Ajker Patrika

সব সমালোচনার জবাব দিলেন দেবশ্রী

বিনোদন ডেস্ক
Thumbnail image

বাংলা সিরিয়ালের দর্শকদের মুখে মুখে এখন একটাই নাম ‘মিঠাই’। টানা দুই মাসের বেশি সময় ধরে টিআরপি তালিকায় একাই রাজত্ব করছে সিরিয়ালটি। এত দিন অন্য কোনো সিরিয়াল ‘মিঠাই’-এর এই জনপ্রিয়তায় ভাগ বসাতে পারেনি।

তবে এবার ‘মিঠাই’-এর প্রতিপক্ষ এসে গেছে। জি বাংলার নতুন সিরিয়াল ‘সর্বজয়া’ শুরুর সপ্তাহেই দেখিয়েছে বড়সড় চমক। টিআরপির তালিকায় উঠে এসেছে সেরা তিনে।

এ সিরিয়াল দিয়ে ১০ বছর পর অভিনয়ে ফিরেছেন দেবশ্রী রায়। আশঙ্কা ছিল, এত দিন পর তাঁর অভিনয় দেখবেন কি না দর্শক। তবে দর্শকদের প্রতি সব সময়ই ভরসা ছিল দেবশ্রীর। সেই ভরসার প্রতিদান দেবশ্রী পেয়েছেন। এই সাফল্য পেয়ে দেবশ্রী ফেসবুকে লিখেছেন, ‘নিন্দুকের মুখে ছাই দিয়ে আরও একবার প্রমাণিত হলো, দেবশ্রী রায় হারতে শেখেননি।’

তিনি বলেন, ‘সর্বজয়া করতে রাজি হয়েছিলাম কারণ চিত্রনাট্যটা ভালো লেগেছিল। সর্বজয়া একটি সরল মেয়ের চরিত্র। সে এই জটিল বাস্তবজীবনের সঙ্গে লড়াই করে কীভাবে এগিয়ে যাবে, তা নিয়েই সিরিয়ালের গল্প।’

‘সর্বজয়া’ সিরিয়ালে দেবশ্রীর সঙ্গে অভিনয় করছেন কুশল চক্রবর্তী। সোম থেকে শনিবার বাংলাদেশ সময় রাত ৯টা ৩০ মিনিটে প্রচার হচ্ছে সিরিয়ালটি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত