নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় মেঘনা নদীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে জেলেদের দুই পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে বলে জানা গেছে। এতে দুই জেলে গুলিবিদ্ধ হওয়ার খবর পাওয়া গেছে। তাঁদের নোয়াখালী সদর হাসপাতালে চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে বলেও জানা গেছে।
এদিকে ঘটনার পর থেকে পাঁচ জেলে নিখোঁজ রয়েছেন বলেও জানিয়েছেন জেলেরা। গতকাল বুধবার সন্ধ্যা ৬টার দিকে ভাসানচরসংলগ্ন ঠেঙ্গারচর এলাকায় গোলাগুলির এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধরা হলেন সুবর্ণচর উপজেলার পূর্ব চরবাটা ইউনিয়নের চরমজিদ গ্রামের ভুলু মাঝির ছেলে জিল্লুর রহমান (২৬) এবং একই উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের চর তরাব আলী গ্রামের ফজলুল হকের ছেলে নূর আলম মিয়া (২৮)।
নিখোঁজ জেলেরা হলেন রাজু, জুয়েল, আব্দুর রহমান, হোসেন ও ইসমাইল।
ভুক্তভোগী জেলেরা অভিযোগ করে বলেন, সুবর্ণচর উপজেলার মাইন উদ্দিন মাঝি ও অলি মাঝি মেঘনা নদীর সন্দীপ ও ঠেঙ্গারচর অংশে দীর্ঘদিন ধরে মাছ শিকার করে আসছেন। কিছুদিন আগে মেঘনা নদীর মাছ শিকারের এই খোপ দখলের চেষ্টা চালান সুবর্ণচরের কেফায়েত মেম্বার। গতকাল বুধবার সন্ধ্যায় কেফায়েত মেম্বারের লোকজন ঠেঙ্গারচর এলাকার ওই খোপ দখল করতে যায় এবং জেলেদের জাল কেটে দেয়। খবর পেয়ে দুটি মাছ ধরার ট্রলার নিয়ে সেখানে যায় মাইন উদ্দিন ও অলি মাঝির লোকজন। এ সময় উভয় পক্ষের মধ্যে গুলিবিনিময়ের ঘটনা ঘটে। এতে মাইন উদ্দিন ও অলি গ্রুপের দুজন গুলিবিদ্ধ হন। পরে ভাসানচর ও সন্দীপ কোস্ট গার্ড ঘটনাস্থলে পৌঁছালে উভয় পক্ষই পালিয়ে যায়। তবে ঘটনার পর থেকে পাঁচজন জেলে নিখোঁজ রয়েছেন।
এ ঘটনায় ভাসানচর কোস্ট গার্ডের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘আমরা ঘটনাস্থলে পৌঁছার আগে সংঘর্ষকারীরা পালিয়ে যায়।’
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিসান আহমেদ আজকের পত্রিকাকে বলেন, ‘মেঘনায় দুই পক্ষের গোলাগুলির খবর আমরা পেয়েছি। দুজন গুলিবিদ্ধ হওয়ার খবরও পেয়েছি। তবে কোনো পক্ষ থেকে আমাদের কাছে অভিযোগ আসেনি।’
নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় মেঘনা নদীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে জেলেদের দুই পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে বলে জানা গেছে। এতে দুই জেলে গুলিবিদ্ধ হওয়ার খবর পাওয়া গেছে। তাঁদের নোয়াখালী সদর হাসপাতালে চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে বলেও জানা গেছে।
এদিকে ঘটনার পর থেকে পাঁচ জেলে নিখোঁজ রয়েছেন বলেও জানিয়েছেন জেলেরা। গতকাল বুধবার সন্ধ্যা ৬টার দিকে ভাসানচরসংলগ্ন ঠেঙ্গারচর এলাকায় গোলাগুলির এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধরা হলেন সুবর্ণচর উপজেলার পূর্ব চরবাটা ইউনিয়নের চরমজিদ গ্রামের ভুলু মাঝির ছেলে জিল্লুর রহমান (২৬) এবং একই উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের চর তরাব আলী গ্রামের ফজলুল হকের ছেলে নূর আলম মিয়া (২৮)।
