Ajker Patrika

জমির বিরোধে মৃত্যু, সড়ক অবরোধ করে শাস্তি দাবি

জামালপুর প্রতিনিধি
জমির বিরোধে মৃত্যু, সড়ক অবরোধ করে শাস্তি দাবি

জামালপুরে জমি নিয়ে বিরোধে হামলায় টেঁটা বিদ্ধ গুরুতর আহত জুলহাস উদ্দিন মারা গেছেন। গতকাল রোববার ময়মনসিংহ থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর তাঁর মৃত্যু হয়।

এ ঘটনায় জড়িত দোষী ব্যক্তিদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গতকাল জামালপুর-টাঙ্গাইল মহাসড়কের শিমুলতলীয় এলাকায় সড়ক অবরোধ ও মানববন্ধন করেন এলাকাবাসী। পুলিশ মামলার প্রধান আসামিসহ তিনজনকে গ্রেপ্তার করেছে।

এর আগে গত শনিবার সদর উপজেলার তিতপল্লা ইউনিয়নের শিমুলতলী গ্রামে জমি নিয়ে বিরোধে চাচাতো ভাই মুক্তা দলবল নিয়ে জুলহাস উদ্দিনের বাড়িতে হামলা চালান। পরে ভুক্তভোগী জুলহাসের মা জয়গুন বেগম বাদী হয়ে চারজনকে আসামি করে সদর থানায় একটি মামলা দায়ের করেন।

জামালপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জাকির হোসেন সুমন আজকের পত্রিকাকে বলেন, জমি-সংক্রান্ত বিরোধে একজনের মৃত্যু হয়েছে। ঘটনার পরপর মামলার প্রধান আসামিসহ তিনজনকে আটক করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারের প্রক্রিয়া চলছে।

জানা গেছে, শনিবার সকালে বসতবাড়ির জমি নিয়ে বিরোধের জের ধরে চাচাতো ভাই মুক্তা দলবল নিয়ে জুলহাস উদ্দিনের বাড়িতে হামলা চালান। এ সময় টেঁটার আঘাতে জুলহাস গুরুতর আহত হলে প্রথমে জামালপুর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল ও পরে ঢাকা মেডিকেল কলেজে নেওয়ার পর তাঁর মৃত্যু হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি

এক ফ্যাসিস্ট নেত্রীর পাল্লায় পড়ে পুলিশ খারাপ হয়েছিল: এসপি

বিএনপি নেতা নাছিরের দুই মেয়ে ও স্ত্রীকে মারধরের অভিযোগ দুই সৎভাইয়ের বিরুদ্ধে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত