণ করা হবে।’
জয়পুরহাটে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের সময়মতো প্রতিষ্ঠানে উপস্থিতি নিশ্চিত করতে দুই বছর আগে কেনা হয় বায়োমেট্রিক হাজিরা মেশিন। কিন্তু করোনার কারণে প্রতিষ্ঠানগুলো টানা দেড় বছর বন্ধ থাকায় অধিকাংশ বায়োমেট্রিক ডিভাইস অকেজো অবস্থায় আছে। ফলে প্রায় কোটি টাকা ব্যয়ে ডিজিটাল হাজিরা মেশিনগুলো কেনা হলেও সেগুলো তেমন কোনো কাজেই আসছে না।
সংশ্লিষ্ট সূত্র বলেছে, জয়পুরহাট সদর উপজেলাসহ জেলার পাঁচটি উপজেলায় মোট ৩৭১টি সরকারি প্রাথমিক বিদ্যালয় আছে। এর মধ্যে কালাই উপজেলার সাতটি সরকারি প্রাথমিক বিদ্যালয় ছাড়া বাকি ৩৬৪টি বিদ্যালয়েই ডিজিটাল হাজিরা মেশিন আছে। এগুলো কেনা হয়েছে ৫৫ লাখ ৯৩ হাজার ২৮৮ টাকায়।
নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন শিক্ষক জানান, প্রতিটা সরকারি বিদ্যালয়ে প্রতি অর্থবছরে উন্নয়ন-সংস্কারের জন্য সরকার কিছু অর্থ বরাদ্দ দেয়। এই তহবিল থেকে জয়পুরহাটের বিদ্যালয়গুলোকে ডিজিটাল হাজিরা মেশিনগুলো কিনতে বলা হয়েছিল। কিন্তু অধিকাংশ শিক্ষাপ্রতিষ্ঠানে নির্ধারিত মূল্যের চেয়েও বেশি মূল্যে হাজিরা মেশিন কেনা হয়েছে। ৬ থেকে ৭ হাজার টাকা মূল্যের মেশিন কেনা হয়েছে ১৫ থেকে সাড়ে ১৫ হাজার টাকায়।
অনুসন্ধানে জানা গেছে, ডিজিটাল হাজিরা মেশিনগুলো সচল রাখতে অনলাইনে বার্ষিক সার্ভিস চার্জ রিচার্জ করতে হয় ১ হাজার ৫০ টাকা। না হলে তা কোনো কাজেই আসে না। তবে জয়পুরহাটের অধিকাংশ বিদ্যালয়েই এই অনলাইন সংযোগ নেই। ডিজিটাল হাজিরা মেশিনগুলো কেনা হয় ২০১৮-১৯ অর্থবছরে। এসব বায়োমেট্রিক ডিভাইস কেনার উদ্দেশ্য ছিল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের সঠিক সময়ে বিদ্যালয়ে উপস্থিতি নিশ্চিত করা। এসব মেশিনের সঙ্গে যুক্ত থাকবে উপজেলা ও জেলা প্রাথমিক শিক্ষা অফিস। কোন শিক্ষক কখন বিদ্যালয়ে আসবেন, সেটি তাঁরা কার্যালয়ে বসেই জানতে পারবেন। কিন্তু করোনার কারণে দীর্ঘ সময় স্কুল বন্ধ থাকায় আর রিচার্জের অভাবে অনলাইন সংযোগ না থাকায় চালুর আগেই নষ্ট হয়ে যাচ্ছে মেশিনগুলো।
কালাই মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুল ইসলাম জানান, স্লিপের টাকায় তাঁরা ডিজিটাল হাজিরা মেশিন কিনেছেন। কিন্তু রিচার্জ করা হয়নি, তাই অনলাইন সংযোগ নেই। আক্কেলপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল ফজল মো. রাইহানও একই কথা বলেছেন। অবশ্য পাঁচবিবি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সিরাজুম মুনিরা জানান, এই উপজেলায় ৯৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয় আছে। সবগুলোর খবর তাঁর জানা নেই। তবে তাঁর প্রতিষ্ঠানের ডিজিটাল হাজিরা মেশিন অনলাইন সংযোগসহ সক্রিয় আছে।
জয়পুরহাট সদর উপজেলার সগুনা গোপীনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওমর ফারুক জানান, স্লিপের ১৫ হাজার টাকা দিয়ে তিনি তাঁর প্রতিষ্ঠানের ডিজিটাল হাজিরা মেশিন কিনেছেন। তাঁর জানামতে, জয়পুরহাট সদর উপজেলার ১০৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়। এর মধ্যে ৯৩টি বিদ্যালয়ে ডিজিটাল হাজিরা মেশিন অনলাইন সংযোগসহ সক্রিয় আছে। আর ১২টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মেশিন অজ্ঞাত কারণে নিষ্ক্রিয় আছে।
ক্ষেতলাল উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোজাম্মেল হক শাহ আজকের পত্রিকাকে বলেন, ‘আমার উপজেলার ৪৭টি বিদ্যালয়েই ডিজিটাল হাজিরা মেশিন আছে। কিন্তু এই মেশিন সক্রিয় রাখার জন্য অনলাইনে বছরে ১ হাজার ৫০ টাকা রিচার্জ করতে হয়। সেটা অধিকাংশ স্কুলেই নাই। ফলে বেশির ভাগ বিদ্যালয়েই ডিজিটাল হাজিরা মেশিন কোনো কাজে আসছে না।’
জেলার ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রেজোয়ান হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘জেলার ৩৭১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ৩৬৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয়েই ডিজিটাল হাজিরা মেশিন কেনা হয়েছে প্রায় দুই বছর আগে। কিন্তু করোনার কারণে প্রাথমিক বিদ্যালয়গুলো দেড় বছর বন্ধ থাকায় এসব মেশিনের কাঙ্ক্ষিত সুফল পাওয়া যায়নি। জেলার অধিকাংশ বিদ্যালয়েই ১ হাজার ৫০ টাকা রিচার্জের মাধ্যমে অনলাইন ডিভাইস চালু রাখা হয়নি। আশা করা হচ্ছে, পরবর্তী সময়ে বিদ্যালয় খুললে মেশিনগুলো সচল রাখার সর্বাত্মক পদক্ষেপ গ্রহণ করা হবে।’
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
২ দিন আগেবিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৬ জানুয়ারি ২০২৫গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