নিখোঁজ জেলেরা হলেন রাজু, জুয়েল, আব্দুর রহমান, হোসেন ও ইসমাইল।
ভুক্তভোগী জেলেরা অভিযোগ করে বলেন, সুবর্ণচর উপজেলার মাইন উদ্দিন মাঝি ও অলি মাঝি মেঘনা নদীর সন্দীপ ও ঠেঙ্গারচর অংশে দীর্ঘদিন ধরে মাছ শিকার করে আসছেন। কিছুদিন আগে মেঘনা নদীর মাছ শিকারের এই খোপ দখলের চেষ্টা চালান সুবর্ণচরের কেফায়েত মেম্বার। গতকাল বুধবার সন্ধ্যায় কেফায়েত মেম্বারের লোকজন ঠেঙ্গারচর এলাকার ওই খোপ দখল করতে যায় এবং জেলেদের জাল কেটে দেয়। খবর পেয়ে দুটি মাছ ধরার ট্রলার নিয়ে সেখানে যায় মাইন উদ্দিন ও অলি মাঝির লোকজন। এ সময় উভয় পক্ষের মধ্যে গুলিবিনিময়ের ঘটনা ঘটে। এতে মাইন উদ্দিন ও অলি গ্রুপের দুজন গুলিবিদ্ধ হন। পরে ভাসানচর ও সন্দীপ কোস্ট গার্ড ঘটনাস্থলে পৌঁছালে উভয় পক্ষই পালিয়ে যায়। তবে ঘটনার পর থেকে পাঁচজন জেলে নিখোঁজ রয়েছেন।
এ ঘটনায় ভাসানচর কোস্ট গার্ডের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘আমরা ঘটনাস্থলে পৌঁছার আগে সংঘর্ষকারীরা পালিয়ে যায়।’
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিসান আহমেদ আজকের পত্রিকাকে বলেন, ‘মেঘনায় দুই পক্ষের গোলাগুলির খবর আমরা পেয়েছি। দুজন গুলিবিদ্ধ হওয়ার খবরও পেয়েছি। তবে কোনো পক্ষ থেকে আমাদের কাছে অভিযোগ আসেনি।’
গাজীপুরের কালিয়াকৈরে প্রতিষ্ঠানের অনিয়মের বিষয়ে ফেসবুকে পোস্ট দিয়ে শ্রমিক ইদ্রিস আলীর আত্মহত্যার ঘটনায় মণ্ডল গ্রুপের মনট্রিমস কারখানার দুই কর্মকর্তাকে অব্যাহতি দেওয়া হয়েছে। ইদ্রিসের মৃত্যুর এক দিন পর গতকাল শনিবার সকালে কারখানা চালু হলে শোক জানিয়েছে কর্তৃপক্ষ।
৫ মিনিট আগেরাজধানীর বিভিন্ন এলাকায় নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগ ও তাদের মতাদর্শী কয়েকটি সংগঠন ঝটিকা মিছিল করে জনমনে আতঙ্ক সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। তবে তাদের কার্যক্রমে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়েছে ডিএমপি।
৯ মিনিট আগেচার দিনেও উদ্ধার করা সম্ভব হয়নি খাগড়াছড়িতে অপহৃত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) পাঁচ শিক্ষার্থীকে। এ নিয়ে পরিবারে উদ্বেগ বাড়ছে। তবে উদ্ধার অভিযান অব্যাহত রেখেছে যৌথ বাহিনী। আজ শনিবার সকাল থেকে সদর উপজেলার ভাইবোনছড়া ইউনিয়নের সুরেন্দ্র মাস্টার কাবারিপাড়াসহ বিভিন্ন পাড়ায় যৌথ বাহিনীর অভিযান পরিচালনা কর
১২ মিনিট আগেছয় দফা দাবিতে আন্দোলনরত বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের আওতাভুক্ত শিক্ষার্থীদের জোট কারিগরি ছাত্র আন্দোলন আগামীকাল রোববার মহাসমাবেশের ঘোষণা দিয়েছে। আজ শনিবার দুপুরে দাবি আদায় ও কুমিল্লার কর্মসূচিতে ‘হামলার’ প্রতিবাদে ঢাকা সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে আয়োজিত মানববন্ধন থেকে এ ঘোষণা দেন শিক্ষার্
১৮ মিনিট আগে