Ajker Patrika

বঙ্গোপসাগরে ট্রলারডুবি, এক জেলে নিখোঁজ 

হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি
আপডেট : ০৬ জুলাই ২০২৩, ১৬: ৪৬
বঙ্গোপসাগরে ট্রলারডুবি, এক জেলে নিখোঁজ 

নোয়াখালীর হাতিয়ায় এমভি ফাতেমা-১ নামের মাছ ধরার ট্রলারডুবির ঘটনা ঘটেছে। এতে ২০ জেলে জীবিত উদ্ধার হলেও নিখোঁজ রয়েছেন আব্দুর রহমান (৫০) নামের এক জেলে। 

আজ বৃহস্পতিবার সকালে নিঝুম দ্বীপের দক্ষিণে বঙ্গোপসাগরে এ দুর্ঘটনা ঘটে। 

নিখোঁজ জেলে আব্দুর রহমান উপজেলার বুড়িরচর ইউনিয়নের বড়দেইল গ্রামের আব্দুল হালিমের ছেলে। তিনি ট্রলারের বাবুর্চি হিসেবে কর্মরত ছিলেন। 

ডুবে যাওয়া ট্রলারের মালিক ও মাঝি মোজাম্মেল হোসেন জানান, তিন দিন আগে ২১ মাঝিমাল্লা নিয়ে সাগরে মাছ শিকারে যান তাঁরা। সাগর উত্তাল হয়ে পড়ায় তীরে ফিরে আসছিলেন। সকালে প্রচণ্ড ঢেউয়ের মধ্যে পড়ে ট্রলারটি উল্টে যায়। এতে ২০ মাঝিমাল্লা সাঁতরে পাশে থাকা একটি ট্রলারে গিয়ে ওঠেন। কিন্তু কেবিনের মধ্যে থাকা ট্রলারের বাবুর্চি আব্দুর রহমান বের হতে পারেননি। তিনিসহ ট্রলারটি ডুবে যায়। 

জেলেদের উদ্ধার করা এমভি মা আয়েশা ট্রলারের মাঝি আলা উদ্দিন জানান, গত রাত থেকে সাগর প্রচণ্ড উত্তাল হয়ে পড়ে। এতে সাগরে থাকা মাছ ধরার সব ট্রলার তীরে চলে আসতে থাকে। সকালে তাঁদের পাশে থাকা এমভি ফাতেমা-১ নামের ট্রলারটি ঢেউয়ের আঘাতে ডুবে যায়। পরে সাগরে ভাসতে থাকা মাঝিমাল্লাদের উদ্ধার করে ঘাটে আনা হয়। বৈরী আবহাওয়ার কারণে নিখোঁজ জেলেকে উদ্ধার করা সম্ভব হয়নি। 

বুড়িরচর ইউনিয়নের (ইউপি) ৬ নম্বর ওয়ার্ডের সদস্য নুরুল আমিন জানান, উদ্ধার হওয়া ট্রলারের জেলেদের বাড়ি তাঁর ওয়ার্ডে। নিখোঁজ জেলের বাড়িতে মাতম চলছে। বৈরী আবহাওয়ার কারণে নিখোঁজ জেলেকে উদ্ধারে কোনো ব্যবস্থা নেওয়া যাচ্ছে না। জীবিত উদ্ধার হওয়া জেলেদের অনেকে অসুস্থ হয়ে পড়ায় তাঁদের বুড়িরচর ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা দেওয়া হচ্ছে। 

এ বিষয়ে বুড়িরচর ইউপি চেয়ারম্যান ফখরুল ইসলাম জানান, নিখোঁজ জেলেকে উদ্ধারের বিষয়ে কোস্ট গার্ড ও উপজেলা প্রশাসনকে জানানো হয়েছে। জীবিত উদ্ধার হওয়া জেলেদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত