Ajker Patrika

সেবায় দেশসেরা জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতাল

জয়পুরহাট প্রতিনিধি
আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২২, ১৮: ৪১
সেবায় দেশসেরা জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতাল

স্বাস্থ্যসেবায় হেলথ সিস্টেম স্ট্রেনদেনিং (এইচএসএস) সূচকে জেলা ক্যাটাগরিতে জাতীয় পর্যায়ে জয়পুরহাট সিভিল সার্জন অফিস এবং জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতাল সারা দেশের মধ্যে প্রথম স্থান অর্জন করেছে। একই সঙ্গে করোনার টিকা দেওয়ার ক্ষেত্রেও দেশের শীর্ষে আছে এ জেলা।

যেসব সূচকের মানদণ্ডে এ জেলা হাসপাতালগুলোকে শ্রেষ্ঠ নির্বাচন করা হয়েছে, মোটাদাগে সেগুলো হলো অনলাইন রিপোর্টিং, সরেজমিন পরিদর্শন, অস্ত্রোপচার, রক্তদান, রাজস্ব আয়, বহির্বিভাগ, অন্তর্বিভাগ এবং জরুরি বিভাগে কাজের মান, রোগী ভর্তি ও তাঁদের সন্তুষ্টি, জরিপ ব্যবহার, পরিষ্কার-পরিচ্ছন্নতা ইত্যাদি।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ১৫০ শয্যার জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে প্রতিদিন গড়ে রোগী ভর্তি থাকে—অন্তর্বিভাগে ৯৭ জন, বহির্বিভাগে ৬৪৯ এবং জরুরি বিভাগে ৩৪ জন। চলতি বছরের জানুয়ারি মাসে এই আধুনিক জেলা হাসপাতালের অন্তর্বিভাগে রোগী ভর্তি ছিল ২ হাজার ৯০০ জন, বহির্বিভাগে ১৯ হাজার ৪৮৪ জন এবং জরুরি বিভাগে রোগী ভর্তি ছিল ১ হাজার ১৫ জন।

গতকাল মঙ্গলবার বিকেলে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক রাশেদ মোবারক জুয়েল আজকের পত্রিকাকে বলেন, ‘জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতাল এবং এই সিভিল সার্জন অফিস দেশসেরা হয়েছে, একই সঙ্গে আমাদের আরও অর্জন আছে। তা হলো করোনা টিকা দিতে সেরার তালিকায় রয়েছে জয়পুরহাট। এ জেলার ৬৭ শতাংশ করোনার প্রথম ডোজ এবং ৬০ শতাংশ মানুষ দ্বিতীয় ডোজ পেয়েছেন।’

রাশেদ মোবারক জুয়েল আরও বলেন, ‘আমাদের হাসপাতালটি ১৫০ শয্যার, কিন্তু এখানে জনবলকাঠামো আছে ১০০ শয্যার। হাসপাতালের চিকিৎসক থাকার কথা ৪৫ জন, বর্তমানে আছেন ৩৪ জন। এ ছাড়া নানা সীমাবদ্ধতা সত্ত্বেও কেবল আন্তরিক প্রচেষ্টা এবং সবার সদিচ্ছার কারণেই এ জেলা হাসপাতাল সারা দেশের মধ্যে শ্রেষ্ঠ হতে পেরেছে। এ অর্জনে সবার অবদান আছে। শ্রেষ্ঠত্বের এ ধারা অব্যাহত রাখতে আমরা দৃঢ়প্রতিজ্ঞ।’

গতকাল জয়পুরহাটের সিভিল সার্জন মো. ওয়াজেদ আলী আজকের পত্রিকাকে বলেন, ‘যেসব সূচকের মানদণ্ডে সিভিল সার্জন অফিস এবং জেলা হাসপাতালের শ্রেষ্ঠত্বের মূল্যায়ন করা হয়, সব কটিতেই আমাদের জেলা এগিয়ে থাকায় এবার দেশসেরা নির্বাচিত হয়েছি। এ ছাড়া আমাদের আরও অর্জন হলো, সারা দেশে ৪৯০টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে। সেগুলোর মধ্যে জয়পুরহাট জেলার তিনটি স্বাস্থ্য কমপ্লেক্স প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করেছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পর্যায়ে দেশসেরার প্রথম স্থানে আছে পাঁচবিবি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, দ্বিতীয় কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং তৃতীয় স্থানে আছে ক্ষেতলাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।’

সিভিল সার্জন আরও বলেন, ‘আমাদের স্বাস্থ্য বিভাগের চিকিৎসক, নার্স ও স্টাফসহ সংশ্লিষ্টরা রোগীদের সেবাদানের জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন। আজকের এ অর্জন তারই সুফল। আগামীতেও এ অর্জন আমরা ধরে রাখতে পারব।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘জনতার জন্য হিজাব আইন, খামেনির উপদেষ্টার মেয়ের জন্য ডানাকাটা জামা’

বিএনপি ক্ষমতায় গেলে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ বন্ধ করবে: আমীর খসরু

সিটি করপোরেশন হচ্ছে সাভার

বিএনপির ক্লাবঘরে হামলা: জিয়াউর রহমান, খালেদা জিয়া ও তারেক রহমানের ছবি ভাঙচুর

নির্বাচনের আগে প্রশাসনে রদবদল তাঁর তত্ত্বাবধানেই, যোগ্যদেরকে ডিসি নিয়োগ— বিএনপিকে প্রধান উপদেষ্টা

এলাকার খবর
Loading...