‘আজকের পত্রিকা দু শ বছরের অধিককাল টিকে থাকুক’
‘মাত্র দুই বছরে আজকের পত্রিকা পাঠকের আস্থা অর্জন করেছে। এর পেছনে কাজ করেছেন দক্ষ এক ঝাঁক সংবাদকর্মী। এদের মাধ্যমে উঠে এসেছে প্রত্যন্ত অঞ্চলের প্রতিভাবান মানুষের কথা। যার প্রমাণ অনুষ্ঠানে উপস্থিত নারী ক্রিকেটার মারুফা আকতার। দুই বছর নয়, পত্রিকাটি দু শ বছরের অধিককাল টিকে থাকুক।’ এমনই মন্তব্য করেছেন নী