জি বাংলার প্রতি ধারাবাহিকেই প্রাধান্য পায় নারীর লড়াই। ‘কড়ি খেলা’ও তেমনি। এমন একজন একা মায়ের গল্প, যিনি কোনো অবস্থাতেই হার মানতে শেখেননি। গত বছরের ৮ মার্চ নারী দিবস থেকে শুরু হয়েছিল ধারাবাহিকটি। শুরু থেকেই তুমুল আলোচনায় ছিল ‘কড়ি খেলা’। ভারতে করোনা সংক্রমণ বাড়ায় টালিউডে শুটিং স্থগিত হয়ে যায়। সেই ধাক্কায় কিছুদিন পুরোনো পর্ব চালানোর পর অবশেষে সিরিয়ালটির প্রচার বন্ধ করে দিতে বাধ্য হয় চ্যানেল কর্তৃপক্ষ।
‘কড়ি খেলা’র যাঁরা নিয়মিত দর্শক, তাঁদের মন খারাপ হয়েছিল এ খবরে। বিভিন্ন সময় জি বাংলার সামাজিক যোগাযোগমাধ্যমে সিরিয়ালটি ফিরিয়ে আনার অনুরোধ জানিয়েছেন তাঁরা। আশার বিষয় হচ্ছে, দর্শকদের অনুরোধ রাখছে চ্যানেল কর্তৃপক্ষ। ‘কড়ি খেলা’ আবার ফিরেছে। সিরিয়ালটির নতুন প্রোমো প্রকাশ করেছে জি বাংলা।
একজন লড়াকু মায়ের গল্প ‘কড়ি খেলা’। একা। কিন্তু একাকিত্বের শোক নেই তাঁর। একাই ছেলেকে বড় করছেন। নিজের বেকারি ব্যবসা সামলে, সংসার সামলে, সঙ্গে আছে ছেলের দায়িত্ব–সব মিলিয়ে সিঙ্গেল মা পারমিতার চরিত্রটি যেন এ সময়ের আরও অনেক নারীর প্রতিনিধি।
মুখ্য ভূমিকায় আছেন শ্রীপর্ণা রায়। স্টার জলসার সিরিয়াল ‘আঁচল’ দিয়ে অভিনয় শুরু করেন তিনি। ওই ধারাবাহিকে তাঁর অভিনীত টুসু চরিত্র বেশ জনপ্রিয়তা পায়। পড়াশোনার জন্য কয়েক বছরের বিরতি নিয়েছিলেন। ফিরে এসে আবারও মাত করেন ‘কড়ি খেলা’র পারমিতা চরিত্র দিয়ে।
এ ধারাবাহিকের কাহিনিকার প্রশান্ত রথি ও শাশ্বতি ঘোষ। পরিচালনায় আছেন বিদ্যুৎ সাহা। শ্রীপর্ণা রায় ছাড়া অভিনয়ে আরও আছেন আনন্দ ঘোষ, তনুকা চট্টোপাধ্যায়, রাজশ্রী ভৌমিক, প্রান্তিক বন্দ্যোপাধ্যায় প্রমুখ। জি বাংলায় সোম–শুক্রবার বাংলাদেশ সময় রাত ১০টায় দেখা যাচ্ছে সিরিয়ালটি।
জি বাংলার প্রতি ধারাবাহিকেই প্রাধান্য পায় নারীর লড়াই। ‘কড়ি খেলা’ও তেমনি। এমন একজন একা মায়ের গল্প, যিনি কোনো অবস্থাতেই হার মানতে শেখেননি। গত বছরের ৮ মার্চ নারী দিবস থেকে শুরু হয়েছিল ধারাবাহিকটি। শুরু থেকেই তুমুল আলোচনায় ছিল ‘কড়ি খেলা’। ভারতে করোনা সংক্রমণ বাড়ায় টালিউডে শুটিং স্থগিত হয়ে যায়। সেই ধাক্কায় কিছুদিন পুরোনো পর্ব চালানোর পর অবশেষে সিরিয়ালটির প্রচার বন্ধ করে দিতে বাধ্য হয় চ্যানেল কর্তৃপক্ষ।
‘কড়ি খেলা’র যাঁরা নিয়মিত দর্শক, তাঁদের মন খারাপ হয়েছিল এ খবরে। বিভিন্ন সময় জি বাংলার সামাজিক যোগাযোগমাধ্যমে সিরিয়ালটি ফিরিয়ে আনার অনুরোধ জানিয়েছেন তাঁরা। আশার বিষয় হচ্ছে, দর্শকদের অনুরোধ রাখছে চ্যানেল কর্তৃপক্ষ। ‘কড়ি খেলা’ আবার ফিরেছে। সিরিয়ালটির নতুন প্রোমো প্রকাশ করেছে জি বাংলা।
