Ajker Patrika

পুলিশের চাকরি পেলেন ২৫ জন

জয়পুরহাট প্রতিনিধি
আপডেট : ১১ এপ্রিল ২০২২, ১৫: ১৯
Thumbnail image

‘আমাদের আর্থিক অবস্থা খুবই খারাপ। বাবা সিএনজিচালিত অটোরিকশা চালিয়ে দৈনিক যে রোজগার করেন, তা দিয়ে কোনো রকমে খাওয়া-পড়ার খরচ চলে। এ জন্য দু’ভাইবোনের লেখাপড়ার খরচ চালাতে বাবাকে হিমশিম খেতে হয়। আজ পুলিশে চাকরি পাওয়াতে আমি প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, আইজিপি এবং সর্বোপরি এসপি স্যারের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি।’ আবেগ জড়িত কণ্ঠে এ কথাগুলো বলেন পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে চূড়ান্তভাবে মনোনীত জয়পুরহাটের সদর উপজেলার খঞ্জনপুর মিশনপাড়া গ্রামের শ্রী নয়ন সরকারের মেয়ে স্মৃতি রানী সরকার।

কেবল তিনি নন, ওই পদে চূড়ান্তভাবে মনোনীত হয়েছেন আরও ২৫ জন ছেলে এবং মেয়ে। যাঁদের বেশির ভাগই হতদরিদ্র ও নিম্ন আয়ের পরিবারের সন্তান।

গত শনিবার বিকেলে জেলা পুলিশ লাইনসে চূড়ান্ত নিয়োগপ্রাপ্তদের তালিকা প্রকাশ করেন পুলিশ সুপার (এসপি) মাছুম আহাম্মদ ভুঞা।

এর আগে জেলা পুলিশের কনস্টেবল পদে ২৫টি শূন্য পদের বিপরীতে এবার অনলাইনে মোট ৮৭৬ জন প্রার্থী আবেদন করেছিলেন। নতুন নিয়মে প্রিলিমিনারি, স্ক্রিনিং শেষে এঁদের মধ্যে ২৬১ জন প্রার্থী প্রথম পর্যায়ের পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পান।

এ সময় এসপি নিয়োগপ্রাপ্তদের উদ্দেশ্যে বলেন, ‘দেশপ্রেম, সততা, পেশাদারিত্ব ও সেবার মনোভাব নিয়ে পুলিশ বিভাগে আপনাদের চাকরি করতে হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত