ঢাকা: বংশপরম্পরায় ঢাক বাজান গঙ্গাপদ। ছোট বাড়ি তাঁর। সেখানেই একমাত্র মেয়ে আর স্ত্রীকে নিয়ে অভাবের সংসার। শুধু মাথা গোঁজার ছাদটুকু আছে। সঙ্গে আছে বিপুল ঋণ। এর মধ্যেই ধরা পড়ে কঠিন অসুখ। চিকিৎসকের কড়া নিষেধ, কিছুতেই আর ঢাক বাজানো যাবে না। তাহলে সংসার চলবে কীভাবে?
পরিবার বাঁচাতে ঢাক বাজানোর জেদে গঙ্গাপদ মেয়েকে নিয়ে চলে আসেন কলকাতায়। সেখানেই রায়বাড়িতে ঢাক বাজানোর চাকরি নেন। কিন্তু পূজার দিন ঢাক বাজাতে গিয়ে আরও অসুস্থ হয়ে পড়েন গঙ্গাপদ। বাবার মান বাঁচাতে, সংসারের হাল ধরতে তখনই প্রথম কাঁধে ঢাক তুলে নেয় যমুনা। তারপর থেকে সে হয়ে ওঠে যমুনা ঢাকি।
জি বাংলার সিরিয়াল ‘যমুনা ঢাকি’র গল্প শুরু হয় এভাবে। সাধারণত ঢাকি হিসেবে সব সময় পুরুষদেরই দেখা যায়। তাই যমুনাকে ঢাকি হিসেবে মেনে নিতে প্রবল আপত্তি ছিল রায় পরিবারের। কিন্তু ধীরে ধীরে মেয়েটি স্বীকৃতি পায়। সমাজে প্রতিষ্ঠিত হয় নতুন ধারণা। গত বছরের ২৩ জুলাই থেকে শুরু হয়েছিল সিরিয়ালটি। সেই থেকে টিআরপি তালিকায় গুরুত্ব পাচ্ছে ‘যমুনা ঢাকি’।
এতে যমুনার চরিত্রে অভিনয় করছেন ‘তুমি রবে নীরবে’খ্যাত অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্য। সিরিয়ালে অভিনয়ের জন্য তিনি ঢাক বাজানো শিখেছেন। বলছেন, ‘আমাদের এলাকায় একজন ঢাকি আছেন। পাড়ার সব পূজায় তিনিই বাজান। তাঁর থেকে ঢাক বাজানো শিখেছি। তা ছাড়া শুটিংয়ে একজন প্রশিক্ষক থাকেন। তিনিই শেখাচ্ছেন প্রতিদিন। ভুল হলে ধরিয়ে দেন। বাঁ হাতের কাঠিটা অন্যভাবে ধরতে হয়। সেটাও রপ্ত করেছি।’
এরই মধ্যে তিন শ পর্ব পেরিয়েছে ‘যমুনা ঢাকি’। সিরিয়ালে শ্বেতার নায়ক সংগীত চরিত্রে আছেন রুবেল দাস। আরও আছেন দেবযানী চট্টোপাধ্যায়, কৌশিক বন্দোপাধ্যায় ও কাঞ্চনা মৈত্র। জি বাংলায় বাংলাদেশ সময় প্রতিদিন রাত ৮টায় প্রচার হয় ধারাবাহিকটি।
ঢাকা: বংশপরম্পরায় ঢাক বাজান গঙ্গাপদ। ছোট বাড়ি তাঁর। সেখানেই একমাত্র মেয়ে আর স্ত্রীকে নিয়ে অভাবের সংসার। শুধু মাথা গোঁজার ছাদটুকু আছে। সঙ্গে আছে বিপুল ঋণ। এর মধ্যেই ধরা পড়ে কঠিন অসুখ। চিকিৎসকের কড়া নিষেধ, কিছুতেই আর ঢাক বাজানো যাবে না। তাহলে সংসার চলবে কীভাবে?