একজন লড়াকু মায়ের গল্প ‘কড়ি খেলা’। একা। কিন্তু একাকিত্বের শোক নেই তাঁর। একাই ছেলেকে বড় করছেন। নিজের বেকারি ব্যবসা সামলে, সংসার সামলে, সঙ্গে আছে ছেলের দায়িত্ব–সব মিলিয়ে সিঙ্গেল মা পারমিতার চরিত্রটি যেন এ সময়ের আরও অনেক নারীর প্রতিনিধি।
মুখ্য ভূমিকায় আছেন শ্রীপর্ণা রায়। স্টার জলসার সিরিয়াল ‘আঁচল’ দিয়ে অভিনয় শুরু করেন তিনি। ওই ধারাবাহিকে তাঁর অভিনীত টুসু চরিত্র বেশ জনপ্রিয়তা পায়। পড়াশোনার জন্য কয়েক বছরের বিরতি নিয়েছিলেন। ফিরে এসে আবারও মাত করেন ‘কড়ি খেলা’র পারমিতা চরিত্র দিয়ে।
এ ধারাবাহিকের কাহিনিকার প্রশান্ত রথি ও শাশ্বতি ঘোষ। পরিচালনায় আছেন বিদ্যুৎ সাহা। শ্রীপর্ণা রায় ছাড়া অভিনয়ে আরও আছেন আনন্দ ঘোষ, তনুকা চট্টোপাধ্যায়, রাজশ্রী ভৌমিক, প্রান্তিক বন্দ্যোপাধ্যায় প্রমুখ। জি বাংলায় সোম–শুক্রবার বাংলাদেশ সময় রাত ১০টায় দেখা যাচ্ছে সিরিয়ালটি।
সৌদি আরবের প্রথম দিকের কয়েকজন নারী র্যাপারের একজন জারা। সংগীতশিল্পী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে সৌদির সীমানা পেরিয়ে তিনি এখন সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে থাকছেন। আরবি, ইংরেজির পাশাপাশি সুইডিশ ভাষাতেও সাবলীল এই তরুণী। জানান, আরও একটি ভাষা শেখার ইচ্ছা আছে তাঁর। সম্প্রতি প্রকাশিত হয়েছে তাঁর গান...
১৬ ঘণ্টা আগেবিজ্ঞাপন, মিউজিক ভিডিও ও নাচের মঞ্চে মামনুন ইমন ও প্রার্থনা ফারদিন দীঘি জুটি হয়েছিলেন আগে। এবার এই জুটিকে প্রথমবারের মতো দেখা যাবে বড় পর্দায়। সরকারি অনুদানের ‘দেনাপাওনা’ সিনেমায় অভিনয় করবেন তাঁরা।
১ দিন আগেঅত ভালো ছাত্র ছিলেন না সুরিয়া। টেনেটুনে পাস করতেন। ফেল ছিল তাঁর নিত্যসঙ্গী। সেই গড়পড়তা ছাত্র এখন হাজারো শিক্ষার্থীর ভরসা। ২০০৬ সালে তামিল এই অভিনেতা গড়ে তোলেন আগারাম ফাউন্ডেশন নামের একটি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি থেকে তামিলনাড়ুর প্রত্যন্ত অঞ্চলের পিছিয়ে পড়া শিক্ষার্থীদের জন্য কাজ করেন তি
১ দিন আগেএকসময় টিভি নাটকে ছিল পারিবারিক গল্পের রাজত্ব। মাঝে প্রেম আর কমেডি গল্পের ভিড়ে হারিয়ে যেতে বসেছিল এই ধরনের নাটক। সংখ্যায় কম হলেও সম্প্রতি আবার ফিরছে পারিবারিক গল্পের নাটক। গত বছরের শেষ দিকে কে এম সোহাগ রানা শুরু করেন ‘দেনা পাওনা’ নামের ধারাবাহিকের কাজ। শুরুতে ইউটিউবে ৮ পর্বের মিনি সিরিজ হিসেবে পরিকল্
১ দিন আগে