সুন্দরবনে জেলের বিচ্ছিন্ন মাথা, পাশে প্যান্ট ও বাঘের পায়ের ছাপ
গহিন সুন্দরবনে শিপার হাওলাদার (২২) নামের এক জেলের দেহহীন মাথা উদ্ধার করা হয়েছে। পাশে পড়ে ছিল পরনের রক্তাক্ত ক্ষতবিক্ষত প্যান্ট। এমনকি ঘটনাস্থলে বাঘের পায়ের ছাপও ছিল। বন বিভাগের ধারণা, বাঘে খেয়ে মাথা ফেলে রেখে গেছে।