বিনোদন ডেস্ক
ঢাকা: বংশপরম্পরায় ঢাক বাজান গঙ্গাপদ। ছোট বাড়ি তাঁর। সেখানেই একমাত্র মেয়ে আর স্ত্রীকে নিয়ে অভাবের সংসার। শুধু মাথা গোঁজার ছাদটুকু আছে। সঙ্গে আছে বিপুল ঋণ। এর মধ্যেই ধরা পড়ে কঠিন অসুখ। চিকিৎসকের কড়া নিষেধ, কিছুতেই আর ঢাক বাজানো যাবে না। তাহলে সংসার চলবে কীভাবে?
পরিবার বাঁচাতে ঢাক বাজানোর জেদে গঙ্গাপদ মেয়েকে নিয়ে চলে আসেন কলকাতায়। সেখানেই রায়বাড়িতে ঢাক বাজানোর চাকরি নেন। কিন্তু পূজার দিন ঢাক বাজাতে গিয়ে আরও অসুস্থ হয়ে পড়েন গঙ্গাপদ। বাবার মান বাঁচাতে, সংসারের হাল ধরতে তখনই প্রথম কাঁধে ঢাক তুলে নেয় যমুনা। তারপর থেকে সে হয়ে ওঠে যমুনা ঢাকি।
জি বাংলার সিরিয়াল ‘যমুনা ঢাকি’র গল্প শুরু হয় এভাবে। সাধারণত ঢাকি হিসেবে সব সময় পুরুষদেরই দেখা যায়। তাই যমুনাকে ঢাকি হিসেবে মেনে নিতে প্রবল আপত্তি ছিল রায় পরিবারের। কিন্তু ধীরে ধীরে মেয়েটি স্বীকৃতি পায়। সমাজে প্রতিষ্ঠিত হয় নতুন ধারণা। গত বছরের ২৩ জুলাই থেকে শুরু হয়েছিল সিরিয়ালটি। সেই থেকে টিআরপি তালিকায় গুরুত্ব পাচ্ছে ‘যমুনা ঢাকি’।
এতে যমুনার চরিত্রে অভিনয় করছেন ‘তুমি রবে নীরবে’খ্যাত অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্য। সিরিয়ালে অভিনয়ের জন্য তিনি ঢাক বাজানো শিখেছেন। বলছেন, ‘আমাদের এলাকায় একজন ঢাকি আছেন। পাড়ার সব পূজায় তিনিই বাজান। তাঁর থেকে ঢাক বাজানো শিখেছি। তা ছাড়া শুটিংয়ে একজন প্রশিক্ষক থাকেন। তিনিই শেখাচ্ছেন প্রতিদিন। ভুল হলে ধরিয়ে দেন। বাঁ হাতের কাঠিটা অন্যভাবে ধরতে হয়। সেটাও রপ্ত করেছি।’
এরই মধ্যে তিন শ পর্ব পেরিয়েছে ‘যমুনা ঢাকি’। সিরিয়ালে শ্বেতার নায়ক সংগীত চরিত্রে আছেন রুবেল দাস। আরও আছেন দেবযানী চট্টোপাধ্যায়, কৌশিক বন্দোপাধ্যায় ও কাঞ্চনা মৈত্র। জি বাংলায় বাংলাদেশ সময় প্রতিদিন রাত ৮টায় প্রচার হয় ধারাবাহিকটি।
ঢাকা: বংশপরম্পরায় ঢাক বাজান গঙ্গাপদ। ছোট বাড়ি তাঁর। সেখানেই একমাত্র মেয়ে আর স্ত্রীকে নিয়ে অভাবের সংসার। শুধু মাথা গোঁজার ছাদটুকু আছে। সঙ্গে আছে বিপুল ঋণ। এর মধ্যেই ধরা পড়ে কঠিন অসুখ। চিকিৎসকের কড়া নিষেধ, কিছুতেই আর ঢাক বাজানো যাবে না। তাহলে সংসার চলবে কীভাবে?
পরিবার বাঁচাতে ঢাক বাজানোর জেদে গঙ্গাপদ মেয়েকে নিয়ে চলে আসেন কলকাতায়। সেখানেই রায়বাড়িতে ঢাক বাজানোর চাকরি নেন। কিন্তু পূজার দিন ঢাক বাজাতে গিয়ে আরও অসুস্থ হয়ে পড়েন গঙ্গাপদ। বাবার মান বাঁচাতে, সংসারের হাল ধরতে তখনই প্রথম কাঁধে ঢাক তুলে নেয় যমুনা। তারপর থেকে সে হয়ে ওঠে যমুনা ঢাকি।
জি বাংলার সিরিয়াল ‘যমুনা ঢাকি’র গল্প শুরু হয় এভাবে। সাধারণত ঢাকি হিসেবে সব সময় পুরুষদেরই দেখা যায়। তাই যমুনাকে ঢাকি হিসেবে মেনে নিতে প্রবল আপত্তি ছিল রায় পরিবারের। কিন্তু ধীরে ধীরে মেয়েটি স্বীকৃতি পায়। সমাজে প্রতিষ্ঠিত হয় নতুন ধারণা। গত বছরের ২৩ জুলাই থেকে শুরু হয়েছিল সিরিয়ালটি। সেই থেকে টিআরপি তালিকায় গুরুত্ব পাচ্ছে ‘যমুনা ঢাকি’।
এতে যমুনার চরিত্রে অভিনয় করছেন ‘তুমি রবে নীরবে’খ্যাত অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্য। সিরিয়ালে অভিনয়ের জন্য তিনি ঢাক বাজানো শিখেছেন। বলছেন, ‘আমাদের এলাকায় একজন ঢাকি আছেন। পাড়ার সব পূজায় তিনিই বাজান। তাঁর থেকে ঢাক বাজানো শিখেছি। তা ছাড়া শুটিংয়ে একজন প্রশিক্ষক থাকেন। তিনিই শেখাচ্ছেন প্রতিদিন। ভুল হলে ধরিয়ে দেন। বাঁ হাতের কাঠিটা অন্যভাবে ধরতে হয়। সেটাও রপ্ত করেছি।’
এরই মধ্যে তিন শ পর্ব পেরিয়েছে ‘যমুনা ঢাকি’। সিরিয়ালে শ্বেতার নায়ক সংগীত চরিত্রে আছেন রুবেল দাস। আরও আছেন দেবযানী চট্টোপাধ্যায়, কৌশিক বন্দোপাধ্যায় ও কাঞ্চনা মৈত্র। জি বাংলায় বাংলাদেশ সময় প্রতিদিন রাত ৮টায় প্রচার হয় ধারাবাহিকটি।
মঞ্চে গান গাওয়ার সময় নারী ভক্তের ঠোঁটে চুমু দিয়ে সমালোচনার কেন্দ্রে প্রবীণ গায়ক উদিত নারায়ণ। এই রেশ না কাটতেই নতুন করে সামনে এসেছে গায়কের পুরোনো সব চুমু কাণ্ড। এর আগেও তিনি মঞ্চে চুমু দিয়েছেন।
১ ঘণ্টা আগেক্যারিয়ারে ত্রিভুজ প্রেমের অনেক গল্পে অভিনয় করেছেন বাপ্পারাজ। বেশির ভাগ সিনেমায় শেষ দৃশ্যে থাকতেন আত্মত্যাগের ভূমিকায়। পর্দায় নেই অনেক দিন, তবে এখনো সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়ান বাপ্পারাজ। প্রায়ই দেখা যায় তাঁর সিনেমার দৃশ্য শেয়ার করে কেউ লিখছেন ব্যর্থ প্রেমিক কিংবা কেউ লিখছেন ব্যর্থ প্রেমের সফল নায়ক।
৫ ঘণ্টা আগেজুলাই আন্দোলনে অনুপ্রাণিত হয়ে নতুন গান উপহার দিলেন কণ্ঠশিল্পী সায়েরা রেজা। গানের শিরোনাম ‘বেলা চাও, আলো দাও’। আদিব কবিরের সংগীত আয়োজনে গানটির কথা লিখেছেন কাজী জহিরুল ইসলাম। এরই মধ্যে গানটি ইউটিউব, স্পটিফাই, ফেসবুকসহ বিভিন্ন অনলাইন মিডিয়ায় প্রকাশিত হয়েছে।
৫ ঘণ্টা আগেচার বছরের বিবাহিত জীবন ছিল নাগা চৈতন্যের সঙ্গে সামান্থা রুথ প্রভুর। বিচ্ছেদের অধ্যায় ভুলে সোবিতা ধুলিপালার সঙ্গে নতুন করে জীবন শুরু করেছেন নাগা। গত ডিসেম্বরে বিয়ে হয়েছে তাঁর। সামান্থাও হাঁটছেন অন্য পথে। মনে হচ্ছে, এত দিনে বিশেষ কাউকে খুঁজে পেলেন তিনি। বিশেষ সে ব্যক্তিটি নির্মাতা রাজ নিদিমরু।
৫ ঘণ্টা আগে