কিশোরগঞ্জ প্রতিনিধি
সরকারের নানা সুযোগ-সুবিধা বৃদ্ধি এবং আইনের কারণে এখন হজযাত্রীদের আর হয়রানি করার সুযোগ নেই বলে দাবি করেছেন ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান।
আজ শনিবার কিশোরগঞ্জ জেলা শিল্পকলা একাডেমিতে আন্তধর্মীয় সংলাপ ও প্রশিক্ষণে প্রতিমন্ত্রী এ দাবি করেন। অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ সভাপতিত্ব করেন।
ফরিদুল হক বলেন, কোনো এজেন্সি যদি হজযাত্রীদের কোনো রকম ক্ষতি করে তাহলে ৫০ লাখ টাকা জরিমানার বিধান আইনে রয়েছে। তাই তাঁরা সাবধান হয়ে গেছেন।
আওয়ামী লীগ সরকারের বিভিন্ন উদ্যোগ সম্পর্কে প্রতিমন্ত্রী বলেন, আল কোরআন ডিজিটালাইজেশন করা হয়েছে। সরকার ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছে। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সৌন্দর্য বৃদ্ধির ব্যবস্থা হচ্ছে। মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের মাধ্যমে আলেম-ওলামাদের কর্মসংস্থান সৃষ্টি করা হয়েছে।
ফরিদুল হক খান এমপি বলেন, জাতিসংঘের সাধারণ পরিষদে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের আলেম ওলামাদের ভূয়সী প্রশংসা করেছেন এবং এই প্রশংসা জাতিসংঘের সাধারণ পরিষদ গ্রহণ করেছে। কারণ আলেম ওলামা ও মাদ্রাসা ছাত্ররা কোনো অবস্থাতেই সন্ত্রাস জঙ্গিবাদের সঙ্গে সংযুক্ত নয়।
তিনি বলেন, আমার বাসায় ওলামাদের নিয়ে গত তিন চার দিন আগে একটা মিটিং করেছি। দেশের বিভিন্ন আলেম ওলামারা আমাকে বলেছেন, আমরা আর কিছু চাই না, আমরা চাই শুধু শান্তি। রাষ্ট্রীয় মসনদে যদি আবারও প্রধানমন্ত্রীকে রাখতে চান তাহলে আপনাদেরও কিন্তু নৈতিক দায়িত্ব ও কর্তব্য অবশ্যই আছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক, পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ, জেলা পরিষদ চেয়ারম্যান জিল্লুর রহমান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ আফজল।
সরকারের নানা সুযোগ-সুবিধা বৃদ্ধি এবং আইনের কারণে এখন হজযাত্রীদের আর হয়রানি করার সুযোগ নেই বলে দাবি করেছেন ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান।
আজ শনিবার কিশোরগঞ্জ জেলা শিল্পকলা একাডেমিতে আন্তধর্মীয় সংলাপ ও প্রশিক্ষণে প্রতিমন্ত্রী এ দাবি করেন। অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ সভাপতিত্ব করেন।
ফরিদুল হক বলেন, কোনো এজেন্সি যদি হজযাত্রীদের কোনো রকম ক্ষতি করে তাহলে ৫০ লাখ টাকা জরিমানার বিধান আইনে রয়েছে। তাই তাঁরা সাবধান হয়ে গেছেন।
আওয়ামী লীগ সরকারের বিভিন্ন উদ্যোগ সম্পর্কে প্রতিমন্ত্রী বলেন, আল কোরআন ডিজিটালাইজেশন করা হয়েছে। সরকার ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছে। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সৌন্দর্য বৃদ্ধির ব্যবস্থা হচ্ছে। মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের মাধ্যমে আলেম-ওলামাদের কর্মসংস্থান সৃষ্টি করা হয়েছে।
ফরিদুল হক খান এমপি বলেন, জাতিসংঘের সাধারণ পরিষদে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের আলেম ওলামাদের ভূয়সী প্রশংসা করেছেন এবং এই প্রশংসা জাতিসংঘের সাধারণ পরিষদ গ্রহণ করেছে। কারণ আলেম ওলামা ও মাদ্রাসা ছাত্ররা কোনো অবস্থাতেই সন্ত্রাস জঙ্গিবাদের সঙ্গে সংযুক্ত নয়।
তিনি বলেন, আমার বাসায় ওলামাদের নিয়ে গত তিন চার দিন আগে একটা মিটিং করেছি। দেশের বিভিন্ন আলেম ওলামারা আমাকে বলেছেন, আমরা আর কিছু চাই না, আমরা চাই শুধু শান্তি। রাষ্ট্রীয় মসনদে যদি আবারও প্রধানমন্ত্রীকে রাখতে চান তাহলে আপনাদেরও কিন্তু নৈতিক দায়িত্ব ও কর্তব্য অবশ্যই আছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক, পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ, জেলা পরিষদ চেয়ারম্যান জিল্লুর রহমান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ আফজল।
ভোলার লালমোহনে অভিযান চালিয়ে ৯টি অবৈধ ট্রলিং বোট জব্দ করেছে কোস্ট গার্ড। আজ রোববার (২০ এপ্রিল) বিকেলে লালমোহন উপজেলার গজারিয়া খাল গোড়ায় এই অভিযান চালানো হয়। কোস্ট গার্ড ভোলা দক্ষিণ জোনের লেফটেন্যান্ট কমান্ডার ও স্টাফ অফিসার অপারেশন রিফাত আহমেদ প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।
২৬ মিনিট আগেনারায়ণগঞ্জের রূপগঞ্জে অবস্থিত ইউএস–বাংলা মেডিকেল কলেজের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী আগামীকাল সোমবার। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কলেজ ক্যাম্পাসে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করতে যাচ্ছে কলেজ কর্তৃপক্ষ।
২৮ মিনিট আগেনেছারাবাদে আরামকাঠি ক্ষুদ্র সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির পরিচালক মো. রহমাত উল্লাহর বিরুদ্ধে পাঁচ সহস্রাধিক গ্রাহকের হাজার কোটি টাকা নিয়ে লাপাত্তা হওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আজ রোববার তাঁর বাড়িতে বিক্ষুব্ধ গ্রাহকেরা জড়ো হয়ে বিক্ষোভ করেন। পরে সমিতির ম্যানেজার-মাঠকর্মীসহ সাতজনকে আটক করে পুলিশের হাতে
৩৫ মিনিট আগেচিরকুটে লেখা ছিল, ‘বিয়ের পর আমার বাবা-মা, স্বামীর পরিবারের সাথে কোনো যোগাযোগ নাই। আমাদের দুজনের মরদেহ ঢাকাতে কোনো সরকারি কবরস্থানে দাফন দিয়েন। আমার এবং আমার স্বামীর বাড়িতে নেওয়ার দরকার নাই।’
৪০ মিনিট আগে