পরিবার বাঁচাতে ঢাক বাজানোর জেদে গঙ্গাপদ মেয়েকে নিয়ে চলে আসেন কলকাতায়। সেখানেই রায়বাড়িতে ঢাক বাজানোর চাকরি নেন। কিন্তু পূজার দিন ঢাক বাজাতে গিয়ে আরও অসুস্থ হয়ে পড়েন গঙ্গাপদ। বাবার মান বাঁচাতে, সংসারের হাল ধরতে তখনই প্রথম কাঁধে ঢাক তুলে নেয় যমুনা। তারপর থেকে সে হয়ে ওঠে যমুনা ঢাকি।
জি বাংলার সিরিয়াল ‘যমুনা ঢাকি’র গল্প শুরু হয় এভাবে। সাধারণত ঢাকি হিসেবে সব সময় পুরুষদেরই দেখা যায়। তাই যমুনাকে ঢাকি হিসেবে মেনে নিতে প্রবল আপত্তি ছিল রায় পরিবারের। কিন্তু ধীরে ধীরে মেয়েটি স্বীকৃতি পায়। সমাজে প্রতিষ্ঠিত হয় নতুন ধারণা। গত বছরের ২৩ জুলাই থেকে শুরু হয়েছিল সিরিয়ালটি। সেই থেকে টিআরপি তালিকায় গুরুত্ব পাচ্ছে ‘যমুনা ঢাকি’।
এতে যমুনার চরিত্রে অভিনয় করছেন ‘তুমি রবে নীরবে’খ্যাত অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্য। সিরিয়ালে অভিনয়ের জন্য তিনি ঢাক বাজানো শিখেছেন। বলছেন, ‘আমাদের এলাকায় একজন ঢাকি আছেন। পাড়ার সব পূজায় তিনিই বাজান। তাঁর থেকে ঢাক বাজানো শিখেছি। তা ছাড়া শুটিংয়ে একজন প্রশিক্ষক থাকেন। তিনিই শেখাচ্ছেন প্রতিদিন। ভুল হলে ধরিয়ে দেন। বাঁ হাতের কাঠিটা অন্যভাবে ধরতে হয়। সেটাও রপ্ত করেছি।’
এরই মধ্যে তিন শ পর্ব পেরিয়েছে ‘যমুনা ঢাকি’। সিরিয়ালে শ্বেতার নায়ক সংগীত চরিত্রে আছেন রুবেল দাস। আরও আছেন দেবযানী চট্টোপাধ্যায়, কৌশিক বন্দোপাধ্যায় ও কাঞ্চনা মৈত্র। জি বাংলায় বাংলাদেশ সময় প্রতিদিন রাত ৮টায় প্রচার হয় ধারাবাহিকটি।
উত্তরা সেক্টর-৪ এলাকায় নাটক ও চলচ্চিত্রের শুটিং কার্যক্রমে জারি করা নিষেধাজ্ঞা শিগগির শর্ত সাপেক্ষে প্রত্যাহার করা হতে পারে। উত্তরা কল্যাণ সমিতির পক্ষ থেকে এ সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
৪ ঘণ্টা আগেএকজন গর্ভবতী নারীর দীর্ঘপথ পাড়ি দিয়ে বেঁচে থাকার সংগ্রাম, সাতটি দেশের অভিবাসন-পথ পেরিয়ে বেঁচে থাকার গল্প- এটি কোনো কাল্পনিক থ্রিলার নয়, বরং বাস্তবতার ওপর নির্মিত এক সিনেম্যাটিক দলিল। বাংলাদেশি নির্মাতা আজিজুল হাসান সূর্য পরিচালিত আসন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র ‘ফিল্ডস অব ফ্রিডম’ এমন এক গল্প নিয়ে এগিয়ে
৪ ঘণ্টা আগেঅভিনয়শিল্পীদের নাম দেখে অনেকে হয়তো পরিবার নিয়ে সিরিজটি দেখার কথা ভাববেন। তবে তেমনটা না ভাবাই উত্তম। কারণ, পরিবার নিয়ে দেখতে বসলে আপনাকে পড়তে হবে বিব্রতকর পরিস্থিতিতে। আইস্ক্রিনে মুক্তি পাওয়া ‘পাপ কাহিনী’ ওয়েব সিরিজটি যেন আবার ফিরিয়ে নিয়ে গেল অশ্লীলতার অন্ধকার সময়ে।
৬ ঘণ্টা আগেএ নাটকের কেন্দ্রীয় চরিত্র শুভঙ্কর। সে এই ভোগবাদী সমাজের স্বপ্ন ও বাস্তবতার বিস্তর ফারাক নিয়ে বড় হয়ে ওঠা এক নতজানু নাগরিক। তবে সময়ের প্রয়োজন ঠিকই সে নামে রাজপথে।
৬ ঘণ্টা আগে