একসময় জি বাংলার ‘কি করে বলব তোমায়’ সিরিয়াল ছিল টিআরপির শীর্ষে। তবে গত কয়েক সপ্তাহে ভাটা পড়েছে জনপ্রিয়তায়। প্রযোজক-পরিচালকের কপালে চিন্তার ভাঁজ। গত মাসে গুঞ্জন উঠেছিল, বন্ধ হয়ে যাবে ধারাবাহিকটি।
তবে তখন ওই গুঞ্জন উড়িয়ে দিয়েছিলেন স্বস্তিকা দত্ত। ‘কি করে বলব তোমায়’ সিরিয়ালের প্রধান অভিনেত্রী তিনি। শুটিংয়ে যোগ দিয়ে জানিয়েছিলেন, আরও বহুদিন দেখা যাবে এ সিরিয়াল।
কিন্তু এবার স্বস্তিকা জানালেন নতুন খবর। নতুন সিরিয়াল হাতে পেয়েছেন তিনি। তাতে অভিনয়ের জন্য প্রস্তুতি শুরু করেছেন। চুল ছোট রাখছেন। শিখছেন বাইক চালানো। শোনা যাচ্ছে, এ মাস থেকেই শুরু হবে তাঁর নতুন সিরিয়ালের শুটিং।
ফলে স্পষ্ট হয়ে গেছে, ‘কি করে বলব তোমায়’ অবশেষে শেষ হচ্ছে। চ্যানেলের পক্ষ থেকেও এ রকম ইঙ্গিত মিলেছে। তবে এ যেন শেষ হয়েও হলো না শেষ!
কারণ, নতুন সিরিয়ালটি নাকি এখনকার ‘কি করে বলব তোমায়’–এর সিক্যুয়েল। গল্পে কোনো মিল থাকবে না। কিন্তু নায়িকা হিসেবে স্বস্তিকাই থাকবেন। নায়কের খোঁজ চলছে। নায়কের সঙ্গে কথাবার্তা চূড়ান্ত হলেই চলতি মাস থেকে শুটিং শুরু হবে, এমন কথা শোনা যাচ্ছে।
‘কি করে বলব তোমায়’ সিরিয়ালের দ্বিতীয় পর্বে এসে কোনো ধরনের ঝুঁকি নিতে চাচ্ছেন না প্রযোজক ও নির্মাতা। তাই গল্পসূত্র হিসেবে বেছে নিয়েছেন ‘দীপ জ্বেলে যাই’কে।
একসময়ের দর্শকপ্রিয় সিরিয়াল ‘দীপ জ্বেলে যাই’। বহুদিন পর্যন্ত এ সিরিয়ালের গল্পের সঙ্গেই দর্শক হেসেছে, কেঁদেছে। ওই গল্পের ওপরই নতুন সিরিয়ালের বীজ বুনবেন নির্মাতা। আর তাতে নায়িকা হবেন স্বস্তিকাই।
‘কি করে বলব তোমায়’ এখন যে সময়ে প্রচার হচ্ছে, অর্থাৎ সোম থেকে শুক্রবার বাংলাদেশ সময় রাত ১১টায়, এ সময়েই নতুন সিরিয়ালটি প্রচার হবে।
তাই স্বস্তিকা দত্তের যাঁরা ভক্ত, তাঁদের হতাশ হওয়ার কোনো কারণ নেই। নতুন গল্পে, নতুনভাবে স্বস্তিকা আবার দেখা দেবেন নতুন রূপে।
একসময় জি বাংলার ‘কি করে বলব তোমায়’ সিরিয়াল ছিল টিআরপির শীর্ষে। তবে গত কয়েক সপ্তাহে ভাটা পড়েছে জনপ্রিয়তায়। প্রযোজক-পরিচালকের কপালে চিন্তার ভাঁজ। গত মাসে গুঞ্জন উঠেছিল, বন্ধ হয়ে যাবে ধারাবাহিকটি।
তবে তখন ওই গুঞ্জন উড়িয়ে দিয়েছিলেন স্বস্তিকা দত্ত। ‘কি করে বলব তোমায়’ সিরিয়ালের প্রধান অভিনেত্রী তিনি। শুটিংয়ে যোগ দিয়ে জানিয়েছিলেন, আরও বহুদিন দেখা যাবে এ সিরিয়াল।
কিন্তু এবার স্বস্তিকা জানালেন নতুন খবর। নতুন সিরিয়াল হাতে পেয়েছেন তিনি। তাতে অভিনয়ের জন্য প্রস্তুতি শুরু করেছেন। চুল ছোট রাখছেন। শিখছেন বাইক চালানো। শোনা যাচ্ছে, এ মাস থেকেই শুরু হবে তাঁর নতুন সিরিয়ালের শুটিং।
ফলে স্পষ্ট হয়ে গেছে, ‘কি করে বলব তোমায়’ অবশেষে শেষ হচ্ছে। চ্যানেলের পক্ষ থেকেও এ রকম ইঙ্গিত মিলেছে। তবে এ যেন শেষ হয়েও হলো না শেষ!
কারণ, নতুন সিরিয়ালটি নাকি এখনকার ‘কি করে বলব তোমায়’–এর সিক্যুয়েল। গল্পে কোনো মিল থাকবে না। কিন্তু নায়িকা হিসেবে স্বস্তিকাই থাকবেন। নায়কের খোঁজ চলছে। নায়কের সঙ্গে কথাবার্তা চূড়ান্ত হলেই চলতি মাস থেকে শুটিং শুরু হবে, এমন কথা শোনা যাচ্ছে।
‘কি করে বলব তোমায়’ সিরিয়ালের দ্বিতীয় পর্বে এসে কোনো ধরনের ঝুঁকি নিতে চাচ্ছেন না প্রযোজক ও নির্মাতা। তাই গল্পসূত্র হিসেবে বেছে নিয়েছেন ‘দীপ জ্বেলে যাই’কে।
একসময়ের দর্শকপ্রিয় সিরিয়াল ‘দীপ জ্বেলে যাই’। বহুদিন পর্যন্ত এ সিরিয়ালের গল্পের সঙ্গেই দর্শক হেসেছে, কেঁদেছে। ওই গল্পের ওপরই নতুন সিরিয়ালের বীজ বুনবেন নির্মাতা। আর তাতে নায়িকা হবেন স্বস্তিকাই।
‘কি করে বলব তোমায়’ এখন যে সময়ে প্রচার হচ্ছে, অর্থাৎ সোম থেকে শুক্রবার বাংলাদেশ সময় রাত ১১টায়, এ সময়েই নতুন সিরিয়ালটি প্রচার হবে।
তাই স্বস্তিকা দত্তের যাঁরা ভক্ত, তাঁদের হতাশ হওয়ার কোনো কারণ নেই। নতুন গল্পে, নতুনভাবে স্বস্তিকা আবার দেখা দেবেন নতুন রূপে।
উত্তরা সেক্টর-৪ এলাকায় নাটক ও চলচ্চিত্রের শুটিং কার্যক্রমে জারি করা নিষেধাজ্ঞা শিগগির শর্ত সাপেক্ষে প্রত্যাহার করা হতে পারে। উত্তরা কল্যাণ সমিতির পক্ষ থেকে এ সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
৪ ঘণ্টা আগেএকজন গর্ভবতী নারীর দীর্ঘপথ পাড়ি দিয়ে বেঁচে থাকার সংগ্রাম, সাতটি দেশের অভিবাসন-পথ পেরিয়ে বেঁচে থাকার গল্প- এটি কোনো কাল্পনিক থ্রিলার নয়, বরং বাস্তবতার ওপর নির্মিত এক সিনেম্যাটিক দলিল। বাংলাদেশি নির্মাতা আজিজুল হাসান সূর্য পরিচালিত আসন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র ‘ফিল্ডস অব ফ্রিডম’ এমন এক গল্প নিয়ে এগিয়ে
৪ ঘণ্টা আগেঅভিনয়শিল্পীদের নাম দেখে অনেকে হয়তো পরিবার নিয়ে সিরিজটি দেখার কথা ভাববেন। তবে তেমনটা না ভাবাই উত্তম। কারণ, পরিবার নিয়ে দেখতে বসলে আপনাকে পড়তে হবে বিব্রতকর পরিস্থিতিতে। আইস্ক্রিনে মুক্তি পাওয়া ‘পাপ কাহিনী’ ওয়েব সিরিজটি যেন আবার ফিরিয়ে নিয়ে গেল অশ্লীলতার অন্ধকার সময়ে।
৫ ঘণ্টা আগেএ নাটকের কেন্দ্রীয় চরিত্র শুভঙ্কর। সে এই ভোগবাদী সমাজের স্বপ্ন ও বাস্তবতার বিস্তর ফারাক নিয়ে বড় হয়ে ওঠা এক নতজানু নাগরিক। তবে সময়ের প্রয়োজন ঠিকই সে নামে রাজপথে।
৬ ঘণ্টা আগে