Ajker Patrika

সুন্দরবনে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরায় ১৮ জেলে আটক

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি
আপডেট : ০৮ জুন ২০২৩, ১৮: ৪৫
সুন্দরবনে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরায় ১৮ জেলে আটক

পূর্ব সুন্দরবনে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরায় সাতটি ট্রলারসহ ১৮ জেলেকে আটক করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে বনের পৃথক স্থান থেকে তাঁদের আটক করেন বনরক্ষীরা। 

বন বিভাগ সূত্রে জানা গেছে, বনরক্ষীরা আজ সকালে সুন্দরবনের চান্দেশ্বর টহল ফাঁড়ির কাতলেশ্বর খাল থেকে চারটি ট্রলার ও সুপতি স্টেশনের সরারখালে তিনটি ট্রলারসহ ১৮ জেলেকে আটক করে। এ সময় মাছ ধরার জাল জব্দ করা হয়। আটক জেলেরা সুন্দরবনে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরছিলেন। 

আটক ১৮ জেলের বাড়ি পাথরঘাটা এলাকায় বলে জানিয়েছেন বনরক্ষীরা। 

পূর্ব সুন্দরবন বিভাগের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) শেখ মাহবুব হাসান বলেন, নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরায় আটক জেলেদের বিরুদ্ধে বন আইনে মামলা করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত