Ajker Patrika

কুয়াকাটায় সাগরে নিখোঁজ জেলের লাশ একদিন পর উদ্ধার

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
কুয়াকাটায় সাগরে নিখোঁজ জেলের লাশ একদিন পর উদ্ধার

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার কুয়াকাটায় সাগরের মোহনায় মাছ ধরতে গিয়ে নিখোঁজ হওয়ার একদিন পরে জেলে সজিবের (২৫) লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে উপজেলার ধুলাসার ইউনিয়নের গঙ্গামতির ঝাউবাগান সৈকতে এই লাশ উদ্ধারের ঘটনা ঘটে।

লাশ উদ্ধারের বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেন মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদাউস আহম্মদ খান। তিনি বলেন, ‘এ বিষয়ে মহিপুর থানায় অপমৃত্যুর মামলা হয়েছে। লাশ উদ্ধার করে স্বজনদের কাছে দেওয়া হয়েছে।’

পুলিশ জানায়, সজিব পটুয়াখালীর সদর উপজেলার ছোট বিঘাই এলাকার লিটন শিকদারের ছেলে। গতকাল সোমবার দুপুরে কলাপাড়া উপজেলার ধুলাসার এলাকার আসাখালি মোহনা থেকে মাছ ধরার উদ্দেশ্যে ট্রলারে করে সজিব ও তাঁর স্ত্রীর বড় ভাই শাহিন সাগরে যান। তখন ঢেউয়ের তোড়ে ট্রলার থেকে ছিটকে গিয়ে নিখোঁজ হন সজিব।

গতকাল জেলেদের সঙ্গে নৌপুলিশের সদস্যরা অনেক খোঁজাখুঁজি করেও সজিবের কোনো সন্ধান পাননি। আজ দুপুরে গঙ্গামতির ঝাউবাগান সৈকতে জোয়ারে তাঁর মরদেহ ভেসে আসে। এরপর সেখান থেকে তাঁর লাশ উদ্ধার করে বলে জানায় পুলিশ।

কুয়াকাটা নৌ পুলিশের ইনচার্জ দেলোয়ার হোসেন বলেন, ‘গতকাল নিখোঁজের পরে আমরা জেলেদের সঙ্গে নিয়ে অনেক খোঁজাখুঁজি করি। কিন্তু সজিবের কোনো সন্ধান পাওয়া যায়নি। তবে আজ তাঁর লাশ সৈকতে ভেসে আসে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত