Ajker Patrika

আসছে স্বস্তিকার নতুন সিরিয়াল

বিনোদন ডেস্ক
Thumbnail image

একসময় জি বাংলার ‘কি করে বলব তোমায়’ সিরিয়াল ছিল টিআরপির শীর্ষে। তবে গত কয়েক সপ্তাহে ভাটা পড়েছে জনপ্রিয়তায়। প্রযোজক-পরিচালকের কপালে চিন্তার ভাঁজ। গত মাসে গুঞ্জন উঠেছিল, বন্ধ হয়ে যাবে ধারাবাহিকটি।

তবে তখন ওই গুঞ্জন উড়িয়ে দিয়েছিলেন স্বস্তিকা দত্ত। ‘কি করে বলব তোমায়’ সিরিয়ালের প্রধান অভিনেত্রী তিনি। শুটিংয়ে যোগ দিয়ে জানিয়েছিলেন, আরও বহুদিন দেখা যাবে এ সিরিয়াল।

কিন্তু এবার স্বস্তিকা জানালেন নতুন খবর। নতুন সিরিয়াল হাতে পেয়েছেন তিনি। তাতে অভিনয়ের জন্য প্রস্তুতি শুরু করেছেন। চুল ছোট রাখছেন। শিখছেন বাইক চালানো। শোনা যাচ্ছে, এ মাস থেকেই শুরু হবে তাঁর নতুন সিরিয়ালের শুটিং।

ফলে স্পষ্ট হয়ে গেছে, ‘কি করে বলব তোমায়’ অবশেষে শেষ হচ্ছে। চ্যানেলের পক্ষ থেকেও এ রকম ইঙ্গিত মিলেছে। তবে এ যেন শেষ হয়েও হলো না শেষ!

কারণ, নতুন সিরিয়ালটি নাকি এখনকার ‘কি করে বলব তোমায়’–এর সিক্যুয়েল। গল্পে কোনো মিল থাকবে না। কিন্তু নায়িকা হিসেবে স্বস্তিকাই থাকবেন। নায়কের খোঁজ চলছে। নায়কের সঙ্গে কথাবার্তা চূড়ান্ত হলেই চলতি মাস থেকে শুটিং শুরু হবে, এমন কথা শোনা যাচ্ছে।

‘কি করে বলব তোমায়’ সিরিয়ালের দ্বিতীয় পর্বে এসে কোনো ধরনের ঝুঁকি নিতে চাচ্ছেন না প্রযোজক ও নির্মাতা। তাই গল্পসূত্র হিসেবে বেছে নিয়েছেন ‘দীপ জ্বেলে যাই’কে।

একসময়ের দর্শকপ্রিয় সিরিয়াল ‘দীপ জ্বেলে যাই’। বহুদিন পর্যন্ত এ সিরিয়ালের গল্পের সঙ্গেই দর্শক হেসেছে, কেঁদেছে। ওই গল্পের ওপরই নতুন সিরিয়ালের বীজ বুনবেন নির্মাতা। আর তাতে নায়িকা হবেন স্বস্তিকাই।

‘কি করে বলব তোমায়’ এখন যে সময়ে প্রচার হচ্ছে, অর্থাৎ সোম থেকে শুক্রবার বাংলাদেশ সময় রাত ১১টায়, এ সময়েই নতুন সিরিয়ালটি প্রচার হবে।

তাই স্বস্তিকা দত্তের যাঁরা ভক্ত, তাঁদের হতাশ হওয়ার কোনো কারণ নেই। নতুন গল্পে, নতুনভাবে স্বস্তিকা আবার দেখা দেবেন নতুন রূপে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত