নিষিদ্ধ ‘সাকার ফিশ’ ধরা পড়ছে শ্রীপুরের জেলেদের জালে
গাজীপুরের শ্রীপুর উপজেলার শীতলক্ষ্যা, সুতিয়া, খিরু ও মাটিকাটা নদীতে জেলেদের জালে ধরা পড়ছে নিষিদ্ধ মাছ সাকার। জেলেদের যেকোনো মাছ শিকারের জালে ঝাঁকে ঝাঁকে উঠছে সাকার মাছ। এমনকি এই মাছ ছড়িয়ে পড়ছে খাল বিল পুকুর ডোবায়। ফলে বিভিন্ন দেশীয় প্রজাতির সুস্বাদু মাছের পরিমাণ বহুগুণ কমেছে বলে জানিয়েছেন জেলেরা।