‘কুকুর হতে সাবধান, তেমনি বাংলাদেশের মানুষকে বলি—তারেক রহমান হতে সাবধান’
ওবায়দুল কাদের বলেন, ‘কারবালার ময়দানেও নারী-শিশু হত্যা হয়নি। ১৯৭৫ সালে ১৫ আগস্ট সেই কালো রাতে নারী, অবুঝ শিশু ও অন্তঃসত্ত্বা মহিলাকেও হত্যা করা হয়েছে। বিশ্বাসঘাতকতার রক্ত ঝরেছে। যেসব বড়লোকেরা বাড়িতে বিদেশি কুকুর পালন করেন, সেসব বাড়ির গেটে লেখা থাকে—কুকুর হতে সাবধান তেমনি বাংলাদেশের