বিনোদন প্রতিবেদক
ঢাকা: জি বাংলার ধারাবাহিক ‘কি করে বলব তোমায়’–এর ৩০০ পর্ব পেরিয়েছে। এরই মধ্যে শোনা যাচ্ছে, বন্ধ হয়ে যেতে পারে ধারাবাহিকটি। এর প্রধান কারণ টিআরপি। গত কয়েক সপ্তাহ ধরে টিআরপির শীর্ষ পাঁচে জায়গা হচ্ছে না। এ নিয়ে হতাশায় ধারাবাহিকটির ক্রিয়েটিভ টিম।
ধারাবাহিকটি বন্ধ হওয়ার গুঞ্জন জোরালো হচ্ছে আরেকটি কারণে। ‘কি করে বলব তোমায়’ দিয়ে ভালোই জনপ্রিয়তা পেয়েছেন ‘কর্ণ’ চরিত্রের ক্রুশল আহুজা। একই চ্যানেলে ‘দীপ জ্বেলে যাই’–এর হিন্দি রিমেক হচ্ছে। তাতেও অভিনয় করবেন তিনি। ক্রুশলের বিপরীতে দেখা যাবে মুম্বাইয়ের অভিনেত্রী আঁচল গোস্বামীকে। হিন্দি ধারাবাহিক হলেও এর শুটিং হবে কলকাতায়। শোনা যাচ্ছে, ভারতের করোনা পরিস্থিতি স্বাভাবিক হলেই ক্যামেরা চালু হবে ‘দীপ জ্বেলে যাই’–এর হিন্দি রিমেকের।
নতুন কাজ শুরু হলে স্বাভাবিকভাবেই তিনি আর ‘কি করে বলব তোমায়’ ধারাবাহিকে সময় দিতে পারবেন না। তবে কি কর্ণের চরিত্রে নতুন কেউ আসবেন? সেটির সম্ভাবনা অনেকটাই কম বলে আভাস দিয়েছে ধারাবাহিকটির প্রযোজনা সংস্থা শশী-সুমিত মিত্তাল প্রোডাকশন।
এর আগেও কয়েকবার এই ধারাবাহিক বন্ধ হওয়ার গুঞ্জন উঠেছে। শুরুর দিকে ভালোই জনপ্রিয়তা পেয়েছিল এটি। কিন্তু যত দিন গেছে, ততই যেন দর্শকদের আগ্রহ হারিয়েছে। টিআরপির শীর্ষ অবস্থান থেকে ছিটকে পড়েছে। গল্প ও প্রচারের সময় বদলেও কোনো লাভ হয়নি।
‘কি করে বলব তোমায়’ ধারাবাহিকের মূল আকর্ষণ কর্ণ-রাধিকার জমাট প্রেম। ফ্যাশন ডিজাইনার রাধিকা বিয়ের দিন লগ্নভ্রষ্টা হয়। এরপর রাধিকা কর্ণের কোম্পানিতে চাকরি শুরু করে। তৈরি হয় তাদের বন্ধুত্ব। তারপর প্রেম। তারপর বিয়ে। বিয়ের পর রাধিকা ও কর্ণের মধ্যে তৈরি হয় ভুল বোঝাবুঝি। শুরু হয় টানাপোড়েন। পরিবারের চাপে আলাদা হয়ে যেতে হয় দুজনকে।
পরবর্তী সময়ে গল্প এগিয়ে যায় পাঁচ বছর। তখন রাধিকা ও কর্ণ আলাদা থাকে। অনেক জল ঘোলা করে শেষ পর্যন্ত সেনবাড়িতে ফিরতে পেরেছে রাধিকা। রাধিকা চরিত্রে অভিনয় করছেন স্বস্তিকা দত্ত।
জি বাংলায় প্রতি সোম থেকে শুক্রবার বাংলাদেশ সময় রাত ১১টায় প্রচারিত হচ্ছে ধারাবাহিক ‘কি করে বলব তোমায়’।
ঢাকা: জি বাংলার ধারাবাহিক ‘কি করে বলব তোমায়’–এর ৩০০ পর্ব পেরিয়েছে। এরই মধ্যে শোনা যাচ্ছে, বন্ধ হয়ে যেতে পারে ধারাবাহিকটি। এর প্রধান কারণ টিআরপি। গত কয়েক সপ্তাহ ধরে টিআরপির শীর্ষ পাঁচে জায়গা হচ্ছে না। এ নিয়ে হতাশায় ধারাবাহিকটির ক্রিয়েটিভ টিম।
ধারাবাহিকটি বন্ধ হওয়ার গুঞ্জন জোরালো হচ্ছে আরেকটি কারণে। ‘কি করে বলব তোমায়’ দিয়ে ভালোই জনপ্রিয়তা পেয়েছেন ‘কর্ণ’ চরিত্রের ক্রুশল আহুজা। একই চ্যানেলে ‘দীপ জ্বেলে যাই’–এর হিন্দি রিমেক হচ্ছে। তাতেও অভিনয় করবেন তিনি। ক্রুশলের বিপরীতে দেখা যাবে মুম্বাইয়ের অভিনেত্রী আঁচল গোস্বামীকে। হিন্দি ধারাবাহিক হলেও এর শুটিং হবে কলকাতায়। শোনা যাচ্ছে, ভারতের করোনা পরিস্থিতি স্বাভাবিক হলেই ক্যামেরা চালু হবে ‘দীপ জ্বেলে যাই’–এর হিন্দি রিমেকের।
নতুন কাজ শুরু হলে স্বাভাবিকভাবেই তিনি আর ‘কি করে বলব তোমায়’ ধারাবাহিকে সময় দিতে পারবেন না। তবে কি কর্ণের চরিত্রে নতুন কেউ আসবেন? সেটির সম্ভাবনা অনেকটাই কম বলে আভাস দিয়েছে ধারাবাহিকটির প্রযোজনা সংস্থা শশী-সুমিত মিত্তাল প্রোডাকশন।
এর আগেও কয়েকবার এই ধারাবাহিক বন্ধ হওয়ার গুঞ্জন উঠেছে। শুরুর দিকে ভালোই জনপ্রিয়তা পেয়েছিল এটি। কিন্তু যত দিন গেছে, ততই যেন দর্শকদের আগ্রহ হারিয়েছে। টিআরপির শীর্ষ অবস্থান থেকে ছিটকে পড়েছে। গল্প ও প্রচারের সময় বদলেও কোনো লাভ হয়নি।
‘কি করে বলব তোমায়’ ধারাবাহিকের মূল আকর্ষণ কর্ণ-রাধিকার জমাট প্রেম। ফ্যাশন ডিজাইনার রাধিকা বিয়ের দিন লগ্নভ্রষ্টা হয়। এরপর রাধিকা কর্ণের কোম্পানিতে চাকরি শুরু করে। তৈরি হয় তাদের বন্ধুত্ব। তারপর প্রেম। তারপর বিয়ে। বিয়ের পর রাধিকা ও কর্ণের মধ্যে তৈরি হয় ভুল বোঝাবুঝি। শুরু হয় টানাপোড়েন। পরিবারের চাপে আলাদা হয়ে যেতে হয় দুজনকে।
পরবর্তী সময়ে গল্প এগিয়ে যায় পাঁচ বছর। তখন রাধিকা ও কর্ণ আলাদা থাকে। অনেক জল ঘোলা করে শেষ পর্যন্ত সেনবাড়িতে ফিরতে পেরেছে রাধিকা। রাধিকা চরিত্রে অভিনয় করছেন স্বস্তিকা দত্ত।
জি বাংলায় প্রতি সোম থেকে শুক্রবার বাংলাদেশ সময় রাত ১১টায় প্রচারিত হচ্ছে ধারাবাহিক ‘কি করে বলব তোমায়’।
বিজ্ঞাপন, মিউজিক ভিডিও ও নাচের মঞ্চে মামনুন ইমন ও প্রার্থনা ফারদিন দীঘি জুটি হয়েছিলেন আগে। এবার এই জুটিকে প্রথমবারের মতো দেখা যাবে বড় পর্দায়। সরকারি অনুদানের ‘দেনাপাওনা’ সিনেমায় অভিনয় করবেন তাঁরা।
৪ ঘণ্টা আগেঅত ভালো ছাত্র ছিলেন না সুরিয়া। টেনেটুনে পাস করতেন। ফেল ছিল তাঁর নিত্যসঙ্গী। সেই গড়পড়তা ছাত্র এখন হাজারো শিক্ষার্থীর ভরসা। ২০০৬ সালে তামিল এই অভিনেতা গড়ে তোলেন আগারাম ফাউন্ডেশন নামের একটি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি থেকে তামিলনাড়ুর প্রত্যন্ত অঞ্চলের পিছিয়ে পড়া শিক্ষার্থীদের জন্য কাজ করেন তি
৪ ঘণ্টা আগেএকসময় টিভি নাটকে ছিল পারিবারিক গল্পের রাজত্ব। মাঝে প্রেম আর কমেডি গল্পের ভিড়ে হারিয়ে যেতে বসেছিল এই ধরনের নাটক। সংখ্যায় কম হলেও সম্প্রতি আবার ফিরছে পারিবারিক গল্পের নাটক। গত বছরের শেষ দিকে কে এম সোহাগ রানা শুরু করেন ‘দেনা পাওনা’ নামের ধারাবাহিকের কাজ। শুরুতে ইউটিউবে ৮ পর্বের মিনি সিরিজ হিসেবে পরিকল্
৪ ঘণ্টা আগেকালজয়ী রূপকথা ‘স্নো হোয়াইট’কে নতুনভাবে পর্দায় নিয়ে এসেছে ডিজনি। প্রায় ২৭০ মিলিয়ন ডলার বাজেটে তৈরি হয়েছে স্নো হোয়াইট। ডিজনির অন্যতম ব্যয়বহুল এই মিউজিক্যাল ফ্যান্টাসি মুক্তির আগে থেকেই নানা বিতর্কে জড়িয়েছিল। গত ২১ মার্চে মুক্তির পর বিতর্ক বেড়েছে আরও।
৪ ঘণ্টা আগে