কতটা কঠিন হবে পরীর লড়াই?
মার্চ মাস থেকে শুরু হয়েছে জি বাংলার নতুন ধারাবাহিক ‘কড়ি খেলা’। ইতিমধ্যে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে এই ধারাবাহিক। জীবনের নানা টানাপোড়েন, এক মায়ের একার লড়াই, আর তারই মাঝে এসে পড়া ‘মনের মানুষ’- এই নিয়ে ‘কড়ি খেলা’। এই গল্পের মূল চরিত্র পরী। পরীকে কেন্দ্র করে এগোবে গল্প।