Ajker Patrika

বঙ্গোপসাগরে নিষেধাজ্ঞার মধ্যেই চলছে মাছ শিকার, আটক ৫

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি
বঙ্গোপসাগরে নিষেধাজ্ঞার মধ্যেই চলছে মাছ শিকার, আটক ৫

বঙ্গোপসাগরে মাছ ধরায় ৬৫ দিনের নিষেধাজ্ঞা চলছে। গত ২০ মে থেকে শুরু হওয়া নিষেধাজ্ঞা চলবে ২৩ জুলাই পর্যন্ত। প্রজনন মৌসুমে উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সমুদ্রে মাছ শিকার বন্ধ রয়েছে। এই নিষেধাজ্ঞা অমান্য করে চট্টগ্রামের কিছু অসাধু জেলে বঙ্গোপসাগরের বিভিন্ন অংশে রাত হলেই মাছ শিকারে মেতে ওঠেন। মাছ ধরা বন্ধে প্রতিনিয়ত প্রশাসনের পক্ষ থেকে অভিযান চালিয়ে শিকারিদের জেল-জরিমানা করলেও থামছে না মাছ শিকারিদের দৌরাত্ম্য। 

এমন সংবাদের ভিত্তিতে গতকাল রোববার দিনব্যাপী নৌ-পুলিশের বিশেষ অভিযানে ২০ হাজার মিটার জাল জব্দসহ আটক করা হয় ৫ জেলেকে। আজ সোমবার দুপুরে এই তথ্য নিশ্চিত করেছেন নৌ-পুলিশের বার আউলিয়া ফাঁড়ির ইনচার্জ মো. কায়সার মাতুব্বর।

আটককৃতরা হলেন লক্ষ্মী দাশ (৪৩), কৃষ্ণদাশ (৪৫), কাজল দাশ (৪০), রুবেল দাশ (৩২) ও মনির (২৪)। আটককৃতরা বাঁশখালী উপজেলার খানখানাবাদ এলাকার। প্রতিদিনের ন্যায় গতকাল রোববার তারা মাছ ধরার জন্য বঙ্গোপসাগরের বিভিন্ন অংশে জাল ফেলেন। এ সময় প্রশাসনের লোকজন তাদের আটক করে এবং জাল জব্দ করে। জব্দকৃত জালের মূল্য প্রায় ৭ লাখ টাকা বলে পুলিশ জানিয়েছে। 

সদরঘাট নৌপুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ একরাম উল্লাহ আজকের পত্রিকাকে বলেন, বঙ্গোপসাগরে মাছ ধরায় ৬৫ দিনের নিষেধাজ্ঞা চলছে। নিষেধাজ্ঞা অমান্য করে বঙ্গোপসাগরের বাঁশখালী-আনোয়ারা অংশে মাছ শিকার করছিল আটককৃত জেলেরা। আটককৃতদের বিরুদ্ধে মামলা হয়েছে। আজ সোমবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে। নৌপুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত